ETV Bharat / state

জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে প্রথম কোরোনা আক্রান্তের মৃত্যু

author img

By

Published : Jul 4, 2020, 9:15 PM IST

জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই যুবক । তার উপর তিনি অ্যাজ়মা রোগী ছিলেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ।

Jalpaiguri
জলপাইগুড়ি

জলপাইগুড়ি , 4 জুলাই : জেলার কোরোনা হাসপাতালে প্রথম কোনও কোরোনা আক্রান্তের মৃত্যু হল । আজ সকালে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে ওই কোরোনা আক্রান্তের মৃত্যু হয় । প্রথম কোনও কোরোনা আক্রান্তের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগে ।

আজ জলপাইগুড়ির সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানান , জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে । জানা গেছে , গতকাল জলপাইগুড়ি শহরের বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে ভরতি হয়েছিলেন 32 বছরের এক যুবক । কয়েকদিন থেকেই তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করার পর গতকাল রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালেই ওই আক্রান্ত যুবকের মৃত্যু হয় ।

সদর হাসপাতাল সূত্রে খবর , গতকাল তাঁকে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । জ্বর ও শ্বাসকষ্ট ছিল রোগীটির । আজ তাঁর মৃত্যু হয় । সাধারণত , কমবয়সি বা যুবকদের ক্ষেত্রে সুস্থতার হার বেশি । কিন্তু তারপরেও হাসপাতালে ভরতি হওয়ার একদিনের মধ্যে কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠছে । জেলা স্বাস্থ্য বিভাগ মনে করছে , আগের থেকেই যুবকটির শাসকষ্ট ছিল । অর্থাৎ তিনি অ্যাজ়মা রোগী ছিলেন । তার উপর কোরোনা আক্রমণ । ফলে তাঁর মৃত্যু হয়েছে ।

আক্রান্ত যুবকের মৃত্যুর পর তাঁর দেহ সৎকার করার প্রক্রিয়া শুরু হয়েছে । কোরোনা রোগীর দেহ সাহুডাঙ্গী শ্মশানে দাহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত নিয়ম কানুন মেনে তাঁর দেহ সৎকার করা হবে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 386 জন । তার মধ্যে সুস্থ হয়েছেন 310 জন । এই মুহূর্তে জেলায় সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 75 জন ।

জলপাইগুড়ি , 4 জুলাই : জেলার কোরোনা হাসপাতালে প্রথম কোনও কোরোনা আক্রান্তের মৃত্যু হল । আজ সকালে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে ওই কোরোনা আক্রান্তের মৃত্যু হয় । প্রথম কোনও কোরোনা আক্রান্তের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগে ।

আজ জলপাইগুড়ির সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানান , জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে । জানা গেছে , গতকাল জলপাইগুড়ি শহরের বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে ভরতি হয়েছিলেন 32 বছরের এক যুবক । কয়েকদিন থেকেই তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করার পর গতকাল রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালেই ওই আক্রান্ত যুবকের মৃত্যু হয় ।

সদর হাসপাতাল সূত্রে খবর , গতকাল তাঁকে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । জ্বর ও শ্বাসকষ্ট ছিল রোগীটির । আজ তাঁর মৃত্যু হয় । সাধারণত , কমবয়সি বা যুবকদের ক্ষেত্রে সুস্থতার হার বেশি । কিন্তু তারপরেও হাসপাতালে ভরতি হওয়ার একদিনের মধ্যে কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠছে । জেলা স্বাস্থ্য বিভাগ মনে করছে , আগের থেকেই যুবকটির শাসকষ্ট ছিল । অর্থাৎ তিনি অ্যাজ়মা রোগী ছিলেন । তার উপর কোরোনা আক্রমণ । ফলে তাঁর মৃত্যু হয়েছে ।

আক্রান্ত যুবকের মৃত্যুর পর তাঁর দেহ সৎকার করার প্রক্রিয়া শুরু হয়েছে । কোরোনা রোগীর দেহ সাহুডাঙ্গী শ্মশানে দাহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত নিয়ম কানুন মেনে তাঁর দেহ সৎকার করা হবে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 386 জন । তার মধ্যে সুস্থ হয়েছেন 310 জন । এই মুহূর্তে জেলায় সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 75 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.