পাহাড়পুর, 17 এপ্রিল: চতুর্থ দফার মতো রক্ত ঝরেনি পঞ্চম দফার ভোটে ৷ তবে কারচুপির অভিযোগ উঠেছে ৷ তেমনই কারচুপির অভিযোগ উঠল জলপাইগুড়ির পাহাড়পুরে ৷ এই এলাকার একটি বুথে ইভিএমের বোতামে কালি লাগানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ শেষ অবধি অভিযোগ পেয়ে ভোটকর্মীরা কালি মুছে দেন ৷
অভিযোগ, রাজগঞ্জ বিধানসভার পাহাড়পুর অঞ্চল এবং 37-এ শক্তিকেন্দ্রে 18/219 নম্বর বুথে ইভিএমে কালি লাগিয়ে ভোট চালাচ্ছিল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনীর কুকীর্তি গোপন ক্যামেরায় ধরা পড়ে ৷ ইভিএমের এক নম্বরে শাসকদলের প্রার্থী খগেশ্বর রায়ের নাম রয়েছে ৷ ওই এক নম্বর বোতামে কালি লাগানো রয়েছে৷
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, অনেকে কালি লাগানো ভেবে সেখানে টিপ দিয়ে চলে যাচ্ছেন ৷ বিজেপি কর্মীদের থেকে অভিযোগ পেয়ে শেষ অবধি অবশ্য কালি মুছে দেন ভোটকর্মীরা ৷
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷