ময়নাগুড়ি, 14 এপ্রিল : কোরোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই বেড়েছে লকডাউনের সময়সীমা । এর জেরে বিপাকে পড়ছেন সমাজের দিন আনা দিন খাওয়া মানুষজন । জরুরি ব্যতীত সমস্ত পরিষেবা বন্ধ । তাই রুজি-রোজগার নেই । তাই পরিবারের জন্য অন্নসংস্থান করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আরও খারাপ অবস্থা এলাকার ভবঘুরেদের । এই মুহূর্তে সবচেয়ে কষ্টে দিন কাটছে তাঁদের । এবার সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াল এলাকারই ফিনিক্স ফাউন্ডেশন । অসহায় এই মানুষজনের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করল এলাকার যুবক রবি, টুকাই,রাজ,বুম্বারা।
লকডাউনের পর থেকেই প্রতিদিন এলাকার মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের খাওয়াচ্ছে ময়নাগুড়ির এই যুবকরা । অন্যদিকে ময়নাগুড়ি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি ময়নাগুড়ি বাজার, দুর্গাবাড়ি, হেলাপাকড়ি-সহ নানা জায়গায় রাস্তার মাঝে কোরোনা সচেতনতায় নানা ছবি আঁকল ফিনিক্সের এই সদস্যরা । হাটে-বাজারে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য মাইকিংও চলছে । তবে শুধু ভবঘুরে নয়, এলাকার দুস্থ -গরিবদের হাতেও খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন তাঁরা ।
ফিনিক্স ফাউন্ডেশনের সদস্য রনি সাহা বলেন, "লকডাউনের জেরে বহু মানুষ বিপাকে পড়েছেন। অনেকের বাড়িতেই ঠিকমতো খাবার নেই। আমরা সাহায্য করছি জেনে, অনেকে ফোন করছেন। ফলে দায়বদ্ধতাটা বেড়েই চলেছে। আমাদের এই কাজে ময়নাগুড়ির অনেক মানুষকে পাশে পাচ্ছি । ভালো লাগছে । যতদিন পারব এভাবেই কাজ করে যেতে চাই ।"