জলপাইগুড়ি,23 ফেব্রুয়ারি : ধুতি পাঞ্জাবী পরে বিয়ে করতে এসেছিল বর। কিন্তু বউ বাড়িতে নিয়ে যাওয়া তো দূর অস্ত, বরবাবাজীকেই যেতে হল পুলিশ স্টেশনে। শেষ পর্যন্ত বাইকে করে বাড়ি ফিরল বর। নাবালিকাকে বিয়ে করতে গিয়ে এই বিপত্তি জুটল বরের কপালে। ইতিমধ্যেই কয়েক জোড়া নাবালিকার বিয়ে আটকেছে পুলিশ।পাশাপাশি রবিবার রাতে দুই জায়গায় হানা দিয়ে বাল্য বিবাহ রুখে দিল জলপাইগুড়ি চাইল্ড লাইন ও কোতোয়ালি থানার পুলিশ।
সচেতনার অভাবে গ্রামের বিভিন্ন এলাকা থেকে মাঝেমধ্যে বাল্য বিবাহ করার অভিযোগ উঠে আসছে। রবিবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের গড়াল বাড়ি ও দেব নগর এলাকায় বাল্য বিবাহের আয়োজন করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে চাইল্ড লাইনের সদস্যরা কোতয়ালি থানার পুলিশের সাহায্য নিয়ে বাল্যবিবাহ আটকে দেয়। দুই জায়গায় বাল্য বিবাহ রুখে দেওয়া হয়।দুই জায়গাতেই নাবালিকার বিয়ের আয়োজন চলছিল বলে অভিযোগ।
আরও পড়ুন :খড়্গপুরে শ্যামাপ্রসাদের নামে হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জলপাইগুড়ি চাইল্ড লাইনের সদস্য সুদীপ্ত গোস্বামী জানান, নাবালিকার বিয়ে আইনত নিষিদ্ধ। নাবালিকা অবস্থায় বিয়ে করলে কি ধরণের সমস্যা হয় সোমবার দুই পরিবারের অভিভাবকদের ডেকে কাউন্সিলিং করা হয়। এবং বলা হয় 18 বছরের আগে বিয়ে না দিতে। তাছাড়া নাবালিকা অবস্থায় বিয়ে করলে কোনও সরকারি অনুদান পাওয়া যাবে না সেটাও জানানো হয়।