ETV Bharat / state

Child Death in Jalpaiguri: জলপাইগুড়িতে শিশুমৃত্যু, রাস্তা অবরোধ মৃতের বাবার - জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃত্যু

জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে (jalpaiguri mother child hub) শিশুমৃত্যুর ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃত শিশুর বাবা। যদিও ঘটনার কথা কিছুই জানেন না বলে জানিয়েছেন, জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক ৷

Child Death in Jalpaiguri
জলপাইগুড়িতে শিশুমৃত্য, রাস্তা অবরোধ মৃত শিশুর বাবার
author img

By

Published : Nov 21, 2021, 10:43 AM IST

Updated : Nov 21, 2021, 11:40 AM IST

জলপাইগুড়ি, 21 নভেম্বর: 24 ঘণ্টার মধ্যে জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে (jalpaiguri mother child hub) তিনটি শিশুর মৃত্যুর (Child Death in Jalpaiguri) অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এক মৃত শিশুর বাবা। যদিও ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে সাফাই দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শিশু মৃত্যুর প্রতিবাদে মৃত সন্তানকে নিয়ে রাস্তায় বসে পড়েন বাবা।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে মূল রাস্তায় সন্তানহারা বাবার এমন প্রতিবাদে হতবাক শহরবাসীও। আর যেন এমন ঘটনা না হয় তারই প্রতিবাদ বলে জানান, মৃত শিশুর বাবা বিকাশ রায়। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ির সরকার পাড়ার বাসিন্দা বিকাশ রায় অভিযোগ করে বলেন, "গতকাল সকালে আমার স্ত্রীকে মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করি। তার কয়েক ঘণ্টা পরেই আমার স্ত্রী মৃত কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে আমাকে জানানো হয়।" তিনি আরও বলেন, "আজ আমার সন্তান মারা গেল ৷ আগামীদিনে যেন আর এমন ঘটনা না ঘটে তাই চাই। আমরা গরিব মানুষ নার্সিংহোমে কী করে যাব।" তাঁর স্ত্রী ভর্তি হওয়ার পর কোনও ডাক্তার দেখেনি বলেও অভিযোগ করেন তিনি। গতকাল থেকে হাসপাতালে এখনও পর্যন্ত 3টি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

জলপাইগুড়িতে শিশুমৃত্য, রাস্তা অবরোধ মৃত শিশুর বাবার

আরও পড়ুন: জমি বিবাদ ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ি, মৃত 1, 10 বাড়িতে আগুন

জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের বাসিন্দা আর এক মৃত শিশুর বাবা দীপক রায় বলেন,"গতকাল শিশুর মৃতদেহ আমরা নিয়ে যাই। একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে ৷ আমরা চাই এমন ঘটনা যেন আর না হয়। আমরা চাই এই বিষয়গুলি স্বাস্থ্য দফতর খতিয়ে দেখে যেন ব্যবস্থা নেয়।" এদিন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক বলেন, ‘‘আমার কাছে এমন কোনও খবর নেই। আমি বিষয়টি খতিয়ে দেখব।’’

জলপাইগুড়ি, 21 নভেম্বর: 24 ঘণ্টার মধ্যে জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে (jalpaiguri mother child hub) তিনটি শিশুর মৃত্যুর (Child Death in Jalpaiguri) অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এক মৃত শিশুর বাবা। যদিও ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে সাফাই দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শিশু মৃত্যুর প্রতিবাদে মৃত সন্তানকে নিয়ে রাস্তায় বসে পড়েন বাবা।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে মূল রাস্তায় সন্তানহারা বাবার এমন প্রতিবাদে হতবাক শহরবাসীও। আর যেন এমন ঘটনা না হয় তারই প্রতিবাদ বলে জানান, মৃত শিশুর বাবা বিকাশ রায়। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ির সরকার পাড়ার বাসিন্দা বিকাশ রায় অভিযোগ করে বলেন, "গতকাল সকালে আমার স্ত্রীকে মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করি। তার কয়েক ঘণ্টা পরেই আমার স্ত্রী মৃত কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে আমাকে জানানো হয়।" তিনি আরও বলেন, "আজ আমার সন্তান মারা গেল ৷ আগামীদিনে যেন আর এমন ঘটনা না ঘটে তাই চাই। আমরা গরিব মানুষ নার্সিংহোমে কী করে যাব।" তাঁর স্ত্রী ভর্তি হওয়ার পর কোনও ডাক্তার দেখেনি বলেও অভিযোগ করেন তিনি। গতকাল থেকে হাসপাতালে এখনও পর্যন্ত 3টি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

জলপাইগুড়িতে শিশুমৃত্য, রাস্তা অবরোধ মৃত শিশুর বাবার

আরও পড়ুন: জমি বিবাদ ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ি, মৃত 1, 10 বাড়িতে আগুন

জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের বাসিন্দা আর এক মৃত শিশুর বাবা দীপক রায় বলেন,"গতকাল শিশুর মৃতদেহ আমরা নিয়ে যাই। একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে ৷ আমরা চাই এমন ঘটনা যেন আর না হয়। আমরা চাই এই বিষয়গুলি স্বাস্থ্য দফতর খতিয়ে দেখে যেন ব্যবস্থা নেয়।" এদিন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক বলেন, ‘‘আমার কাছে এমন কোনও খবর নেই। আমি বিষয়টি খতিয়ে দেখব।’’

Last Updated : Nov 21, 2021, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.