ETV Bharat / state

BJP Leader arrested with firearms : "টেবিলে রিভলভার রেখে ফাঁসিয়েছে পুলিশ", বিস্ফোরক দাবি ধৃত বিজেপি নেতার - police arrests bjp leader at dhupguri in jalpaiguri

"পুলিশের রিভলভার টেবিলে রেখে আমাকে বলছে এটা আপনার"। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হবার পর এমনই বিস্ফোরক দাবি বিজেপি নেতার (BJP Leader arrested with firearms)। আগ্নেয়াস্ত্র ও তাজা দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশ তাকে ফাঁসিয়েছে বলে দাবি বিজেপি নেতার।

BJP Leader arrested with firearms
বিস্ফোরক দাবি বিজেপি নেতার
author img

By

Published : Mar 28, 2022, 11:04 PM IST

ধুপগুড়ি, 28 মার্চ : ধুপগুড়ির বিজেপির উত্তর পশ্চিম মণ্ডল সভাপতি মুকুল ঘোষকে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করে বানারহাট থানার পুলিশ। এই গ্রেফতারির ঘটনায় এলাকায় হইচই পড়ে যায় । পুলিশ সূত্রে খবর, গতকাল নাথুয়ার জলঢাকা প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয় (BJP Leader arrested with firearms)।

বানারহাট থানার আইসি শান্তনু সরকার বলেন," আগ্নেয়াস্ত্র ও তাজা দুই রাউন্ড কার্তুজ-সহ তাকে আমরা গ্রেফতার করি ও আদালতে পাঠায় ৷ ধৃতের নাম মুকুল ঘোষ । তার বাড়ি বানারহাট থানার অন্তর্গত নাথুয়ায় । তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে"৷ তাঁকে গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, আইন আইনের পথে চলবে । তবে ঘটনা সত্যি কিনা তা সেটাও বুঝতে হবে । এই সরকার ও প্রশাসনের ওপর তাদের বিন্দু মাত্র ভরসা নেই । রাজ্য জুড়ে বেছে বেছে শুধুমাত্র বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপি নেতা

আরও পড়ুন : উপনির্বাচনের আগে পাণ্ডবেশ্বরে 6টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ-সহ গ্রেফতার 1

অন্যদিকে, ধৃত মুকুল ঘোষের দাবি বলেন, "আমার দোকানে এসে পুলিশ আমায় থানায় ডাকে ৷ তারপর থানায় নিয়ে গিয়ে আমার কাছে বন্দুক পাওয়া গিয়েছে বলে গ্রেফতার করে । কিন্তু আমার কাছে কোনও বন্দুক নেই ।" তিনি আরও বলেন, "যে বন্দুক পাওয়া গিয়েছে ওটা পুলিশেরই বন্দুক, সেটা টেবিলে রেখে আমাকে বলছে এটা আপনার থেকে পাওয়া গিয়েছে ৷ আমি নির্দোষ, আমায় ফাঁসানো হচ্ছে ৷"

ধুপগুড়ি, 28 মার্চ : ধুপগুড়ির বিজেপির উত্তর পশ্চিম মণ্ডল সভাপতি মুকুল ঘোষকে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করে বানারহাট থানার পুলিশ। এই গ্রেফতারির ঘটনায় এলাকায় হইচই পড়ে যায় । পুলিশ সূত্রে খবর, গতকাল নাথুয়ার জলঢাকা প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয় (BJP Leader arrested with firearms)।

বানারহাট থানার আইসি শান্তনু সরকার বলেন," আগ্নেয়াস্ত্র ও তাজা দুই রাউন্ড কার্তুজ-সহ তাকে আমরা গ্রেফতার করি ও আদালতে পাঠায় ৷ ধৃতের নাম মুকুল ঘোষ । তার বাড়ি বানারহাট থানার অন্তর্গত নাথুয়ায় । তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে"৷ তাঁকে গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, আইন আইনের পথে চলবে । তবে ঘটনা সত্যি কিনা তা সেটাও বুঝতে হবে । এই সরকার ও প্রশাসনের ওপর তাদের বিন্দু মাত্র ভরসা নেই । রাজ্য জুড়ে বেছে বেছে শুধুমাত্র বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপি নেতা

আরও পড়ুন : উপনির্বাচনের আগে পাণ্ডবেশ্বরে 6টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ-সহ গ্রেফতার 1

অন্যদিকে, ধৃত মুকুল ঘোষের দাবি বলেন, "আমার দোকানে এসে পুলিশ আমায় থানায় ডাকে ৷ তারপর থানায় নিয়ে গিয়ে আমার কাছে বন্দুক পাওয়া গিয়েছে বলে গ্রেফতার করে । কিন্তু আমার কাছে কোনও বন্দুক নেই ।" তিনি আরও বলেন, "যে বন্দুক পাওয়া গিয়েছে ওটা পুলিশেরই বন্দুক, সেটা টেবিলে রেখে আমাকে বলছে এটা আপনার থেকে পাওয়া গিয়েছে ৷ আমি নির্দোষ, আমায় ফাঁসানো হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.