জলপাইগুড়ি, 20 ডিসেম্বর : কোচবিহারের শীতলকুচি গুলিকাণ্ডে (Sitalkuchi Firing) রাজ্য সরকারি তদন্তের খুঁটিনাটি জানতে চাইল কেন্দ্রীয় সরকার (Centre demands detail information of State Level Investigation of Sitalkuchi Firing) ৷ যদিও রাজ্যের বক্তব্য, এই ঘটনায় এখনও চার্জশিট পেশ করেনি সিআইডি ৷ তাই বিস্তারিত তথ্য সরবরাহ করা এখনই সম্ভব নয় ৷ তবে যতটুকু তথ্য প্রকাশ্যে আনা যাবে, তা হলফনামার মাধ্যমে আদালতে পেশ করা হবে ৷ সোমবার একথা জানিয়েছেন সরকারি আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্য়ায় ৷ এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সংশ্লিষ্ট মামলাগুলি শুনানির জন্য ওঠে ৷ দু’পক্ষের বক্তব্য শোনার পর আগামী 11 জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ ৷
আরও পড়ুন : Sitalkuchi Firing Case: শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে তলব হাইকোর্টের
এদিন আদালতে আগাম জামিনের আবেদন জানান ঘটনায় অভিযুক্ত ছয় সিআইএসএফ জওয়ান ৷ আপাতত 11 জানুয়ারি পর্যন্ত সেই আবেদনের রায়ও স্থগিত হয়ে গেল ৷ এই ঘটনাকে ‘বিরল’ বলে দাবি করেছেন সরকারি আইনজীবী শাশ্বতগোপাল ৷ তিনি জানান, সংশ্লিষ্ট মামলাটি সিআইএসএফ-ই রুজু করেছে ৷ আবার সেই মামলাতেই অভিযুক্তদের জন্য আগাম জামিন চাওয়া হচ্ছে ৷ এমন ঘটনা বড় একটা দেখা যায় না ৷ এদিকে, ইতিমধ্যেই শীতলকুচি গুলিকাণ্ড সংক্রান্ত মামলাগুলি কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু, এখনও পর্যন্ত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলা চলছে ৷
আরও পড়ুন : Sitalkuchi : শীতলকুচি গুলিকাণ্ডে কোচবিহারের তৎকালীন এসপি’র বয়ানে অসঙ্গতি, ধন্দে সিআইডি
গত 10 এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে অশান্তি ছড়ায় ৷ কেন্দ্রীয় বাহিনীর ছোড়া গুলিতে প্রাণ যায় চার গ্রামবাসীর ৷ সেই ঘটনায় রাজ্যের তরফে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও কেন্দ্র বা নির্বাচন কমিশন কোনও ক্ষতিপূরণ দেয়নি ৷ এই দুই পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করে নিহতদের পরিবার ৷ পাশাপাশি, সিআইএসএফ-এর পক্ষ থেকেও মামলা করা হয় ৷ অন্যদিকে, রাজ্য়ের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করে সিআইডি ৷ সেই তদন্তের বিস্তারিত বিবরণ চেয়েই আদালতে আবেদন পেশ করেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী ৷