ETV Bharat / state

ময়নাগুড়িতে পুলিশের উপর হামলার অভিযোগ, সায়ন্তন বসু সহ 400 জনের বিরুদ্ধে মামলা - political clash

ব্যারিকেড ভেঙে মিছিল এগোতেই পুলিশ বাধা দেয় । পুলিশকে লক্ষ করে ইট, পাথর ছোড়ার অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে । আজ BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

BJP-police clash
BJP-police clash
author img

By

Published : Aug 19, 2020, 8:25 PM IST

জলপাইগুড়ি, 19 অগাস্ট : ময়নাগুড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে সায়ন্তন বসু সহ BJP-র 21 জন শীর্ষ নেতা ও আরও 400 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন BJP সমর্থককে । তাঁরা হলেন, সমীর দে, দুলাল রায় ও দ্বিজেন রায় । যদিও এ'বিষয়ে মুখ খুলতে রাজি হননি পুলিশ সুপার থেকে শুরু করে ময়নাগুড়ি থানার IC কেউ-ই ।

গতকাল ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচি ছিল BJP কর্মীদের । দলীয় কার্যালয় থেকে সায়ন্তন বসুর নেতৃত্বে মিছিল ময়নাগুড়ি থানার দিকে এগোতেই পেট্রল পাম্পের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় । এরপর ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় । পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে । গতকালই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে BJP-র কয়েকজন নেতা সহ 400 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে । সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

জলপাইগুড়ি জেলার BJP সভাপতি বাপি গোস্বামী বলেন, “আমাদের শীর্ষ নেতৃত্ব সহ 400 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ । আমাদের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, দ্বিপেন প্রামাণিক ও অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ।”

জলপাইগুড়ি, 19 অগাস্ট : ময়নাগুড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে সায়ন্তন বসু সহ BJP-র 21 জন শীর্ষ নেতা ও আরও 400 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন BJP সমর্থককে । তাঁরা হলেন, সমীর দে, দুলাল রায় ও দ্বিজেন রায় । যদিও এ'বিষয়ে মুখ খুলতে রাজি হননি পুলিশ সুপার থেকে শুরু করে ময়নাগুড়ি থানার IC কেউ-ই ।

গতকাল ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচি ছিল BJP কর্মীদের । দলীয় কার্যালয় থেকে সায়ন্তন বসুর নেতৃত্বে মিছিল ময়নাগুড়ি থানার দিকে এগোতেই পেট্রল পাম্পের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় । এরপর ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় । পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে । গতকালই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে BJP-র কয়েকজন নেতা সহ 400 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে । সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

জলপাইগুড়ি জেলার BJP সভাপতি বাপি গোস্বামী বলেন, “আমাদের শীর্ষ নেতৃত্ব সহ 400 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ । আমাদের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, দ্বিপেন প্রামাণিক ও অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.