জলপাইগুড়ি, 23 জুলাই: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির(Primary TET Recruitment Scam)তদন্তে এবার নাম জড়াল জলপাইগুড়ির এক শিক্ষকের । রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য পঞ্চানন রায়কে ডেকে পাঠাল সিবিআই(CBI) । পঞ্চানন রায়কে আজকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চানন রায় বর্তমানে জলপাইগুড়ি জেলার ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন ৷ এছাড়াও প্রাথমিক স্কুলের শিক্ষক পঞ্চানন রায় 2013 সাল থেকেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য । এই মুহুর্তে উত্তরবঙ্গ থেকে পঞ্চানন রায়ই একমাত্র সদস্য হিসাবে রয়েছেন পর্ষদে । শুধু তিনি নন, ভাটপাড়ার শিক্ষক দেবজিৎ ঘোষকেও আজ সিবিআই জিজ্ঞাসাবাদ জন্য ডেকে পাঠিয়েছেন । পরীক্ষার নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে(CBI Summons Jalpaiguri teacher in Primary TET Recruitment Scam) ।
এদিন পঞ্চানন রায় ইটিভি ভারতকে টেলিফোনে বলেন, "2014 ও 2017 সালের প্রাথমিকে চাকরির ক্ষেত্রে পর্ষদের বোর্ড মিটিং-এ আমরা উপস্থিত ছিলাম । চাকরি প্রার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে করে প্রশ্ন উঠেছে । সেই মিটিং-এর অ্যাটেন্ডেন্স খাতায় আমরাই সই করেছিলাম । সেই সুত্র ধরেই আমাদের ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে । আমরা এর আগে হাজিরা দিইনি । আমাদের হাইকোর্ট জানিয়েছিল, সিবিআই তাদের প্রয়োজনে আমাদের ডাকতে পারে । তাই আজ ডেকে পাঠিয়েছে । আমি আজ সিবিআই দফতরে যাব । তাদের সব প্রশ্নের উত্তর আমি দেব ।"
আরও পড়ুন: কীসের ভিত্তিতে দেওয়া হয়েছিল অতিরিক্ত নম্বর, হাইকোর্টে প্রশ্ন বিকাশরঞ্জনের
পঞ্চানন রায় আরও বলেন, "প্রাথমিক শিক্ষা পর্ষদের পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে একটি রেজিলিউশন হয়েছিল, কাকে কীভাবে নম্বর দেওয়া হবে । সেই নম্বর দেওয়াকে কেন্দ্র করেই অভিযোগ ওঠে ৷ বেশি নম্বরের জন্য 272 জন চাকরি পেয়েছেন ৷ তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা চাকরি পেয়েছেন বলে অভিযোগে করেন অন্যান্য চাকরি প্রার্থীরা । তারা এরপর আদালতের দ্বারস্থ হন । বেআইনিভাবে কিছু যুবক-যুবতিকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন । কিন্তু এর সঙ্গে আমরা জড়িত নই । আমাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার কোনও অভিযোগ নেই ।"