ETV Bharat / state

Cal HC on Money Laundering: ঋণদান সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ, তদন্তভার ইডি-সিবিআইকে - জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ বিগত 3 বছর ধরে এর তদন্ত করছে সিআইডি ৷ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই তদন্তভার দিলেন ইডি ও সিবিআইয়ের হাতে ৷

ETV Bharat
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতিতে আর্থিক প্রতারণার মামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:19 AM IST

জলপাইগুড়ি, 25 অগস্ট: সিআইডির তদন্তে অখুশি বিচারপতি ৷ তাই আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির আর্থিক তছরুপের ঘটনায় ইডি ও সিবিআই-কে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই নির্দেশ দেয় ৷ সার্কিট বেঞ্চে এই মামলা দায়ের করেছিলেন কল্পনা দাস সরকার ৷

আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায় এই ঋণদান সমবায় সমিতিটি রয়েছে ৷ এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, বাজার থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন সমিতির সঙ্গে জড়িতরা ৷ তারপর তা আর ফেরত দেননি। এভাবেই এই মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে ৷ বহু আন্দোলনের পর এই জালিয়াতির তদন্তভার নেয় সিআইডি ৷

জানা গিয়েছে, এতদিন পেরিয়ে গেলেও আমানতকারীদের বিপুল অঙ্কের টাকা কারা কারা ধার নিয়েছে, কত টাকা উদ্ধার করা গিয়েছে, তার কোনও তালিকাই তৈরি করতে পারেনি সিআইডি ৷ তাছাড়া তেমন দরকারি কোনও তথ্যও জোগাড় করতে পারেনি তদন্তকারী সংস্থা ৷ এদিকে তিন বছর ধরে এই তদন্ত চললেও কোনও কিনারা হয়নি ৷

আমানতকারীরাও তাঁদের টাকা ফেরত পাননি ৷ কয়েক বছর ধরে তদন্ত চলার পর সিআইডি ছ'জনকে গ্রেফতার করে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, মামলাকারী আমানতকারীর সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ এর সঙ্গে কে বা কারা যুক্ত, তার নাম সিআইডি খুঁজে বের করতে পারেনি ৷ এই আর্থিক জালিয়াতির সঙ্গে কোনও মাস্টারমাইন্ড থাকতে পারে ৷ হিসেব বলছে, 21 হাজার 163 জন আমানতকারীর 50 কোটি টাকা তছরুপ হয়েছে ৷ কারা এই বিপুল টাকা নিল, সেই বিষয়ে সিআইডি কিছু করতে পারেনি ৷

এই অবস্থায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমিতির আর্থিক প্রতারণার ঘটনায় তদন্ত করবে ইডি ও সিবিআই ৷ 21 হাজার 163 জন আমানতকারীর টাকা কোথায় গেল, তার তদন্ত করবে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই ৷

আরও পড়ুন: লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, ধৃত 10

এদিন বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, 25 অগস্ট থেকে ইডি ও সিবিআইকে তদন্ত শুরু করতে হবে ৷ 12 অক্টোবরের মধ্যে দুই তদন্তকারী সংস্থা আদালতের কাছে আলাদা আলাদা রিপোর্ট জমা দেবে ৷ কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চ থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি হবে ৷ প্রয়োজন হলে প্রতিমাসের একটি শনিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷

জলপাইগুড়ি, 25 অগস্ট: সিআইডির তদন্তে অখুশি বিচারপতি ৷ তাই আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির আর্থিক তছরুপের ঘটনায় ইডি ও সিবিআই-কে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই নির্দেশ দেয় ৷ সার্কিট বেঞ্চে এই মামলা দায়ের করেছিলেন কল্পনা দাস সরকার ৷

আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায় এই ঋণদান সমবায় সমিতিটি রয়েছে ৷ এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, বাজার থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন সমিতির সঙ্গে জড়িতরা ৷ তারপর তা আর ফেরত দেননি। এভাবেই এই মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে ৷ বহু আন্দোলনের পর এই জালিয়াতির তদন্তভার নেয় সিআইডি ৷

জানা গিয়েছে, এতদিন পেরিয়ে গেলেও আমানতকারীদের বিপুল অঙ্কের টাকা কারা কারা ধার নিয়েছে, কত টাকা উদ্ধার করা গিয়েছে, তার কোনও তালিকাই তৈরি করতে পারেনি সিআইডি ৷ তাছাড়া তেমন দরকারি কোনও তথ্যও জোগাড় করতে পারেনি তদন্তকারী সংস্থা ৷ এদিকে তিন বছর ধরে এই তদন্ত চললেও কোনও কিনারা হয়নি ৷

আমানতকারীরাও তাঁদের টাকা ফেরত পাননি ৷ কয়েক বছর ধরে তদন্ত চলার পর সিআইডি ছ'জনকে গ্রেফতার করে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, মামলাকারী আমানতকারীর সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ এর সঙ্গে কে বা কারা যুক্ত, তার নাম সিআইডি খুঁজে বের করতে পারেনি ৷ এই আর্থিক জালিয়াতির সঙ্গে কোনও মাস্টারমাইন্ড থাকতে পারে ৷ হিসেব বলছে, 21 হাজার 163 জন আমানতকারীর 50 কোটি টাকা তছরুপ হয়েছে ৷ কারা এই বিপুল টাকা নিল, সেই বিষয়ে সিআইডি কিছু করতে পারেনি ৷

এই অবস্থায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমিতির আর্থিক প্রতারণার ঘটনায় তদন্ত করবে ইডি ও সিবিআই ৷ 21 হাজার 163 জন আমানতকারীর টাকা কোথায় গেল, তার তদন্ত করবে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই ৷

আরও পড়ুন: লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, ধৃত 10

এদিন বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, 25 অগস্ট থেকে ইডি ও সিবিআইকে তদন্ত শুরু করতে হবে ৷ 12 অক্টোবরের মধ্যে দুই তদন্তকারী সংস্থা আদালতের কাছে আলাদা আলাদা রিপোর্ট জমা দেবে ৷ কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চ থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি হবে ৷ প্রয়োজন হলে প্রতিমাসের একটি শনিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.