জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি : "সরতে তাঁকে হতই"। রাজীব কুমারকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে CID-র ADG পদে বসানো নিয়ে এই মন্তব্য করলেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী না সরালে নির্বাচন কমিশন তাঁকে সরিয়ে দিত।"
গতকাল শিলিগুড়িতে অশোকবাবু বলেন, "তিনি যেই পদেই আসুন, পরিচালনা করেন একজনই।" রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে গেছিলেন কি না সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ঠিক কী হয়েছিল তা আমি জানি না।" তিনি আরও বলেন, "আমরা কাউকে ধরনা মঞ্চে নিয়ে যাই না বা যাবও না। তবে সবকিছুর পরে সদর্থক এটাই যে নির্বাচন কমিশন সরিয়ে দেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীই তাঁকে সরিয়ে দিলেন।"