জলপাইগুড়ি, 7 এপ্রিল : মালবাজারের জনসভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর অভিযোগ, কেন্দ্র চাইলেও সেবক সেতুর কাজ করতে দিচ্ছ না তৃণমূল সরকার। তাঁর কথায়, দিদির উন্নয়নে রুচি নেই । পাশাপাশি তাঁর হুঁশিয়ারি বাংলার অপরাধীদের পাতালের ভেতর থেকে হলেও খুঁজে বের করে জেলে পোড়া হবে। তৃণমূলের ছত্রছায়ায় থাকা অপরাধীরা রেহাই পাবে না বলে সভা থেকে হুঁশিয়ারি দেন আদিত্যনাথ । এর পরেই তিনি বলেন, উত্তরপ্রদেশে যা হচ্ছে, বাংলাতেও তাই হবে । মালবাজারের সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি যা বলে তা করে। উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি বলেন, সে রাজ্যে সুখ, সমৃদ্ধি, খুশি রয়েছে । গবীরের বাড়িতে পানীয় জল ও বিদ্যুতের সুবিধা দিয়েছি আমরা । উন্নয়নের জন্য বিজেপি কাজ করছে । হাইওয়ে, এয়ারপোর্ট, এইমস করা হয়েছে। তেমনি বাংলায় বিজেপির সরকার এলে কেন্দ্র সরকারের ঘোষণা করা সেই সব কাজ হবে ৷ বিজেপির ইস্তাহার অনুযায়ী দার্জিলিঙের জন্যও বিশেষ সুবিধা দেওয়া হবে জানান তিনি।
আরও পড়ুন : ভোট কিনতে কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, নির্বাচন কমিশনে তৃণমূল
এর পরেই উত্তরবঙ্গের সেবক পুল প্রসঙ্গে তৃণমূল তথা মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করেন যোগী আদিত্যনাথ ৷ তিনি অভিযোগ করেন, কেন্দ্র সেবকপুল বানাতে পয়সা দিতে চাইছে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা নিতে চাইছেন না ৷ কারণ তৃণমূল চায় না এই পুল হোক । পাশাপাশি অবৈধ খনন ও জঙ্গলে কাটা নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ।