ETV Bharat / state

বুথের কাছাকাছি গন্ডগোল হলেই ফোর্স দেখবে, গুলি চলবে : দিলীপ - jalpaiguri

জলপাইগুড়ির BJP প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে নির্বাচনী সভা করতে দিলীপ ঘোষ গতকাল মালবাজার যান। সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, " মহিলাদের ঘর থেকে বেরোনোর উপায় নেই। যেখানে সেখানে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। উনি বন্ধ করতে পারছেন না। কারণ তাঁর পার্টির লোকেরাই করছে। বেশি গন্ডগোল করলে ভোটটা করাবে কে ? মারপিট করবে কে ?"

dilip
author img

By

Published : Mar 30, 2019, 8:37 AM IST

Updated : Mar 30, 2019, 8:58 AM IST

জলপাইগুড়ি, ৩০ মার্চ : "মহিলাদের ঘর থেকে বেরোনোর উপায় নেই। যেখানে সেখানে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। উনি বন্ধ করতে পারছেন না। কারণ তাঁর পার্টির লোকজনই করছে। বেশি গন্ডগোল করলে ভোটটা করাবে কে। মারপিট করবে কে?" জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে নির্বাচনী সভা করতে এসে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

জলপাইগুড়ির BJP প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে নির্বাচনী সভা করতে গতকাল মালবাজার যান দিলীপ ঘোষ। তিনি সভায় উপস্থিত জনগণকে প্রশ্ন করেন, "পঞ্চায়েত ভোট আপনারা দিয়েছেন? নমিনেশন করেছেন? নমিনেশনই করতে দেয়নি তো তার ভোট কী?" তারপর বলেন, "এই হচ্ছে দিদির গণতন্ত্র। ভোট করতে হবে না। আমরা জিতে যাব। আপনি ইলেকট্রিসিটি বিল দিন, আপনি ট্যাক্স দিন, আপনি দুর্গাপুজোর চাঁদা দিন। কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। কারণ এই হচ্ছে পশ্চিমবাংলার গণতন্ত্র। দিদির আজব গণতন্ত্র। তিনি এরকমই চাইছেন। প্রত্যেকবার ভোট আসবে। উনি কাউকে দাঁড়াতে দেবেন না। নিজে দাঁড়াবেন, জিতে যাবেন। কিন্তু এবার সেরকম হবে না।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বুথ দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, "এবার কিন্তু দিদির পুলিশ থাকবে না। দিল্লি থেকে দাদার পুলিশ আসবে। হাতের বন্দুক একবার টিপে দিলে 30টি গুলি একেবারে ঝাঁঝরা করে দেবে। বাড়িতে খেয়ে আসবেন। শ্মশানে যেতে হবে। বাড়ি ফেরার কোনও সুযোগ নেই। সেজন্য যেসব গুন্ডা আমাদের পঞ্চায়েত নির্বাচনে ভোট করতে দেয়নি তারা কান খুলে শুনে রাখুন, যদি বুথের কাছাকাছি গন্ডগোল করেছেন তাহলে গুলিও চলবে, লাঠিও চলবে। সেন্ট্রাল ফোর্স সব দেখে নেবে।"

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, "নিজের ভোট নিজে দিন। সকাল সকাল বুথে গিয়ে লাইন দিন।" তিনি আরও বলেন, "আবার রাজ্যের বিধানসভায় ভোট হবে। BJP-র মুখ্যমন্ত্রী গিয়ে নবান্নে বসবে। "

জলপাইগুড়ি, ৩০ মার্চ : "মহিলাদের ঘর থেকে বেরোনোর উপায় নেই। যেখানে সেখানে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। উনি বন্ধ করতে পারছেন না। কারণ তাঁর পার্টির লোকজনই করছে। বেশি গন্ডগোল করলে ভোটটা করাবে কে। মারপিট করবে কে?" জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে নির্বাচনী সভা করতে এসে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

জলপাইগুড়ির BJP প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে নির্বাচনী সভা করতে গতকাল মালবাজার যান দিলীপ ঘোষ। তিনি সভায় উপস্থিত জনগণকে প্রশ্ন করেন, "পঞ্চায়েত ভোট আপনারা দিয়েছেন? নমিনেশন করেছেন? নমিনেশনই করতে দেয়নি তো তার ভোট কী?" তারপর বলেন, "এই হচ্ছে দিদির গণতন্ত্র। ভোট করতে হবে না। আমরা জিতে যাব। আপনি ইলেকট্রিসিটি বিল দিন, আপনি ট্যাক্স দিন, আপনি দুর্গাপুজোর চাঁদা দিন। কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। কারণ এই হচ্ছে পশ্চিমবাংলার গণতন্ত্র। দিদির আজব গণতন্ত্র। তিনি এরকমই চাইছেন। প্রত্যেকবার ভোট আসবে। উনি কাউকে দাঁড়াতে দেবেন না। নিজে দাঁড়াবেন, জিতে যাবেন। কিন্তু এবার সেরকম হবে না।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বুথ দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, "এবার কিন্তু দিদির পুলিশ থাকবে না। দিল্লি থেকে দাদার পুলিশ আসবে। হাতের বন্দুক একবার টিপে দিলে 30টি গুলি একেবারে ঝাঁঝরা করে দেবে। বাড়িতে খেয়ে আসবেন। শ্মশানে যেতে হবে। বাড়ি ফেরার কোনও সুযোগ নেই। সেজন্য যেসব গুন্ডা আমাদের পঞ্চায়েত নির্বাচনে ভোট করতে দেয়নি তারা কান খুলে শুনে রাখুন, যদি বুথের কাছাকাছি গন্ডগোল করেছেন তাহলে গুলিও চলবে, লাঠিও চলবে। সেন্ট্রাল ফোর্স সব দেখে নেবে।"

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, "নিজের ভোট নিজে দিন। সকাল সকাল বুথে গিয়ে লাইন দিন।" তিনি আরও বলেন, "আবার রাজ্যের বিধানসভায় ভোট হবে। BJP-র মুখ্যমন্ত্রী গিয়ে নবান্নে বসবে। "

Intro:বকেয়া না মেলায় ধর্মঘটে নিশ্চয়যান এম্বুলেন্স পরিসেবা।যার ফলে বিপাকে রোগী এবং রোগীর পরিবার।


Body: বকেয়া না মেলায় ধর্মঘটে নিশ্চয়যান এম্বুলেন্স পরিসেবা।যার ফলে বিপাকে রোগী এবং রোগীর পরিবার।সোমবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতালে রোগীদের পরিসেবা প্রদান কারী এই নিশ্চয় যান পরিষেবা ধর্ম ঘট কর্মসূচীতে।সকালে রোগী দের ছুটি বা অন্যত্র স্থানান্তর করা হলে তারা এই এম্বুলেন্স না থাকায় যেতে পারছেন না।গাড়ির জন্য ভরসা করতে হচ্ছে সাধারণ ব্যবসায়িক গাড়িতে।অনেক রোগীর পক্ষে সেই খরচ জোগনো সম্ভব হলে অনেকেই সমস্যার মুখে।ধুপগুড়ি হাসপাতালে 20 দিন বয়সের শিশুকে নিয়ে চিকিৎসা করানোর পর জলপাইগুড়ি স্থানান্তরের নির্দেশ দেওয়া হলে বিপাকে পড়ে মা আরতি হালদার ।অর্থিক সামর্থ্য কম থাকায় ছোট শিশুকে নিয়ে যেতে পারছেন না জলপাইগুড়ি।শেষ পর্যন্ত ধর্মঘটকারী এম্বুলেন্স চালকদের সহায়তায় একটি বেসরকারি গাড়িতে জলপাইগুড়ি রওনা দেন ।
সুকান্ত রায় নাম এক রোগীর আত্মীয় জানান সকালে ছুটি হয়ে গেলেও এম্বুলেন্স এর অভাবে বাড়ি নিয়ে যেতে পারছি না।

নিশ্চয় যান মালিক এবং চালকদের দাবি গত আট মাস থেকে বিল বকেয়া রয়েছে। মিলছে না কোনো টাকা পয়সা।যার কারনে গত চার দিন আগে এবিষয়ে জেলা স্বাস্থ্য দফতর, ব্লক স্বাস্থ্য অধিকারিককে বিষয়টি জানানো হয়।আমাদের মূলত তিন দফা দাবি রয়েছে।বকেয়া বিলের পাশাপাশি চুক্তি স্বাক্ষর এবং কিলোমিটার প্রতি ভাড়া 8 টাকা থেকে বেরিয়ে 12 টাকা করার দাবি রয়েছে।



Conclusion:
Last Updated : Mar 30, 2019, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.