ETV Bharat / state

অর্থের অভাবে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা অংশগ্রহণ অনিশ্চিত রুবিয়ার - yoga competition

থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে যোগা প্রতিযোগিতা । জলপাইগুড়ির মেয়ে রুবিয়া খাতুন এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন । এই প্রতিযোগিতা হবে আগামী 25 এপ্রিল । কিন্তু অর্থের অভাবে তাঁর সেখানে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ।

international yoga competition is uncertain
জলপাইগুড়ির মেয়ে রুবিয়া খাতুন
author img

By

Published : Feb 14, 2020, 9:28 PM IST

Updated : Feb 15, 2020, 11:59 PM IST

জলপাইগুড়ি, 14 ফেব্রুয়ারি : 25 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা । এই চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন জলপাইগুড়ির মেয়ে রুবিয়া খাতুন । কিন্তু অর্থের অভাবে তাঁর সেখানে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ।

রুবিয়ার বাবার ফুটপাতে জুতোর দোকান আছে । সব দিন খদ্দের পাওয়া যায় না । দিন-আনি দিন-খাই সংসার । তাই সংসার চালিয়ে রুবিয়াকে ব্যাঙ্কক পাঠানো তাঁর পক্ষে সম্ভব নয় ।

সেজন্য মন ভালো নেই বছর বাইশের রুবিয়ার । থাইল্যান্ডে এশিয়া যোগা প্রতিযোগিতায় সুযোগ পেলেও আদৌ যাওয়া সম্ভব কি না জানেন না ।

অভাবের সংসারে দু'বেলা পেটের ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের । রুবিয়ার মা মুন্না খাতুন বলেন, "আমাদের এত অভাব যে মেয়ের যাতায়াতের টাকা দিতে পারছি না । সরকার যদি সাহায্য করে তবে থাইল্যান্ডে যাওয়া সম্ভব হবে ।"

অর্থের অভাবে থাইল্যাণ্ডে যোগা প্রতিযোগিতা অংশগ্রহণ অনিশ্চিত রুবিয়ার

এলাকার লোকেরা জানান, "প্রশাসনিক স্তরে আমরা জেলাশাসককের কাছে আবেদন করেছি । পাশাপাশি আমরা যুব দপ্তর, মাইনোরিটি সেল, সোশাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদকে বলেছি । সরকারি ক্ষেত্রে অনেক জটিলতা থাকে তাই এখনও সাহায্যের আশ্বাস আসেনি ।"

রুবিয়ার আবেদনে কি প্রশাসন সাড়া দেবে ? এখন এই প্রশ্ন সবার মনে ।

জলপাইগুড়ি, 14 ফেব্রুয়ারি : 25 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা । এই চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন জলপাইগুড়ির মেয়ে রুবিয়া খাতুন । কিন্তু অর্থের অভাবে তাঁর সেখানে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ।

রুবিয়ার বাবার ফুটপাতে জুতোর দোকান আছে । সব দিন খদ্দের পাওয়া যায় না । দিন-আনি দিন-খাই সংসার । তাই সংসার চালিয়ে রুবিয়াকে ব্যাঙ্কক পাঠানো তাঁর পক্ষে সম্ভব নয় ।

সেজন্য মন ভালো নেই বছর বাইশের রুবিয়ার । থাইল্যান্ডে এশিয়া যোগা প্রতিযোগিতায় সুযোগ পেলেও আদৌ যাওয়া সম্ভব কি না জানেন না ।

অভাবের সংসারে দু'বেলা পেটের ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের । রুবিয়ার মা মুন্না খাতুন বলেন, "আমাদের এত অভাব যে মেয়ের যাতায়াতের টাকা দিতে পারছি না । সরকার যদি সাহায্য করে তবে থাইল্যান্ডে যাওয়া সম্ভব হবে ।"

অর্থের অভাবে থাইল্যাণ্ডে যোগা প্রতিযোগিতা অংশগ্রহণ অনিশ্চিত রুবিয়ার

এলাকার লোকেরা জানান, "প্রশাসনিক স্তরে আমরা জেলাশাসককের কাছে আবেদন করেছি । পাশাপাশি আমরা যুব দপ্তর, মাইনোরিটি সেল, সোশাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদকে বলেছি । সরকারি ক্ষেত্রে অনেক জটিলতা থাকে তাই এখনও সাহায্যের আশ্বাস আসেনি ।"

রুবিয়ার আবেদনে কি প্রশাসন সাড়া দেবে ? এখন এই প্রশ্ন সবার মনে ।

Last Updated : Feb 15, 2020, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.