ETV Bharat / state

পুলিশের তাড়া ? পালাতে গিয়ে মৃত্যু BJP কর্মীর - tmc

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক BJP কর্মীর । অভিযোগের তির পুলিশের দিকে । জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরযান এলাকার ঘটনা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 25, 2019, 3:45 PM IST

জলপাইগুড়ি, 25 জুন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক BJP কর্মীর । ঘটনাটি জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরযান এলাকার । মৃতের নাম মনমোহন দাস (৪৫) । BJP-র অভিযোগ পুলিশ তাড়া করায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মনমোহনের ।

গতকাল জলপাইগুড়িতে BJP-র পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচির পর বাড়ি ফিরছিলেন মনমোহন । অভিযোগ, সেসময় স্থানীয় তৃণমূল নেতারা ও এলাকার পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের প্ররোচনায় রাজগঞ্জ থানার পুলিশ মনমোহনকে ধরার জন্য তাড়া করে । তাড়া খেয়ে কিছু দূর দৌড়ানোর পর হৃদরোগে আক্রান্ত হন তিনি । সেইসময় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয় BJP নেতা পলেন ঘোষের অভিযোগ, পুলিশের তাড়া খেয়েই মারা গেল মনমোহন । পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ না করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি । পলেন বলেন, "পুলিশ সংযত না হলে রাজগঞ্জ থানার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব । পুলিশ যদি তৃণমূলের কথায় BJP কর্মীদের ওপর অত্যাচার করে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে ।"

জলপাইগুড়ি, 25 জুন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক BJP কর্মীর । ঘটনাটি জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরযান এলাকার । মৃতের নাম মনমোহন দাস (৪৫) । BJP-র অভিযোগ পুলিশ তাড়া করায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মনমোহনের ।

গতকাল জলপাইগুড়িতে BJP-র পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচির পর বাড়ি ফিরছিলেন মনমোহন । অভিযোগ, সেসময় স্থানীয় তৃণমূল নেতারা ও এলাকার পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের প্ররোচনায় রাজগঞ্জ থানার পুলিশ মনমোহনকে ধরার জন্য তাড়া করে । তাড়া খেয়ে কিছু দূর দৌড়ানোর পর হৃদরোগে আক্রান্ত হন তিনি । সেইসময় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয় BJP নেতা পলেন ঘোষের অভিযোগ, পুলিশের তাড়া খেয়েই মারা গেল মনমোহন । পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ না করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি । পলেন বলেন, "পুলিশ সংযত না হলে রাজগঞ্জ থানার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব । পুলিশ যদি তৃণমূলের কথায় BJP কর্মীদের ওপর অত্যাচার করে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে ।"

Intro:nullBody:বিয়ের দাবিতে ধর্নায় বসা প্রেমিক নিগৃহীত প্রেমিকার বাবার হাতে। অনন্তর ধর্না দিয়ে লিপিকাকে বিয়ের পর থেকে ধুপগুড়ি ব্লকের দেখা দিয়েছে ধর্নার হিড়িক।শুক্রবারও ধুপগুড়ি রাজধানী পাড়া এলাকায় বিয়ের দাবিতে ধর্নায় বসেছিল প্রেমিক রাকেশ রায়। দুইবছরের প্রেমে প্রেমিকার পরিবারের অমত ছিল।তাই প্রেমিকাকে বকুনি,মোবাইল কেড়ে নেওয়া সহ্য করতে না পেরে সোজা বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসেছিল ঐ যুবক বলে জানায়।মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে এলাকায়।আচমকাই প্রেমিকার বাবা, দাদা ও বাকীরা এসে মারধর শুরু করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত রাকেশ বর্তমানে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আঘাত গুরুতর।
Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.