ধূপগুড়ি, 23 এপ্রিল : যানজট নিয়ন্ত্রণে এবার আরও কঠোর ধূপগুড়ি ট্রাফিক গার্ড । ইতিমধ্যেই রাস্তার উপর যত্রতত্র যাত্রী ওঠানামা করানোর অভিযোগে বেশ কিছু বাসকে আটক করেছে পুলিশ । বাসের থেকে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের । অভিযোগ, যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে । যার ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা (Dhupguri traffic guard has taken several steps to reduce traffic congestion) ।
ইতিমধ্যেই ধূপগুড়িতে যানজট নিরসনে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে । একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাস টার্মিনাস ছাড়া অন্য কোনও জায়গায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না । যা থামাতে প্রতিনিয়ত চলছে ট্রাফিক পুলিশের টহল । ফুটপাত দখল-মুক্ত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে ।
আরও পড়ুন : ট্রাফিক আইন ভঙ্গকারীদের চিহ্নিত করতে নতুন প্রযুক্তি
এদিন গয়েরকাটা রোডের উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোর অভিযোগে বেশ কিছু বাসকে আটক করে চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হয় পুলিশের তরফে । অন্যদিকে, ট্রাফিক গার্ডের এই অভিযানে ক্ষুব্ধ বাস মালিক থেকে বাস চালকরা । চালকদের অভিযোগ, টোটো থেকে শুরু করে অন্যান্য গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না । অথচ কোনও বাস এক মিনিট দাঁড়ালেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।