ETV Bharat / state

জলপাইগুড়িতে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেপ্তার 3

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাচ্ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । একটি গাড়িকে আটক করে বাজেয়াপ্ত করা হয় দেড় কোটির মাদক । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে ।

ইয়াবা ট্যাবলেট
author img

By

Published : Oct 15, 2019, 11:48 PM IST

Updated : Oct 16, 2019, 6:58 AM IST

জলপাইগুড়ি, 15 অক্টোবর : একটি গাড়ি থেকে দেড় কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হল ৷ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম রুকমদ বিন আহমেদ (47), রশিদ আলি (38) ও মহম্মদ শামিল (33) । রুকমদ বিন আহমেদ গোলাঘাট অসামের বাসিন্দা । রশিদ আলি জোরহাট অসামের বাসিন্দা । মহম্মদ সামিল বিহারের বাসিন্দা ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ IC বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পুলিশ তিস্তা সেতু সংলগ্ন বালা পাড়ার জাতীয় সড়কে অভিযান চালাচ্ছিল । সেইসময় অসমের নম্বর প্লেটের একটি গাড়ি কলকাতার উদ্দেশে যাচ্ছিল । সন্দেহ হওয়ায় গাড়িটি থামায় পুলিশ । গাড়ি থেকে তিন জন ব্যক্তিকে নামিয়ে তল্লাশি করে পুলিশ । তাতেই দেড় কোটির ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ । ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই তিন জনকে ।

Drug Arrest
মাদক পাচারে গ্রেপ্তার তিন

পুলিশ জানায়, গাড়িটির দরজা, ছাদ ও আসনের মধ্যে আলাদা চেম্বার করে পাচার করা হচ্ছিল মাদকগুলি । 20টি প্যাকেটে করে প্রায় 2 লাখ ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছিল । এর আনুমানিক বাজার মূল্য 1 কোটি 60 লাখ ।

জলপাইগুড়ি, 15 অক্টোবর : একটি গাড়ি থেকে দেড় কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হল ৷ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম রুকমদ বিন আহমেদ (47), রশিদ আলি (38) ও মহম্মদ শামিল (33) । রুকমদ বিন আহমেদ গোলাঘাট অসামের বাসিন্দা । রশিদ আলি জোরহাট অসামের বাসিন্দা । মহম্মদ সামিল বিহারের বাসিন্দা ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ IC বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পুলিশ তিস্তা সেতু সংলগ্ন বালা পাড়ার জাতীয় সড়কে অভিযান চালাচ্ছিল । সেইসময় অসমের নম্বর প্লেটের একটি গাড়ি কলকাতার উদ্দেশে যাচ্ছিল । সন্দেহ হওয়ায় গাড়িটি থামায় পুলিশ । গাড়ি থেকে তিন জন ব্যক্তিকে নামিয়ে তল্লাশি করে পুলিশ । তাতেই দেড় কোটির ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ । ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই তিন জনকে ।

Drug Arrest
মাদক পাচারে গ্রেপ্তার তিন

পুলিশ জানায়, গাড়িটির দরজা, ছাদ ও আসনের মধ্যে আলাদা চেম্বার করে পাচার করা হচ্ছিল মাদকগুলি । 20টি প্যাকেটে করে প্রায় 2 লাখ ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছিল । এর আনুমানিক বাজার মূল্য 1 কোটি 60 লাখ ।

Intro:জলপাইগুড়ি ঃ-দেড় কোটি টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালির পুলিশ ফের বড়সড় সাফল্য পেল।২ লক্ষ পিস নেশার ট্যাবলেট উদ্ধার হল। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।ধৃতের মধ্যে দুইজন আসামের ও আকজন বিহারের বাসিন্দা।এদিন দুপুরে জলপাইগুড়ি শিলিগুড়ি গামী জাতীয় সড়কের গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ প্রায় দেড় কোটি টাকার নেশার ট্যাবলেট 'ইয়াবা' উদ্ধার করে। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালিয়ে 'ইয়াবা' ট্যাবলেট উদ্ধার করে সেই সঙ্গে তিন পাচারকারী ও একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Body:গোপন সুত্রে খবর পেয়ে এদিন কোতোয়ালি থানায় আই সি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী তিস্তা সেতু সংলগ্ন বালা পাড়ার জাতীয় সড়কে অভিযান চালায়।আসাম নম্বরের একটি ইনোভা গাড়ি করে অসম থেকে চার যুবক কলকাতায় উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইয়াবা পাচারের উদ্দেশ্যে।
পুলিশ বালাপাড়ার কাছে গাড়িটিকে আটকে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ইয়াবা পাচারের সাথে যুক্ত ধৃতরা হলেন রুকমদ বিন আহমেদ (৪৭]গোলাঘাট, রশিদ আলী (৩৮)জোরহাট আসামের বাসিন্দা এবং মহম্মদ সামিল (৩৩) বিহারের বাসিন্দা। গাড়িতে থাকা তিন যুবককে ইয়াবা পাচার করার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। অসম নম্বরের বাজেয়াপ্ত ইনোভা গাড়ির দরজা, ছাদ ও সিটের ভিতরে আলাদা চেম্বার করে নিয়ে যাচ্ছিল হচ্ছিল ইয়াবা ট্যাবলেট । পুলিশ জানিয়েছে প্রায় দু লক্ষ নেশার ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২০ টি প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছিল দাবি পুলিশের। আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৬০ লক্ষ টাকা জানিয়েছে পুলিশ। Conclusion:জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত সরকার বলেন, আসাম থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াবা ট্যাবলেট গুলো । তিন জনকে গ্রেফতার করে করেছে পুলিশ।
Last Updated : Oct 16, 2019, 6:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.