ETV Bharat / state

জলপাইগুড়ি সফরে আসছেন মমতা, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন SP

author img

By

Published : Dec 12, 2020, 7:16 PM IST

15 ডিসেম্বর দুপুরে অরবিন্দ ব্যায়ামাগার ও পাঠাগারের মাঠে দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন মমতা । ওই বৈঠকে যোগ দেবেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কর্মীরা ৷

জলপাইগুড়ি
জলপাইগুড়ি

জলপাইগুড়ি, 12 ডিসেম্বর : 15 ডিসেম্বর জলপাইগুড়ি সফরে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । মমতার সফরের আগে শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবসহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকরা ৷

14 ডিসেম্বর বিকেলে হেলিকপ্টারে জলপাইগুড়ি পৌঁছাবেন মমতা ৷ পুলিশ লাইনের মাঠে হেলপ্যাডে নামবেন । ওইদিন রাতে ক্লাব রোডে অবস্থিত পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে রাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ 15 ডিসেম্বর দুপুরে অরবিন্দ ব্যায়ামাগার ও পাঠাগারের মাঠে দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন তিনি । ওই বৈঠকে যোগ দেবেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কর্মীরা ৷ আনন্দ চন্দ্র কলেজের মাঠে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে হেলিপ্যাড ৷ বিকেলেই সেখান থেকেই রওনা দেবেন কোচবিহার ৷ 16 ডিসেম্বর কোচবিহারেও রয়েছে কর্মসূচি ।

আরও পড়ুন : গোপালনগরে মমতার সভায় ভিড় মতুয়া সম্প্রদায়ের মানুষজনের

আজ জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জেলা পুলিশের আধিকারিকদের নিয়ে সভাস্থল পরিদর্শন করেন। সভায় আসা দুই জেলার তৃণমূল কর্মীদের পার্কিং কোথায় হবে সেবিষয়েও খতিয়ে দেখেন পুলিশ সুপার। পাশাপাশি জলপাইগুড়ি, মাসকালাইবাড়ি, শান্তিপাড়া, গৌরিহাট এলাকা পরিদর্শন করেন।

জলপাইগুড়ি, 12 ডিসেম্বর : 15 ডিসেম্বর জলপাইগুড়ি সফরে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । মমতার সফরের আগে শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবসহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকরা ৷

14 ডিসেম্বর বিকেলে হেলিকপ্টারে জলপাইগুড়ি পৌঁছাবেন মমতা ৷ পুলিশ লাইনের মাঠে হেলপ্যাডে নামবেন । ওইদিন রাতে ক্লাব রোডে অবস্থিত পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে রাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ 15 ডিসেম্বর দুপুরে অরবিন্দ ব্যায়ামাগার ও পাঠাগারের মাঠে দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন তিনি । ওই বৈঠকে যোগ দেবেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কর্মীরা ৷ আনন্দ চন্দ্র কলেজের মাঠে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে হেলিপ্যাড ৷ বিকেলেই সেখান থেকেই রওনা দেবেন কোচবিহার ৷ 16 ডিসেম্বর কোচবিহারেও রয়েছে কর্মসূচি ।

আরও পড়ুন : গোপালনগরে মমতার সভায় ভিড় মতুয়া সম্প্রদায়ের মানুষজনের

আজ জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জেলা পুলিশের আধিকারিকদের নিয়ে সভাস্থল পরিদর্শন করেন। সভায় আসা দুই জেলার তৃণমূল কর্মীদের পার্কিং কোথায় হবে সেবিষয়েও খতিয়ে দেখেন পুলিশ সুপার। পাশাপাশি জলপাইগুড়ি, মাসকালাইবাড়ি, শান্তিপাড়া, গৌরিহাট এলাকা পরিদর্শন করেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.