জলপাইগুড়ি, 20 এপ্রিল: ময়নাগুড়ির নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার হল বিজেপি কর্মী। ধৃতের নাম হরেকৃষ্ণ অধিকারী (BJP activists arrested for molesting) ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ । নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির পর লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ । এরপরেই নাবালিকা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে । বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা । অন্যদিকে কলকাতা হাইকোর্টে বিজেপির আইনজীবী সেলের পক্ষ থেকে এই ঘটনায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্ট কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে ।
ইতিমধ্যেই ময়নাগুড়ি থানার আইসি ও তদন্তকারী অফিসার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন । এদিন ধৃত হরেকৃষ্ণ অধিকারী জানায়, সে একজন বিজেপি কর্মী । তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে হরেকৃষ্ণ ।
আরও পড়ুন : শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণে সিবিআই তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার
এদিকে ময়নাগুড়ি ব্লক 2-এর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর দত্ত বলেন, ''অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমরা নাবালিকারের পরিবারের পাশে আছি । পুলিশ সঠিক পথেই তদন্তে করছে। এখনও পর্যন্ত চারজনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ কে তৃণমূল কে বিজেপি তা পুলিশ দেখেনি । মেয়েটিকে উত্যক্ত করা হয়েছিল । তাই সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে শুনেছি ।''
জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ''অভিযুক্তের ভাই বিজয় রায়কে গ্রেফতার করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের পর অবিনাশ রায় নামে একজনের নাম পাই ৷ তাকেও গ্রেফতার করা হয়েছে । অবিনাশকে রিমান্ডে নিয়ে আরও একজনের নাম পাওয়া যায় ৷ তাকেও গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । মূল অভিযুক্ত পলাতক ।''
উল্লেখ্য়, ময়নাগুড়িতে নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী অজয় রায় তাকে ধর্ষণের চেষ্টা করে ৷ ঘটনার পর থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার । এরপর থেকে বিভিন্নভাবে নাবালিকাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ গত বৃহস্পতিবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা ।