ETV Bharat / state

জলপাইগুড়িতে ভোট কর্মীদের টিকারকরণে চূড়ান্ত অব্যবস্থা - corona vaccination

ভোটকর্মীদের করোনার টিকাকরণে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ ৷ জলপাইগুড়ি সদর হাসপাতালে ভ্যাকসিন নিতে দিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পেলেন না অনেকেই ৷ যদিও প্রশাসনের দাবি সার্ভারের সমস্যার কারণে ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল ৷ তবে, সেই সমস্যা মিটে গিয়েছে ৷

corona virus vaccination problem for polling officer in jalpaiguri
জলপাইগুড়িতে ভোট কর্মীদের টিকারকরণে চূড়ান্ত অব্যবস্থা
author img

By

Published : Mar 2, 2021, 5:24 PM IST

জলপাইগুড়ি, 2 মার্চ : ভোট কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে সমস্যা ৷ সকাল থেকে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছেন না ভোটকর্মীরা ৷ আর তাতেই বেজায় ক্ষুব্ধ তাঁরা ৷ তাঁদের অভিযোগ জলপাইগুড়ি সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অব্যবস্থা দেখা যাচ্ছে ৷ পরিস্থিতির কথা স্বীকার করে নিলেন উত্তরবঙ্গের করোনা মোকাবিলার দায়িত্বে থাকা ওএসডি চিকিৎসক সুশান্ত রায় ৷

বিধানসভা নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা সব ভোটকর্মীদের করোনার প্রতিষেধক দিচ্ছে নির্বাচন কমিশন ৷ সেই মতো উত্তরবঙ্গে জলপাইগুড়ি সদর হাসপাতালে করোনার টিকা নিতে লাইন লাগিয়েছেন ভোটকর্মীরা ৷ কিন্তু, সকাল থেকে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকলেও করোনার প্রতিষেধক পাচ্ছেন না তাঁরা ৷ এমনটাই অভিযোগ করলেন ভোটকর্মীরা ৷ কেন্দ্র সরকারের ওয়েব সাইট কাজ না করায় এই সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ করেছেন ভোটকর্মীরা ৷ তাঁদের অভিযোগ সামান্য শেড বা পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই হাসপাতালের বাইরে ৷ ফলে চড়া রোদে দাঁড়িয়ে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ৷

আরও পড়ুন : ভোটকর্মীদের নিরাপত্তার দাবীতে বিক্ষোভ দুর্গাপুরে

উত্তরবঙ্গের করোনা মোকাবিলার ওএসডি ডা. সুশান্ত রায় পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, সার্ভারের সমস্যার কারণে করোনার টিকাকরণ করতে সমস্যা হয়েছিল ৷ তবে, বর্তমানে সেই সমস্যা মিটে গিয়েছে বলে জনান তিনি ৷ পাশাপাশি গরমে টিকা নিতে আসা সবার জন্য শেড এবং পানীয় জলের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন ওএসডি ৷

জলপাইগুড়ি, 2 মার্চ : ভোট কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে সমস্যা ৷ সকাল থেকে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছেন না ভোটকর্মীরা ৷ আর তাতেই বেজায় ক্ষুব্ধ তাঁরা ৷ তাঁদের অভিযোগ জলপাইগুড়ি সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অব্যবস্থা দেখা যাচ্ছে ৷ পরিস্থিতির কথা স্বীকার করে নিলেন উত্তরবঙ্গের করোনা মোকাবিলার দায়িত্বে থাকা ওএসডি চিকিৎসক সুশান্ত রায় ৷

বিধানসভা নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা সব ভোটকর্মীদের করোনার প্রতিষেধক দিচ্ছে নির্বাচন কমিশন ৷ সেই মতো উত্তরবঙ্গে জলপাইগুড়ি সদর হাসপাতালে করোনার টিকা নিতে লাইন লাগিয়েছেন ভোটকর্মীরা ৷ কিন্তু, সকাল থেকে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকলেও করোনার প্রতিষেধক পাচ্ছেন না তাঁরা ৷ এমনটাই অভিযোগ করলেন ভোটকর্মীরা ৷ কেন্দ্র সরকারের ওয়েব সাইট কাজ না করায় এই সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ করেছেন ভোটকর্মীরা ৷ তাঁদের অভিযোগ সামান্য শেড বা পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই হাসপাতালের বাইরে ৷ ফলে চড়া রোদে দাঁড়িয়ে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ৷

আরও পড়ুন : ভোটকর্মীদের নিরাপত্তার দাবীতে বিক্ষোভ দুর্গাপুরে

উত্তরবঙ্গের করোনা মোকাবিলার ওএসডি ডা. সুশান্ত রায় পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, সার্ভারের সমস্যার কারণে করোনার টিকাকরণ করতে সমস্যা হয়েছিল ৷ তবে, বর্তমানে সেই সমস্যা মিটে গিয়েছে বলে জনান তিনি ৷ পাশাপাশি গরমে টিকা নিতে আসা সবার জন্য শেড এবং পানীয় জলের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন ওএসডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.