জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর : লাউয়ের মাঁচা । বেশ হৃষ্টপুষ্ট লাউ ধরেছে তাতে । লাউ খেতের মালিক যতন দাস । মাঁচা দেখলেই বোঝা যাচ্ছে বেশ যত্ন করে তৈরি । অন্যদিনের মতো গতকাল সকালেও অভ্যাসবশত লাউখেতে যান যতনবাবু । আর সেখানে যেতেই চক্ষু চড়ক গাছ । ডগার কাছে কিছুটা বাদে লাউয়ের বাকি অংশ আর নেই । আশপাশের বাকি লাউগুলিরও একই দশা । একটা-দু'টো নয়... আড়াইশোটা লাউ চুরি গেছে যতনবাবুর সাধের খেত থেকে । পরে দেখেন, রাস্তার ধারেও বেশ কিছু কাটা লাউ পড়ে রয়েছে । রাগে-বিরক্তিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন যতনবাবু । জলপাইগুড়ির উত্তর সুকান্ত নগর কলোনির ঘটনা ।
মোট 250 টি লাউ তাঁর খেত থেকে কেউ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ যতন দাসের । অনেক টাকার ক্ষতি হয়ে গেল । যতনবাবুর কথায়, সবমিলিয়ে প্রায় 15 হাজার টাকার লোকসান । কারও সঙ্গে কোনও শত্রুতা নেই । কে এমন কাজ করল, তা ভেবেই কূল কিনারা পাচ্ছেন না লাউ চাষি যতন দাস ৷
যতনবাবুকে এনিয়ে প্রশ্ন করায় তিনি জানান, "আমি একজন কৃষক । অন্যান্য চাষের সঙ্গে এবার বেশ কিছুটা জায়গায় লাউ চাষও করেছিলাম । প্রথমবার বেশ ভালো লাউ ফলন হয়েছিল । বৃহস্পতিবার গভীর রাতে লাউ খেত থেকে কেউ বা কারা মোট 250 টি লাউ চুরি করে নিয়ে পালিয়ে যায় ।" যতনবাবু গতকাল সকালে ব্যাপারটি দেখতে পান । অনেক লাউ রাস্তাতেও পড়ে ছিল ।
লাউ চুরির ঘটনার বিচার চেয়ে জলপাইগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তবে অভিযোগ জানানোর 24 ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ এখনও বিষয়টি খতিয়ে দেখতে আসেনি বলে ক্ষোভপ্রকাশ করেন তিনি । তিনি চান, পুলিশ তদন্ত করে দেখুক, তাঁর লাউ কে বা কারা নিয়ে গেল ।