ETV Bharat / state

City Bus in Jalpaiguri: জলপাইগুড়ি শহরে ফের চলবে সিটি বাস

জলপাইগুড়ির মানুষের চলাচলের সুবিধার্থে ফের শহরে চলবে সিটি বাস ৷ সিটি বাস চালানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানের কাছে প্রস্তাব পাঠিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ৷

City Bus in Jalpaiguri
সিটি বাস
author img

By

Published : May 18, 2023, 2:27 PM IST

জলপাইগুড়ি, 18 মে: জলপাইগুড়ি শহরে চলবে সিটি বাস । রাজ্যে পালাবদলের পর জলপাইগুড়ি শহরে একবার সিটি বাস চালানো হয়েছিল । কিন্তু অজ্ঞাতকারণে সিটি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় । এ বার ফের এই বাস চালানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা । ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানকে সিটি বাস চালানোর জন্য প্রস্তাব দিয়েছেন ।

জলপাইগুড়ি পৌরসভা এলাকায় অপরিকল্পিত ভাবে রাস্তাঘাট থাকার ফলে চলাচলে অসুবিধা হয় । শহরের অনেকেই পৌরসভার চেয়ারম্যানের কাছে সিটি বাস চালানোর প্রস্তাব দেন । তাতে শহরবাসীর উপকার হবে বলে জানানো হয় । শহরের রাস্তায় বড় বাস চললে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হবে । তাই শহরের উপর দিয়ে বড় বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।

এখন শহরে ঢোকার মুখে শনি মন্দির ও শান্তিপাড়া মোড় পর্যন্ত বাস চলাচল করে । কিন্তু শহরের মধ্যে কোনও বাস ঢোকে না । ফলে সাধারণ মানুষকে শহরের কোনও জায়গায় যেতে হলে ই-রিকশার উপর ভরসা করতে হয় । আর ই-রিকশাওয়ালারা তাঁদের মর্জিমতো ভাড়া নেন বলেও অভিযোগ । শহরের ই-রিকশার বাড়বাড়ন্তের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে । ফলে চরম বিপাকে পড়েছেন আমজনতা । এর থেকে রেহাই দিতেই সিটি বাস চালানোর কথা ভাবা হচ্ছে ।

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, "আমরা চাইছি জলপাইগুড়ি শহরে সিটি বাস চলুক । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে ছোট বাস চালানোর জন্য বলেছি ।" তিনি জানান, জলপাইগুড়ি পার্কের মোড় থেকে এসি কলেজ পর্যন্ত সিটি বাস চালানোর কথা বলা হয়েছে । এই রুটে শহরের উপর দিয়ে বাস চললে শহরবাসীর অনেক উপকার হবে । কারণ পার্কের মোড় থেকে কেউ ই-রিকশাতে এলে তাঁকে অনেক টাকা ভাড়া গুনতে হবে । কিন্তু সিটি বাস চললে অল্প খরচে কম সময়ে গন্তব্যে যেতে পারবেন মানুষ । এতে শহরবাসী বা শহরে আসা মানুষজনের অনেক সুবিধা হবে । জলপাইগুড়ি শহরে যানবাহন বেড়ে গিয়েছে । রাস্তা অপরিকল্পিত ভাবে থাকার কারণে চলাচলে অসুবিধা হচ্ছে ৷

লাগামছাড়া ভাবে ই-রিকশা চলাচল করার ফলে যাতায়াতের সমস্যা চরমে উঠেছে বলে জানিয়ে পাপিয়া পাল বলেন, "আমরা ইতিমধ্যেই ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি । আগামীতে ই-রিকশা চলাচলের উপর আমরা লাগাম টানব । যাতে সাধারণ মানুষ ভালো ভাবে চলাচল করতে পারে ।" উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান শহরের বুকে সিটি বাস চালানোর প্রস্তাব দিয়েছেন । আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি ।"

আরও পড়ুন: দিনে দু'টি করে ডবল ডেকার কলকাতায়, চলবে সিটি টুর

জলপাইগুড়ি, 18 মে: জলপাইগুড়ি শহরে চলবে সিটি বাস । রাজ্যে পালাবদলের পর জলপাইগুড়ি শহরে একবার সিটি বাস চালানো হয়েছিল । কিন্তু অজ্ঞাতকারণে সিটি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় । এ বার ফের এই বাস চালানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা । ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানকে সিটি বাস চালানোর জন্য প্রস্তাব দিয়েছেন ।

জলপাইগুড়ি পৌরসভা এলাকায় অপরিকল্পিত ভাবে রাস্তাঘাট থাকার ফলে চলাচলে অসুবিধা হয় । শহরের অনেকেই পৌরসভার চেয়ারম্যানের কাছে সিটি বাস চালানোর প্রস্তাব দেন । তাতে শহরবাসীর উপকার হবে বলে জানানো হয় । শহরের রাস্তায় বড় বাস চললে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হবে । তাই শহরের উপর দিয়ে বড় বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।

এখন শহরে ঢোকার মুখে শনি মন্দির ও শান্তিপাড়া মোড় পর্যন্ত বাস চলাচল করে । কিন্তু শহরের মধ্যে কোনও বাস ঢোকে না । ফলে সাধারণ মানুষকে শহরের কোনও জায়গায় যেতে হলে ই-রিকশার উপর ভরসা করতে হয় । আর ই-রিকশাওয়ালারা তাঁদের মর্জিমতো ভাড়া নেন বলেও অভিযোগ । শহরের ই-রিকশার বাড়বাড়ন্তের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে । ফলে চরম বিপাকে পড়েছেন আমজনতা । এর থেকে রেহাই দিতেই সিটি বাস চালানোর কথা ভাবা হচ্ছে ।

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, "আমরা চাইছি জলপাইগুড়ি শহরে সিটি বাস চলুক । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে ছোট বাস চালানোর জন্য বলেছি ।" তিনি জানান, জলপাইগুড়ি পার্কের মোড় থেকে এসি কলেজ পর্যন্ত সিটি বাস চালানোর কথা বলা হয়েছে । এই রুটে শহরের উপর দিয়ে বাস চললে শহরবাসীর অনেক উপকার হবে । কারণ পার্কের মোড় থেকে কেউ ই-রিকশাতে এলে তাঁকে অনেক টাকা ভাড়া গুনতে হবে । কিন্তু সিটি বাস চললে অল্প খরচে কম সময়ে গন্তব্যে যেতে পারবেন মানুষ । এতে শহরবাসী বা শহরে আসা মানুষজনের অনেক সুবিধা হবে । জলপাইগুড়ি শহরে যানবাহন বেড়ে গিয়েছে । রাস্তা অপরিকল্পিত ভাবে থাকার কারণে চলাচলে অসুবিধা হচ্ছে ৷

লাগামছাড়া ভাবে ই-রিকশা চলাচল করার ফলে যাতায়াতের সমস্যা চরমে উঠেছে বলে জানিয়ে পাপিয়া পাল বলেন, "আমরা ইতিমধ্যেই ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি । আগামীতে ই-রিকশা চলাচলের উপর আমরা লাগাম টানব । যাতে সাধারণ মানুষ ভালো ভাবে চলাচল করতে পারে ।" উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান শহরের বুকে সিটি বাস চালানোর প্রস্তাব দিয়েছেন । আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি ।"

আরও পড়ুন: দিনে দু'টি করে ডবল ডেকার কলকাতায়, চলবে সিটি টুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.