ETV Bharat / state

BJP-র থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত ময়নাগুড়ি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - ময়নাগুড়িতে BJP-পুলিশ সংঘর্ষ

আজ ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় স্থানীয় BJP নেতৃত্ব ৷ BJP-র স্থানীয় কার্যালয় থেকে ময়নাগুড়ি থানা পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল ৷ কিন্তু দুর্গাবাড়ি পেট্রল পাম্পের সামনে মিছিল আটকায় পুলিশ । তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মী-সমর্থকদের ৷

জলপাইগুড়ি
জলপাইগুড়ি
author img

By

Published : Aug 18, 2020, 5:53 PM IST

ময়নাগুড়ি, 18 অগাস্ট : ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধল BJP কর্মীদের । অভিযোগ, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন BJP কর্মীরা । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP। সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী ৷

আজ দুপুরে ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় স্থানীয় BJP নেতৃত্ব ৷ BJP-র স্থানীয় কার্যালয় থেকে ময়নাগুড়ি থানা পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল ৷ কিন্তু দুর্গাবাড়ি পেট্রল পাম্পের সামনে মিছিল আটকায় পুলিশ । তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মী-সমর্থকদের ৷ ব‍্যারিকেড ভেঙে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে BJP কর্মীরা ইট ছোড়েন বলে অভিযোগ । ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী ৷ যদিও ইট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ৷

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি BJP কর্মীদের

আজ এই মিছিলের নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু ৷ এছাড়াও ছিলেন BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী, রথীন্দ্রনাথ বোস, দ্বিপেন গোস্বামী ৷ সায়ন্তনবাবু বলেন, "আমাদের একজন কর্মী খুন হয়েছে, তার প্রতিবাদেই ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিলাম । পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আমাদের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । তবে আমরা ঢিল ছুড়িনি ৷" তাঁর অভিযোগ, "পুলিশের মদতে বাইরে থেকে ঢিল ছোড়া হয়েছিল মিছিলে । BJP-র বিরুদ্ধে পুলিশ ও তৃণমূল চক্রান্ত করছে । আমরা আমাদের কর্মীদের আটকেছি যাতে তারা এই চক্রান্তের শিকার না হন ৷"

অতিরিক্ত পুলিশ সুপার ডেংডুপ শেরপা বলেন, "মিছিলের অনুমতি ছিল না । পুলিশ মিছিল আটকেছে ৷ পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় মিছিল থেকে । কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে ৷"

ময়নাগুড়ি, 18 অগাস্ট : ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধল BJP কর্মীদের । অভিযোগ, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন BJP কর্মীরা । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP। সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী ৷

আজ দুপুরে ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় স্থানীয় BJP নেতৃত্ব ৷ BJP-র স্থানীয় কার্যালয় থেকে ময়নাগুড়ি থানা পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল ৷ কিন্তু দুর্গাবাড়ি পেট্রল পাম্পের সামনে মিছিল আটকায় পুলিশ । তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মী-সমর্থকদের ৷ ব‍্যারিকেড ভেঙে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে BJP কর্মীরা ইট ছোড়েন বলে অভিযোগ । ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী ৷ যদিও ইট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ৷

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি BJP কর্মীদের

আজ এই মিছিলের নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু ৷ এছাড়াও ছিলেন BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী, রথীন্দ্রনাথ বোস, দ্বিপেন গোস্বামী ৷ সায়ন্তনবাবু বলেন, "আমাদের একজন কর্মী খুন হয়েছে, তার প্রতিবাদেই ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিলাম । পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আমাদের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । তবে আমরা ঢিল ছুড়িনি ৷" তাঁর অভিযোগ, "পুলিশের মদতে বাইরে থেকে ঢিল ছোড়া হয়েছিল মিছিলে । BJP-র বিরুদ্ধে পুলিশ ও তৃণমূল চক্রান্ত করছে । আমরা আমাদের কর্মীদের আটকেছি যাতে তারা এই চক্রান্তের শিকার না হন ৷"

অতিরিক্ত পুলিশ সুপার ডেংডুপ শেরপা বলেন, "মিছিলের অনুমতি ছিল না । পুলিশ মিছিল আটকেছে ৷ পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় মিছিল থেকে । কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.