ETV Bharat / state

জলপাইগুড়ির নাথুয়া রেঞ্জে দাঁতালের মৃত্যু - নাথুয়া রেঞ্জে দাঁতালের মৃত্যু

রুটিন টহলদারির সময় আজ সকালে জলপাইগুড়ি বনবিভাগের নাথুয়া রেঞ্জের বনকর্মীরা মৃত হাতিটিকে দেখতে পান।

ছবি
ছবি
author img

By

Published : May 22, 2020, 10:18 PM IST

জলপাইগুড়ি, 22 মে : জলপাইগুড়ি বনবিভাগের নাথুয়া রেঞ্জে দাঁতালের মৃত্যু । পরে মৃতদেহ উদ্ধার করে বনকর্মীরা । হাতিটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

আজ সকালে জলপাইগুড়ি বনবিভাগের নাথুয়া রেঞ্জের বনকর্মীরা রুটিন টহলদারি চালাচ্ছেন । সেইসময় তাঁরা দেখতে পান, নাথুয়া রেঞ্জের বামনডাঙা এলাকায় জঙ্গলের পাশে একটি হাতি মরে পড়ে আছে। পরে জঙ্গল থেকে হাতির মৃতদেহ উদ্ধার করে বনকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থানে আধিকারিক ও অন্য বনকর্মীরা । কীভাবে এই দাঁতালের মৃত্যু হল, তার কারণ খতিয়ে দেখছে বনবিভাগ ।

অন্যদিকে, বামনডাঙা চা বাগানে গতকাল গভীর রাতে একটি হাতির হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে । হাতিটি বাগানের দুটি রেশন গুদামেও হানা দেয়।

জলপাইগুড়ি, 22 মে : জলপাইগুড়ি বনবিভাগের নাথুয়া রেঞ্জে দাঁতালের মৃত্যু । পরে মৃতদেহ উদ্ধার করে বনকর্মীরা । হাতিটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

আজ সকালে জলপাইগুড়ি বনবিভাগের নাথুয়া রেঞ্জের বনকর্মীরা রুটিন টহলদারি চালাচ্ছেন । সেইসময় তাঁরা দেখতে পান, নাথুয়া রেঞ্জের বামনডাঙা এলাকায় জঙ্গলের পাশে একটি হাতি মরে পড়ে আছে। পরে জঙ্গল থেকে হাতির মৃতদেহ উদ্ধার করে বনকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থানে আধিকারিক ও অন্য বনকর্মীরা । কীভাবে এই দাঁতালের মৃত্যু হল, তার কারণ খতিয়ে দেখছে বনবিভাগ ।

অন্যদিকে, বামনডাঙা চা বাগানে গতকাল গভীর রাতে একটি হাতির হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে । হাতিটি বাগানের দুটি রেশন গুদামেও হানা দেয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.