ETV Bharat / state

Environmentalists Nail Political Parties: গাছে পেরেক পুঁতে দলীয় পতাকা লাগিয়ে প্রচার, ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা

গাছে পেরেক পুঁতে দলীয় পতাকা লাগিয়ে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশপ্রেমীরা ৷

Environmentalists Nail Political Parties
Environmentalists Nail Political Parties
author img

By

Published : Jul 6, 2023, 7:50 PM IST

গাছে পেরেক পুঁতে দলীয় পতাকা লাগিয়ে প্রচার

জলপাইগুড়ি, 6 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নানা রঙের পতাকায় চতুর্দিক ছেয়ে গিয়েছে ৷ গ্রামবাংলায় প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি পতাকা লাগাতে গাছে গাছে পুঁতেছে পেরেক ৷ তাতেই বেজায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা ৷ এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে জলপাইগুড়িতে ।

জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ড. রাজা রাউত বলেন, পেরেক দিয়ে গাছে দলীয় পতাকা লাগানো দুর্ভাগ্যজনক । পরিবেশ নিয়ে সবাই চিন্তিত । নির্বাচন কমিশনের উচিত কড়া ভাবে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা । কারণ পরিবেশকে রক্ষা করার দায়িত্ব সবার । রাজনৈতিক দলগুলি পরিবেশের কথা ভাবছে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক বলে মনে করেন তিনি ।

তাঁর মতে, প্রত্যেক রাজনৈতিক দলেরই এই বিষয়ে সজাগ থাকা উচিত । গাছ এবং পরিবেশের খেয়াল রাখা উচিত । প্রত্যেক মানুষকে পরিবেশকে সুন্দর রাখার দায়ভার নিতে হবে । তিনি আরও বলেন, "আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যে রাজনৈতিক দলগুলি এই কাজ করছে, তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং গাছ থেকে পেরেকগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় ।"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ পূর্ব মেদিনীপুর, কার দখলে থাকবে জেলা পরিষদ ?

জলপাইগুড়ির মানুষজনও এই ঘটনায় ক্ষুব্ধ ৷ জনৈক বাসিন্দা হারাধন রায় বলেন, "প্রচার ভালোই চলছে ৷ সবই ঠিক আছে । কিন্তু গাছের মধ্যে পেরেক দিয়ে দলীয় পতাকা পুঁতে দেওয়া হচ্ছে । এগুলি তো ঠিক না । গাছের মধ্যে তারকাটা পোঁতা হচ্ছে ৷ এগুলি কখনওই করা উচিত না ৷ গাছের মধ্যে পেরেক না দিয়ে অন্য কিছু দিয়ে পতাকা লাগানো হলে ভালো হয় বলে আমি মনে করি ।"

তবে এই বিষয়টি নজরে আনার পর নিজেদের দিকের ভুল স্বীকার করে নিয়েছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী ৷ তিনি জানান, "এটা খুবই অন্যায় হয়েছে । আমাদের দুর্ভাগ্য যে, আমরা নিচু তলায় সচেতনতা বাড়াতে পারিনি । এটা আমরা স্বীকার করি । আগে যতটা হত সেই সংখ্যা কমে আসছে, আমরা চেষ্টা করছি আমাদের দলের থেকে আর যাতে এটা না হয় ৷ ভবিষ্যতে এমন যাতে আর না হয় তা আমরা কঠোরভাবে দেখব ।"

গাছে পেরেক পুঁতে দলীয় পতাকা লাগিয়ে প্রচার

জলপাইগুড়ি, 6 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নানা রঙের পতাকায় চতুর্দিক ছেয়ে গিয়েছে ৷ গ্রামবাংলায় প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি পতাকা লাগাতে গাছে গাছে পুঁতেছে পেরেক ৷ তাতেই বেজায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা ৷ এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে জলপাইগুড়িতে ।

জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ড. রাজা রাউত বলেন, পেরেক দিয়ে গাছে দলীয় পতাকা লাগানো দুর্ভাগ্যজনক । পরিবেশ নিয়ে সবাই চিন্তিত । নির্বাচন কমিশনের উচিত কড়া ভাবে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা । কারণ পরিবেশকে রক্ষা করার দায়িত্ব সবার । রাজনৈতিক দলগুলি পরিবেশের কথা ভাবছে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক বলে মনে করেন তিনি ।

তাঁর মতে, প্রত্যেক রাজনৈতিক দলেরই এই বিষয়ে সজাগ থাকা উচিত । গাছ এবং পরিবেশের খেয়াল রাখা উচিত । প্রত্যেক মানুষকে পরিবেশকে সুন্দর রাখার দায়ভার নিতে হবে । তিনি আরও বলেন, "আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যে রাজনৈতিক দলগুলি এই কাজ করছে, তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং গাছ থেকে পেরেকগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় ।"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ পূর্ব মেদিনীপুর, কার দখলে থাকবে জেলা পরিষদ ?

জলপাইগুড়ির মানুষজনও এই ঘটনায় ক্ষুব্ধ ৷ জনৈক বাসিন্দা হারাধন রায় বলেন, "প্রচার ভালোই চলছে ৷ সবই ঠিক আছে । কিন্তু গাছের মধ্যে পেরেক দিয়ে দলীয় পতাকা পুঁতে দেওয়া হচ্ছে । এগুলি তো ঠিক না । গাছের মধ্যে তারকাটা পোঁতা হচ্ছে ৷ এগুলি কখনওই করা উচিত না ৷ গাছের মধ্যে পেরেক না দিয়ে অন্য কিছু দিয়ে পতাকা লাগানো হলে ভালো হয় বলে আমি মনে করি ।"

তবে এই বিষয়টি নজরে আনার পর নিজেদের দিকের ভুল স্বীকার করে নিয়েছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী ৷ তিনি জানান, "এটা খুবই অন্যায় হয়েছে । আমাদের দুর্ভাগ্য যে, আমরা নিচু তলায় সচেতনতা বাড়াতে পারিনি । এটা আমরা স্বীকার করি । আগে যতটা হত সেই সংখ্যা কমে আসছে, আমরা চেষ্টা করছি আমাদের দলের থেকে আর যাতে এটা না হয় ৷ ভবিষ্যতে এমন যাতে আর না হয় তা আমরা কঠোরভাবে দেখব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.