ETV Bharat / bharat

মুঘল যুগের মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত সম্ভল ! সংঘর্ষে মৃত 4

আদালতের নির্দেশ মেনে রবিবার উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদে সমীক্ষা করতে যায় সমীক্ষকের একটি দল ৷ মসজিদ চত্ত্বরে সমীক্ষকের দল পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা ৷

SAMBHAL VIOLENCE
উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

সম্ভল (উত্তরপ্রদেশ), 25 নভেম্বর: মুঘল যুগের জামা মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে অশান্ত উত্তরপ্রদেশের সম্ভল ৷ পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মৃত 4 জন ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন ৷ আগামী 30 নভেম্বর পর্যন্ত বাইরের কেউ এই এলাকায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দিল প্রশাসন ৷

রবিবার সন্ধ্যায় সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া জানান, ভারতীয় ন্যায় সংহীতার আওতায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তিনি বলেন, "সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের অনুমতি ছাড়া কোনও বহিরাগত, সামাজিক সংগঠন কিংবা জনপ্রতিনিধি এলাকায় প্রবেশ করতে পারবেন না ৷" এই নিয়ম অমান্য করলে ভারতীয় ন্যায় সংহীতার 223 নম্বর ধারার অন্তর্গত সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা শাসক ৷ রবিবার সন্ধ্যা থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৷

আদালতের নির্দেশ মেনে রবিবার সম্ভলের জামা মসজিদে দ্বিতীয় দফার সমীক্ষার জন্য পৌঁছয় একটি দল ৷ তাঁদের সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও ৷ সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের ৷ সমীক্ষক ও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা ৷

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছন এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোই ৷ উত্তেজিত জনতার সঙ্গে কথা বলার চেষ্টা করেন ৷ কিন্তু, তারপরও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ বেশ কয়েকজন পুলিশকর্মী-সহ আহত হয় বেশ কয়েকজন ৷ মোরাদাবাদের ডিভিশনাল কমিশনার অঞ্জনিয়া কুমার সিং বলেন, "বিক্ষোভকারীদের তরফে গুলি চালানো হয় ৷ ঘটনায় 4 ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এক পুলিশ আধিকারিকের পায়ে গুলির আঘাত লেগেছে এবং 15 থেকে 20 জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন ৷"

তিনি আরও জানান, অশান্তির ঘটনায় 2 জন মহিলা-সহ 21 জনকে আটক করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ৷

বেশ কিছুদিন আগে হিন্দু পক্ষের এক স্থানীয় আইনজীবী দাবি করেন, 1529 সালে মুঘল সম্রাট বাবরের সময় একটি মন্দির ভেঙে জামা মসজিদটি তৈরি করা হয়েছে ৷ তাঁর সেই দাবির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন ৷ প্রত্নতত্ত্ব বিভাগের কাছে তিনি আবেদন করেন, এলাকার একটি সমীক্ষা করা হোক ৷ এরপর মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশ দেয় আদালত ৷ গত মঙ্গলবার প্রথম ধাপে একবার সমীক্ষা করতে যান সমীক্ষকরা ৷ কিন্তু, সেদিন কাজ সম্পূর্ণ না-হওয়ায় রবিবার সকালে ফের একবার সমীক্ষা করতে যায় সমীক্ষকের একটি দল ৷

পড়ুন: গুগল ম্যাপ দেখে গাড়ি ছুটল নির্মীয়মাণ সেতুতে, 50 ফুট উপর থেকে পড়ল নদীতে

সম্ভল (উত্তরপ্রদেশ), 25 নভেম্বর: মুঘল যুগের জামা মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে অশান্ত উত্তরপ্রদেশের সম্ভল ৷ পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মৃত 4 জন ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন ৷ আগামী 30 নভেম্বর পর্যন্ত বাইরের কেউ এই এলাকায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দিল প্রশাসন ৷

রবিবার সন্ধ্যায় সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া জানান, ভারতীয় ন্যায় সংহীতার আওতায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তিনি বলেন, "সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের অনুমতি ছাড়া কোনও বহিরাগত, সামাজিক সংগঠন কিংবা জনপ্রতিনিধি এলাকায় প্রবেশ করতে পারবেন না ৷" এই নিয়ম অমান্য করলে ভারতীয় ন্যায় সংহীতার 223 নম্বর ধারার অন্তর্গত সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা শাসক ৷ রবিবার সন্ধ্যা থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৷

আদালতের নির্দেশ মেনে রবিবার সম্ভলের জামা মসজিদে দ্বিতীয় দফার সমীক্ষার জন্য পৌঁছয় একটি দল ৷ তাঁদের সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও ৷ সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের ৷ সমীক্ষক ও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা ৷

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছন এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোই ৷ উত্তেজিত জনতার সঙ্গে কথা বলার চেষ্টা করেন ৷ কিন্তু, তারপরও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ বেশ কয়েকজন পুলিশকর্মী-সহ আহত হয় বেশ কয়েকজন ৷ মোরাদাবাদের ডিভিশনাল কমিশনার অঞ্জনিয়া কুমার সিং বলেন, "বিক্ষোভকারীদের তরফে গুলি চালানো হয় ৷ ঘটনায় 4 ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এক পুলিশ আধিকারিকের পায়ে গুলির আঘাত লেগেছে এবং 15 থেকে 20 জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন ৷"

তিনি আরও জানান, অশান্তির ঘটনায় 2 জন মহিলা-সহ 21 জনকে আটক করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ৷

বেশ কিছুদিন আগে হিন্দু পক্ষের এক স্থানীয় আইনজীবী দাবি করেন, 1529 সালে মুঘল সম্রাট বাবরের সময় একটি মন্দির ভেঙে জামা মসজিদটি তৈরি করা হয়েছে ৷ তাঁর সেই দাবির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন ৷ প্রত্নতত্ত্ব বিভাগের কাছে তিনি আবেদন করেন, এলাকার একটি সমীক্ষা করা হোক ৷ এরপর মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশ দেয় আদালত ৷ গত মঙ্গলবার প্রথম ধাপে একবার সমীক্ষা করতে যান সমীক্ষকরা ৷ কিন্তু, সেদিন কাজ সম্পূর্ণ না-হওয়ায় রবিবার সকালে ফের একবার সমীক্ষা করতে যায় সমীক্ষকের একটি দল ৷

পড়ুন: গুগল ম্যাপ দেখে গাড়ি ছুটল নির্মীয়মাণ সেতুতে, 50 ফুট উপর থেকে পড়ল নদীতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.