ETV Bharat / state

দার্জিলিঙের উপনির্বাচনে কেউই GJM প্রতীক ব্যবহার করতে পারবে না, নির্দেশ সার্কিট বেঞ্চ - gorkha janamukti morcha

উপনির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার নাম ব্যবহার করতে পারবে বিনয় তামাং ও বিমল গুরুং । কিন্তু মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবে না বিনয় ও গুরুং গোষ্ঠী। আজ এই নির্দেশ দিল জলপাইগুড়ি সার্কিটের ডিভিশন বেঞ্চ ।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ
author img

By

Published : Apr 25, 2019, 12:08 AM IST

জলপাইগুড়ি, 25 এপ্রিল : 19 মে দার্জিলিং বিধানসভার উপিনর্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার নাম ব্যবহার করতে পারবে বিনয় তামাং এবং বিমল গুরুঙের গোষ্ঠী। কিন্তু মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবে না দুই গোষ্ঠী । নির্দল হিসেবেই দুই গোষ্ঠী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে । মোর্চার প্রতীক প্রসঙ্গে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

গতকাল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে মোর্চার দায়িত্বে রয়েছেন বিনয় তামাং । কিন্তু, মোর্চার প্রতিষ্ঠাতা ছিলেন বিমল গুরুং। মোর্চার ক্ষমতার অধিকার কার এই নিয়ে হাইকোর্টে একটা মামলা দায়ের হয় ।

ভিডিয়োয় দেখুন
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশন একটি আবেদন করে। কমিশন জানায়, নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করে তার মধ্যে পরিচিত এবং অপরিচিত দলও থাকে । আড়াই হাজার অপরিচিত দল রয়েছে । এসব দলগুলোর সংবিধান গন্ডগোল হলে তা কমিশনের পক্ষে সমাধান সম্ভব নয় । তার প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ।

বিনয় তামাঙের আইনজীবী জয় সাহা বলেন, 29/A ধারায় বলা আছে প্রতিটি পরিচিত দলকে তার অফিস বেয়ারার ও সংবিধান তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। যদিও ডিভিশন বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ।

জলপাইগুড়ি, 25 এপ্রিল : 19 মে দার্জিলিং বিধানসভার উপিনর্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার নাম ব্যবহার করতে পারবে বিনয় তামাং এবং বিমল গুরুঙের গোষ্ঠী। কিন্তু মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবে না দুই গোষ্ঠী । নির্দল হিসেবেই দুই গোষ্ঠী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে । মোর্চার প্রতীক প্রসঙ্গে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

গতকাল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে মোর্চার দায়িত্বে রয়েছেন বিনয় তামাং । কিন্তু, মোর্চার প্রতিষ্ঠাতা ছিলেন বিমল গুরুং। মোর্চার ক্ষমতার অধিকার কার এই নিয়ে হাইকোর্টে একটা মামলা দায়ের হয় ।

ভিডিয়োয় দেখুন
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশন একটি আবেদন করে। কমিশন জানায়, নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করে তার মধ্যে পরিচিত এবং অপরিচিত দলও থাকে । আড়াই হাজার অপরিচিত দল রয়েছে । এসব দলগুলোর সংবিধান গন্ডগোল হলে তা কমিশনের পক্ষে সমাধান সম্ভব নয় । তার প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ।

বিনয় তামাঙের আইনজীবী জয় সাহা বলেন, 29/A ধারায় বলা আছে প্রতিটি পরিচিত দলকে তার অফিস বেয়ারার ও সংবিধান তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। যদিও ডিভিশন বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.