ETV Bharat / state

Babul Supriyo: উনি হয়তো নিজেকে আদালত ভাবছেন, ডিসেম্বর ডেডলাইন নিয়ে শুভেন্দুকে কটাক্ষ বাবুলের - পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়

শুক্রবার জলপাইগুড়ির গাজলডোবাতে সরকারি বৈঠকে যোগ দেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ এদিন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে ৷

ETV Bharat
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Dec 23, 2022, 10:09 PM IST

Updated : Dec 23, 2022, 10:31 PM IST

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

জলপাইগুড়ি, 23 ডিসেম্বর: "উনি হয়তো নিজেকে আদালত ভাবছেন । তাই একের পর এক শুনানির তারিখ দিচ্ছেন ।" রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন নিয়ে তাঁকে এভাবেই কটাক্ষ করলেন পর্যটন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo criticises Suvendu Adhikari) ৷ শুক্রবার গাজলডোবাতে এক সরকারি বৈঠকে যোগ দেন বাবুল ৷

ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, "ওনার তারিখ দেওয়ার পর কী হচ্ছে সবাই তা দেখছে । উনি বারবার তারিখ দিচ্ছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যপার । 14 তারিখ উনি কীসের তারিখ দিয়েছিলেন । উনি একটা করে শুনানির তারিখ দিচ্ছেন । 15 তারিখ ওনার জন্মদিন ছিল, আমারও জন্মদিন ছিল ৷ উনি 14 তারিখ জন্মদিনের পার্টি দিয়েছেন । এমন ডেট দেওয়া যেতে পারে । বিজেপি-তে কী হয় তা আমি জানি । উনি যখন বক্তব্য রাখেন ৷ তখন তাঁর (Babul Supriyo in Gajoldoba) বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই সব বোঝা যায় । মিম ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে ।"

আরও পড়ুন: শুভেন্দুর আচরণ পাগলা কুকুরের মতো, কটাক্ষ কুণালের

দেশে-বিদেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণের ভয় ৷ কোভিডের চতুর্থ ঢেউ এলে রাজ্যের পর্যটন শিল্পে যে ধাক্কা আসবে, তা নিয়ে উদ্বিগ্ন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি জানিয়েছেন এই বিষয়ে সরকার ওয়াকিবহাল ৷ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এদিন গাজোলডোবা ভোরের আলোতে যান বাবুল ৷ জেলাশাসক মৌমিতা গোদারা, বিধায়ক খগেশ্বর রায়, পর্যটন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী ৷ গাজোলডোবাকে আরও কী করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ৷

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

জলপাইগুড়ি, 23 ডিসেম্বর: "উনি হয়তো নিজেকে আদালত ভাবছেন । তাই একের পর এক শুনানির তারিখ দিচ্ছেন ।" রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন নিয়ে তাঁকে এভাবেই কটাক্ষ করলেন পর্যটন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo criticises Suvendu Adhikari) ৷ শুক্রবার গাজলডোবাতে এক সরকারি বৈঠকে যোগ দেন বাবুল ৷

ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, "ওনার তারিখ দেওয়ার পর কী হচ্ছে সবাই তা দেখছে । উনি বারবার তারিখ দিচ্ছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যপার । 14 তারিখ উনি কীসের তারিখ দিয়েছিলেন । উনি একটা করে শুনানির তারিখ দিচ্ছেন । 15 তারিখ ওনার জন্মদিন ছিল, আমারও জন্মদিন ছিল ৷ উনি 14 তারিখ জন্মদিনের পার্টি দিয়েছেন । এমন ডেট দেওয়া যেতে পারে । বিজেপি-তে কী হয় তা আমি জানি । উনি যখন বক্তব্য রাখেন ৷ তখন তাঁর (Babul Supriyo in Gajoldoba) বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই সব বোঝা যায় । মিম ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে ।"

আরও পড়ুন: শুভেন্দুর আচরণ পাগলা কুকুরের মতো, কটাক্ষ কুণালের

দেশে-বিদেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণের ভয় ৷ কোভিডের চতুর্থ ঢেউ এলে রাজ্যের পর্যটন শিল্পে যে ধাক্কা আসবে, তা নিয়ে উদ্বিগ্ন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি জানিয়েছেন এই বিষয়ে সরকার ওয়াকিবহাল ৷ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এদিন গাজোলডোবা ভোরের আলোতে যান বাবুল ৷ জেলাশাসক মৌমিতা গোদারা, বিধায়ক খগেশ্বর রায়, পর্যটন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী ৷ গাজোলডোবাকে আরও কী করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ৷

Last Updated : Dec 23, 2022, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.