জলপাইগুড়ি, 18 অক্টোবর : রাজ্যে ফের গ্রেফতার 'ভুয়ো' চিকিৎসক । জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশের সহযোগিতা নিয়ে বাঁকুড়া জেলার পুলিশ আজ গ্রেফতার করেন সুদীপ্ত সর্দার নামের ওই ভুয়ো চিকিৎসককে । বাঁকুড়ার বড়জোড়া থানা ও জলপাইগুড়ি জেলা পুলিশের রাজগঞ্জ থানায় যৌথ অভিযানে গ্রেফতার হওয়া ওই 'ভুয়ো' চিকিৎসককে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় । দু'দিনের ট্রানজিট রিমান্ড নিয়ে বাঁকুড়ার উদ্দেশে রওনা দেয় পুলিশ।
আরও পড়ুন : Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সুদীপ্ত রোগী দেখতেন । এর আগেও ২০১৯ সালে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে এন্ডোক্রিনোলজিস্ট (সুগার স্পেশালিষ্ট) হিসেবে সুদীপ্ত গ্রেফতার হয়েছিলেন। এরপর আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে সুদীপ্ত আবারও এক চিকিৎসকের রেজিষ্ট্রেশন নম্বর আবার ব্যবহার ফের ডাক্তারি শুরু করেন বলে অভিযোগ । যে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হয়, ওই চিকিৎসক বাঁকুড়ার বড়জোড়া থানার অভিযোগ দায়ের করেন । এরপর অভিযুক্ত চিকিৎসকের খোঁজ শুরু করেন বড়জোড়া থানার পুলিশ।
আরও পড়ুন : COVAXIN: বিশ্বব্যাপী ছাড়পত্র কোভ্যাক্সিন-কে! মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারে হু
তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, জলপাইগুড়ি জেলায় গা ঢাকা দিয়ে রয়েছে সুদীপ্ত । এরপর জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে ছবি পাঠিয়ে তদন্ত শুরু করে তারা। এদিন রাজগঞ্জ থানায় অন্তর্গত দশদরগা এলাকা অভিযানে নামে বাঁকুড়া ও জলপাইগুড়ি জেলা পুলিশ ৷ সেখান থেকেই সুদীপ্তকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "অভিযুক্তের ছবি পাঠানো হয়েছিল বাঁকুড়া জেলা পুলিশ থেকে । আমরা তাকে ধরতে সহযোগিতা করেছি ।"