জলপাইগুড়ি , 1 জুন : জীবনের ঝুঁকি নিয়ে অনবরত কাজ ৷ কিন্তু মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ৷ তাই স্বাস্থ্য নিরাপত্তার দাবি জানিয়ে জলপাইগুড়ি হাসপাতালে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা ৷
হাসপাতাল সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়েছিলেন হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজ়ার করুণাময় দাস ৷ রবিবার রাতে মৃত্যু হয় তাঁর ৷ এরপরই 216 জন অস্থায়ী স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীরা মিলে বিক্ষোভ দেখান হাসপাতালে ৷
শ্যাম সিং নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, "আমাদের এটা সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ এখানে কোভিড পরীক্ষা হওয়ার নয় ৷ কিন্তু তবুও এখানে কোভিড পরীক্ষা হচ্ছে ৷ যাঁরা জরুরি বিভাগে জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে দেখাচ্ছেন, তাঁদের রিপোর্ট পজি়টিভ এলে যে লিফটে নামানো হচ্ছে, তা পরে স্যানেটাইজ করা হচ্ছে না ৷ আর আমরা যাঁরা এখানে পরিষেবা দিচ্ছি তাঁদের কোনও নিরাপত্তা নেই ৷ হ্যান্ড গাল্ভস নেই, মাস্ক নেই, কোনও কিছু নেই ৷"
আরও পড়ুন : দামোদরে পাকা সেতুর প্রতিশ্রুতি অগ্নিমিত্রার
এবিষয়ে হাসপাতাল সুপার গয়ারাম নস্কর জানান, অস্থায়ী স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার সব জিনিস দেওয়া হবে ৷