ETV Bharat / state

জলপাইগুড়িতে BJP-র দলীয় অফিসে বিয়ের অনুষ্ঠান ঘিরে বিতর্ক

BJP-র মহিলা মোর্চার জেলা সভানেত্রী দাবি করেন, বিয়ের অনুষ্ঠানের জন্য অফিস ভাড়া দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না ।

BJP party office controversy in Jalpaiguri
পাণ্ডাপাড়ায় BJP-র দলীয় অফিস ঘিরে বিতর্ক
author img

By

Published : Nov 24, 2020, 10:29 PM IST

জলপাইগুড়ি, 24 নভেম্বর : BJP-র মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরকে ঘিরে বিতর্ক । জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় দলের অস্থায়ী অফিস বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়ার ফলে মহিলাদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা যায়নি । এমনই অভিযোগ জেলা BJP-র সভানেত্রীর । যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা সভাপতি ।

জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার তরফে মহিলাদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল । BJP-র চার নম্বর ঘুমটির ঐতিহ্য ভবনের অস্থায়ী দলীয় অফিসে আজ বিকেলে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল । পরে দেখা যায় অস্থায়ী দলীয় অফিসে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়েছে । বাধ্য হয়ে প্রশিক্ষণ শিবির পাণ্ডাপাড়ার দয়াল ভবনে আয়োজন করা হয় । জেলা BJP-র মহিলা মোর্চার সভানেত্রী টিনা গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, "আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে আত্মরক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল অস্থায়ী দলীয় অফিসে ৷ কিন্তু অফিস বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় । এই বিষয়ে কিছু জানতাম না । দলীয় অফিস কেন বিয়ের অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে?"

পাল্টা BJP-র জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, "আমাদের স্থায়ী দলীয় অফিস বানানোর জন্য আগের অফিসে ভাঙা হয়েছে । তাই ভবন ভাড়া নিয়ে আমাদের অস্থায়ী দলীয় অফিস চালানো হচ্ছিল । তার মেয়াদ শেষ হয়ে গেছে । ভবনের মালিক আমাদের অফিস ছেড়ে দেওয়ার জন্য বলেছেন । তিনি আমাদের শর্ত দিয়েছেন বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া এলে আমাদের জায়গা ফাঁকা করে দিতে হবে । আমরা মালিকের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের আলাদাভাবে একটি জায়গায় দলীয় অফিস চালানোর ব্যবস্থা করে দিয়েছেন । আমরা বিকল্প দলীয় অফিসের ব্যবস্থা করছি । আমাদের নিজস্ব অফিস করার জন্য প্ল্যান পাশ হলেও পৌরসভা আটকে দিয়েছে । তবে আমরা মহিলা মোর্চার প্রশিক্ষণের জন্য অন্য জায়গা ঠিক করে দিয়েছি ।"

পাণ্ডাপাড়ায় BJP-র দলীয় অফিস ঘিরে বিতর্ক

জলপাইগুড়ি, 24 নভেম্বর : BJP-র মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরকে ঘিরে বিতর্ক । জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় দলের অস্থায়ী অফিস বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়ার ফলে মহিলাদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা যায়নি । এমনই অভিযোগ জেলা BJP-র সভানেত্রীর । যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা সভাপতি ।

জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার তরফে মহিলাদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল । BJP-র চার নম্বর ঘুমটির ঐতিহ্য ভবনের অস্থায়ী দলীয় অফিসে আজ বিকেলে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল । পরে দেখা যায় অস্থায়ী দলীয় অফিসে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়েছে । বাধ্য হয়ে প্রশিক্ষণ শিবির পাণ্ডাপাড়ার দয়াল ভবনে আয়োজন করা হয় । জেলা BJP-র মহিলা মোর্চার সভানেত্রী টিনা গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, "আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে আত্মরক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল অস্থায়ী দলীয় অফিসে ৷ কিন্তু অফিস বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় । এই বিষয়ে কিছু জানতাম না । দলীয় অফিস কেন বিয়ের অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে?"

পাল্টা BJP-র জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, "আমাদের স্থায়ী দলীয় অফিস বানানোর জন্য আগের অফিসে ভাঙা হয়েছে । তাই ভবন ভাড়া নিয়ে আমাদের অস্থায়ী দলীয় অফিস চালানো হচ্ছিল । তার মেয়াদ শেষ হয়ে গেছে । ভবনের মালিক আমাদের অফিস ছেড়ে দেওয়ার জন্য বলেছেন । তিনি আমাদের শর্ত দিয়েছেন বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া এলে আমাদের জায়গা ফাঁকা করে দিতে হবে । আমরা মালিকের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের আলাদাভাবে একটি জায়গায় দলীয় অফিস চালানোর ব্যবস্থা করে দিয়েছেন । আমরা বিকল্প দলীয় অফিসের ব্যবস্থা করছি । আমাদের নিজস্ব অফিস করার জন্য প্ল্যান পাশ হলেও পৌরসভা আটকে দিয়েছে । তবে আমরা মহিলা মোর্চার প্রশিক্ষণের জন্য অন্য জায়গা ঠিক করে দিয়েছি ।"

পাণ্ডাপাড়ায় BJP-র দলীয় অফিস ঘিরে বিতর্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.