ETV Bharat / state

Sitalkuchi Firing : শীতলকুচি গুলিকাণ্ডে সিআইডি তদন্তের তথ্য চাইল কেন্দ্র

কোচবিহারের শীতলকুচি গুলিকাণ্ডে (Sitalkuchi Firing) রাজ্যের তরফে যে সিআইডি তদন্ত চলছে, তার বিস্তারিত তথ্য চাইল কেন্দ্রীয় সরকার (Centre demands detail information of State Level Investigation of Sitalkuchi Firing) ৷ যদিও রাজ্যের বক্তব্য, তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয় ৷ যেটুকু তথ্য দেওয়া সম্ভব, তা হলফনামার মাধ্যমে আদালতে পেশ করা হবে ৷

centre demands detail information of state level investigation in sitalkuchi firing case
Sitalkuchi Firing : শীতলকুচি গুলিকাণ্ডে সিআইডি তদন্তের তথ্য চাইল কেন্দ্র
author img

By

Published : Dec 20, 2021, 4:08 PM IST

জলপাইগুড়ি, 20 ডিসেম্বর : কোচবিহারের শীতলকুচি গুলিকাণ্ডে (Sitalkuchi Firing) রাজ্য সরকারি তদন্তের খুঁটিনাটি জানতে চাইল কেন্দ্রীয় সরকার (Centre demands detail information of State Level Investigation of Sitalkuchi Firing) ৷ যদিও রাজ্যের বক্তব্য, এই ঘটনায় এখনও চার্জশিট পেশ করেনি সিআইডি ৷ তাই বিস্তারিত তথ্য সরবরাহ করা এখনই সম্ভব নয় ৷ তবে যতটুকু তথ্য প্রকাশ্যে আনা যাবে, তা হলফনামার মাধ্যমে আদালতে পেশ করা হবে ৷ সোমবার একথা জানিয়েছেন সরকারি আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্য়ায় ৷ এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সংশ্লিষ্ট মামলাগুলি শুনানির জন্য ওঠে ৷ দু’পক্ষের বক্তব্য শোনার পর আগামী 11 জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : Sitalkuchi Firing Case: শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে তলব হাইকোর্টের

এদিন আদালতে আগাম জামিনের আবেদন জানান ঘটনায় অভিযুক্ত ছয় সিআইএসএফ জওয়ান ৷ আপাতত 11 জানুয়ারি পর্যন্ত সেই আবেদনের রায়ও স্থগিত হয়ে গেল ৷ এই ঘটনাকে ‘বিরল’ বলে দাবি করেছেন সরকারি আইনজীবী শাশ্বতগোপাল ৷ তিনি জানান, সংশ্লিষ্ট মামলাটি সিআইএসএফ-ই রুজু করেছে ৷ আবার সেই মামলাতেই অভিযুক্তদের জন্য আগাম জামিন চাওয়া হচ্ছে ৷ এমন ঘটনা বড় একটা দেখা যায় না ৷ এদিকে, ইতিমধ্যেই শীতলকুচি গুলিকাণ্ড সংক্রান্ত মামলাগুলি কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু, এখনও পর্যন্ত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলা চলছে ৷

আরও পড়ুন : Sitalkuchi : শীতলকুচি গুলিকাণ্ডে কোচবিহারের তৎকালীন এসপি’র বয়ানে অসঙ্গতি, ধন্দে সিআইডি

গত 10 এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে অশান্তি ছড়ায় ৷ কেন্দ্রীয় বাহিনীর ছোড়া গুলিতে প্রাণ যায় চার গ্রামবাসীর ৷ সেই ঘটনায় রাজ্যের তরফে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও কেন্দ্র বা নির্বাচন কমিশন কোনও ক্ষতিপূরণ দেয়নি ৷ এই দুই পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করে নিহতদের পরিবার ৷ পাশাপাশি, সিআইএসএফ-এর পক্ষ থেকেও মামলা করা হয় ৷ অন্যদিকে, রাজ্য়ের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করে সিআইডি ৷ সেই তদন্তের বিস্তারিত বিবরণ চেয়েই আদালতে আবেদন পেশ করেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী ৷

জলপাইগুড়ি, 20 ডিসেম্বর : কোচবিহারের শীতলকুচি গুলিকাণ্ডে (Sitalkuchi Firing) রাজ্য সরকারি তদন্তের খুঁটিনাটি জানতে চাইল কেন্দ্রীয় সরকার (Centre demands detail information of State Level Investigation of Sitalkuchi Firing) ৷ যদিও রাজ্যের বক্তব্য, এই ঘটনায় এখনও চার্জশিট পেশ করেনি সিআইডি ৷ তাই বিস্তারিত তথ্য সরবরাহ করা এখনই সম্ভব নয় ৷ তবে যতটুকু তথ্য প্রকাশ্যে আনা যাবে, তা হলফনামার মাধ্যমে আদালতে পেশ করা হবে ৷ সোমবার একথা জানিয়েছেন সরকারি আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্য়ায় ৷ এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সংশ্লিষ্ট মামলাগুলি শুনানির জন্য ওঠে ৷ দু’পক্ষের বক্তব্য শোনার পর আগামী 11 জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : Sitalkuchi Firing Case: শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে তলব হাইকোর্টের

এদিন আদালতে আগাম জামিনের আবেদন জানান ঘটনায় অভিযুক্ত ছয় সিআইএসএফ জওয়ান ৷ আপাতত 11 জানুয়ারি পর্যন্ত সেই আবেদনের রায়ও স্থগিত হয়ে গেল ৷ এই ঘটনাকে ‘বিরল’ বলে দাবি করেছেন সরকারি আইনজীবী শাশ্বতগোপাল ৷ তিনি জানান, সংশ্লিষ্ট মামলাটি সিআইএসএফ-ই রুজু করেছে ৷ আবার সেই মামলাতেই অভিযুক্তদের জন্য আগাম জামিন চাওয়া হচ্ছে ৷ এমন ঘটনা বড় একটা দেখা যায় না ৷ এদিকে, ইতিমধ্যেই শীতলকুচি গুলিকাণ্ড সংক্রান্ত মামলাগুলি কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু, এখনও পর্যন্ত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলা চলছে ৷

আরও পড়ুন : Sitalkuchi : শীতলকুচি গুলিকাণ্ডে কোচবিহারের তৎকালীন এসপি’র বয়ানে অসঙ্গতি, ধন্দে সিআইডি

গত 10 এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে অশান্তি ছড়ায় ৷ কেন্দ্রীয় বাহিনীর ছোড়া গুলিতে প্রাণ যায় চার গ্রামবাসীর ৷ সেই ঘটনায় রাজ্যের তরফে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও কেন্দ্র বা নির্বাচন কমিশন কোনও ক্ষতিপূরণ দেয়নি ৷ এই দুই পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করে নিহতদের পরিবার ৷ পাশাপাশি, সিআইএসএফ-এর পক্ষ থেকেও মামলা করা হয় ৷ অন্যদিকে, রাজ্য়ের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করে সিআইডি ৷ সেই তদন্তের বিস্তারিত বিবরণ চেয়েই আদালতে আবেদন পেশ করেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.