ETV Bharat / state

Bison Bodies Recovered : ডুয়ার্সে তিনটি বাইসনের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত

ডুয়ার্সে উদ্ধার তিনটি বাইসনের মৃতদেহ (Bison bodies recovered at Dooars) । মৃত বাইসনগুলির মধ্যে একটি মা এবং দু’টি শাবক ৷

bodies of three bison recovered at Dooars
Bison
author img

By

Published : Apr 20, 2022, 7:52 PM IST

জলপাইগুড়ি, 20 এপ্রিল : চা-বাগান সংলগ্ন বনাঞ্চল থেকে উদ্ধার তিনটি বাইসনের মৃতদেহ । ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের হলদিবাড়ি চা-বাগানে । হলদিবাড়ি চা-বাগানের জঙ্গল সংলগ্ন এলাকায় তিনটি বাইসনকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা । মরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি বিটের সিএমজি 12 কম্পার্টমেন্ট এবং হলদিবাড়ি চা-বাগানের 4 নম্বর সেকশনের মাঝ থেকে উদ্ধার করা হয় বাইসনগুলির দেহ (Bodies of three bison recovered) ।

বনদফতর সূত্রের খবর, এদিন সকালবেলা চা-বাগানের বাসিন্দারা বাইসনগুলিকে দেখতে পায় মৃত অবস্থায় । খবর দেওয়া হয় জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জের বনকর্মীদের এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীদের । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁরা । মৃত বাইসনগুলির মধ্যে একটি মা এবং দু’টি শাবক ছিল । বনদফতরের প্রাথমিক অনুমান বাজ পড়ে বাইসনগুলির মৃত্যু হয়ে থাকতে পারে । ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

বনকর্মী চন্দন মাহালী বলেন, "এদিন তিনটি বাইসনকে পড়ে থাকতে দেখতে পেয়ে বনদফতরের মরাঘাট রেঞ্জকে জানানো হয় । বাইসন তিনটি একই জায়গায় পড়ে রয়েছে । কীভাবে মারা গিয়েছে, তা বোঝা যাচ্ছে না ।"

এদিকে বাইসনের মৃত্যুর খবর শুনে চা-বাগানের প্রচুর মানুষ সেখানে ভিড় জমান । মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন, "চা-বাগানের কর্তৃপক্ষ আমাদের খবর দেন হলদিবাড়ি এবং মরাঘাট জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গার মধ্যে তিনটি বাইসন মৃত অবস্থায় পড়ে রয়েছে । তার মধ্যে দু’টি শাবক এবং একটি স্ত্রী-বাইসন রয়েছে । বাইসনগুলির দেহ খট্টিমারি জঙ্গলে ময়নাতদন্ত করা হবে । তবে প্রাথমিক অনুমান বাজ পড়ে বাইসন গুলোর মৃত্যু হয়ে থাকতে পারে ।"

আরও পড়ুন : Maynaguri Molestation : ময়নাগুড়িতে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ধৃত বিজেপি কর্মী

জলপাইগুড়ি, 20 এপ্রিল : চা-বাগান সংলগ্ন বনাঞ্চল থেকে উদ্ধার তিনটি বাইসনের মৃতদেহ । ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের হলদিবাড়ি চা-বাগানে । হলদিবাড়ি চা-বাগানের জঙ্গল সংলগ্ন এলাকায় তিনটি বাইসনকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা । মরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি বিটের সিএমজি 12 কম্পার্টমেন্ট এবং হলদিবাড়ি চা-বাগানের 4 নম্বর সেকশনের মাঝ থেকে উদ্ধার করা হয় বাইসনগুলির দেহ (Bodies of three bison recovered) ।

বনদফতর সূত্রের খবর, এদিন সকালবেলা চা-বাগানের বাসিন্দারা বাইসনগুলিকে দেখতে পায় মৃত অবস্থায় । খবর দেওয়া হয় জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জের বনকর্মীদের এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীদের । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁরা । মৃত বাইসনগুলির মধ্যে একটি মা এবং দু’টি শাবক ছিল । বনদফতরের প্রাথমিক অনুমান বাজ পড়ে বাইসনগুলির মৃত্যু হয়ে থাকতে পারে । ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

বনকর্মী চন্দন মাহালী বলেন, "এদিন তিনটি বাইসনকে পড়ে থাকতে দেখতে পেয়ে বনদফতরের মরাঘাট রেঞ্জকে জানানো হয় । বাইসন তিনটি একই জায়গায় পড়ে রয়েছে । কীভাবে মারা গিয়েছে, তা বোঝা যাচ্ছে না ।"

এদিকে বাইসনের মৃত্যুর খবর শুনে চা-বাগানের প্রচুর মানুষ সেখানে ভিড় জমান । মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন, "চা-বাগানের কর্তৃপক্ষ আমাদের খবর দেন হলদিবাড়ি এবং মরাঘাট জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গার মধ্যে তিনটি বাইসন মৃত অবস্থায় পড়ে রয়েছে । তার মধ্যে দু’টি শাবক এবং একটি স্ত্রী-বাইসন রয়েছে । বাইসনগুলির দেহ খট্টিমারি জঙ্গলে ময়নাতদন্ত করা হবে । তবে প্রাথমিক অনুমান বাজ পড়ে বাইসন গুলোর মৃত্যু হয়ে থাকতে পারে ।"

আরও পড়ুন : Maynaguri Molestation : ময়নাগুড়িতে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ধৃত বিজেপি কর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.