ETV Bharat / state

নার্সিংহোমের পাশে সদ্যোজাতের মৃতদেহ খুবলে খেল কুকুর - newborn death news

একটি কুকুর মৃত শিশুটির দেহ নিয়ে টানাটানি করছিল । জলপাইগুড়ির একটি নার্সিংহোমের পাশে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য ৷

নার্সিংহোমের পাশে সদ্যোজাতের মৃতদেহ খুবলে খেল কুকুর
author img

By

Published : Oct 20, 2019, 4:23 AM IST

জলপাইগুড়ি, 20 অক্টোবর : জলপাইগুড়ির একটি নার্সিংহোম ৷ তার পাশেই রয়েছে একটি বাড়ি ৷ সেই বাড়ির উঠানে শৌচাগারের পিছনে রয়েছে আবর্জনাস্তূপও ৷ সেখানেই একটি সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হল ৷ প্রত্যক্ষদর্শী জানান, তাঁদের বাড়ির পাশেই একটি কুকুর মৃত শিশুটির দেহ নিয়ে টানাটানি করছিল ।

জলপাইগুড়ি শহরের উকিল পাড়ার এক নার্সিংহোমের পাশে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে । অভিযোগের আঙুল নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে । যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মহুরিপাড়ার এক বাড়ির পাশে সদ্যোজাত শিশুর মৃতদেহকে খুবলে খেতে দেখা যায় । দেখা যায় সদ্যোজাতের সঙ্গে একটি কাঁচিও রয়েছে ।

জলপাইগুড়ি শহরের মহুরিপাড়ার বাসিন্দা পঞ্চমী মিত্র মজুমদার বলেন, ''আমাদের বাড়ির শৌচাগারের পিছনে আবর্জনা রয়েছে৷ সেখানেই একটি কুকুর সদ্যোজাত শিশুর মৃত্যদেহ নিয়ে খাচ্ছিল । আমরা এরপর পুলিশে খবর দিই ৷ এমন ঘটনা আগেও ঘটেছে ৷ আমরা চাই না এমন ঘটুক ।''

মানবপাচারের বিরুদ্ধে কাজ করেন এই বাড়ির সদস্যা শিখা মিত্র ৷ এই সমাজকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ''এটা নার্সিংহোম থেকেই এসেছে । তাছাড়া এমন হতে পারে না ।'' নার্সিংহোমের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগও আনেন তিনি ৷

জলপাইগুড়ি, 20 অক্টোবর : জলপাইগুড়ির একটি নার্সিংহোম ৷ তার পাশেই রয়েছে একটি বাড়ি ৷ সেই বাড়ির উঠানে শৌচাগারের পিছনে রয়েছে আবর্জনাস্তূপও ৷ সেখানেই একটি সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হল ৷ প্রত্যক্ষদর্শী জানান, তাঁদের বাড়ির পাশেই একটি কুকুর মৃত শিশুটির দেহ নিয়ে টানাটানি করছিল ।

জলপাইগুড়ি শহরের উকিল পাড়ার এক নার্সিংহোমের পাশে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে । অভিযোগের আঙুল নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে । যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মহুরিপাড়ার এক বাড়ির পাশে সদ্যোজাত শিশুর মৃতদেহকে খুবলে খেতে দেখা যায় । দেখা যায় সদ্যোজাতের সঙ্গে একটি কাঁচিও রয়েছে ।

জলপাইগুড়ি শহরের মহুরিপাড়ার বাসিন্দা পঞ্চমী মিত্র মজুমদার বলেন, ''আমাদের বাড়ির শৌচাগারের পিছনে আবর্জনা রয়েছে৷ সেখানেই একটি কুকুর সদ্যোজাত শিশুর মৃত্যদেহ নিয়ে খাচ্ছিল । আমরা এরপর পুলিশে খবর দিই ৷ এমন ঘটনা আগেও ঘটেছে ৷ আমরা চাই না এমন ঘটুক ।''

মানবপাচারের বিরুদ্ধে কাজ করেন এই বাড়ির সদস্যা শিখা মিত্র ৷ এই সমাজকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ''এটা নার্সিংহোম থেকেই এসেছে । তাছাড়া এমন হতে পারে না ।'' নার্সিংহোমের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগও আনেন তিনি ৷

Intro:নার্সিংহোমের পাশেই সদ্যজাত শিশুর মৃতদেহ খুবলে খেল কুকুর


Body:নার্সিংহোমের পাশেই সদ্যজাত শিশুর মৃতদেহ খুবলে খেল কুকুর


Conclusion:নার্সিংহোমের পাশেই সদ্যজাত শিশুর মৃতদেহ খুবলে খেল কুকুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.