জলপাইগুড়ি, 12 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে নস্যশেখ জনজাতির জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানাল নস্যশেখ উন্নয়ন পরিষদ । পাশাপাশি নারায়নী রেজিমেন্টে নিয়োগের ক্ষেত্রে 30 শতাংশ সংরক্ষণ দাবি জানালেন নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি ।
এনআরসি-এর আতঙ্কে আজ নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সমাবেশে উদ্বেগ প্রকাশ করেন নস্যশেখরা । উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান জানান, আমরা এনআরসি-এর আতঙ্কে ভুগছি । এনআরসি থেকে সুরক্ষার জন্য সরকার যাতে উদ্যোগী হয় সেই দাবি আমরা রাখছি । বিভিন্ন জনজাতির জন্য রাজ্য সরকার উন্নয়ন পর্ষদ গঠন করেছে । নস্যশেখরা ওবিসি তালিকা ভুক্ত তাই আমাদের জন্যেও নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি করছি ।
আজ জলপাইগুড়ি পাহাড়পুর যুবক সংঘের মাঠে নস্যশেখ উন্নয়ন পরিষদের উদ্যোগে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান, বিশেষ অতিথি মহম্মদ সারোয়ারদী । এদিনের সভায় নস্যশেখ উন্নয়ন বোর্ড গঠনের পাশাপাশি নস্যশেখ সম্প্রদায়কে ভূমিপুত্র স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় । দ্রুত কামতাপুরি ভাষায় পঠন পাঠন চালু করার দাবিও করা হয়েছে ।
আরও পড়ুন : NRC আতঙ্ক থেকে মুক্তি দিক মুখ্যমন্ত্রী, দাবি নস্যশেখ সম্প্রদায়ের
নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান বলেন,"মুখ্যমন্ত্রী কোচবিহারে মেখলিগঞ্জে নারায়নী ব্যাটেলিয়ানদের জন্য সদর দপ্তর করছেন । আমরা চাই নস্যশেখদের নারায়ণী ব্যাটলীয়ানে 30 শতাংশ নিয়োগে সংরক্ষণ দিতে হবে ।" পুরানো দস্তাবেজ অনলাইনে পাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে বলেও দাবি করেন বজলে রহমান ।