ETV Bharat / state

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে রাষ্ট্রপতি পুরস্কার ময়নাগুড়ির অরূপার - jalpaiguri

স্বাস্থ্য ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেন অরূপা সাহা ৷ দিল্লিতে আজ বিজ্ঞান ভবনে তাঁর হাতে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় স্বাস্থ্য সচেতেনতা বাড়ানোর জন্যই আজ এই সম্মানে ভূষিত হলেন তিনি ৷

Nightingale award
অরূপা সাহা
author img

By

Published : Dec 6, 2019, 12:07 AM IST

জলপাইগুড়ি, 5 ডিসেম্বর : রাষ্ট্রপতির হাত থেকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন ময়নাগুড়ির অরূপা সাহা । প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় স্বাস্থ্য কর্মী ৷ গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল লাগোয়া এলাকায় 2005 সাল থেকে সচেতেনতা বাড়িয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন তিনি । একটা সময় ছিল প্রতিটি বাড়িতেই সন্তান প্রসব করানো হত । এমন কী ম্যালেরিয়াও ছিল ঘরে ঘরে । এমন অবস্থায় স্বাস্থ্য কর্মী হিসেবে কাজে যোগ দিয়ে আজ সাফল্য পেলেন ময়নাগুড়ির অরূপা সাহা ।

স্বাস্থ্য ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন । দিল্লীতে আজ বিজ্ঞান ভবনে রাস্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ির প্রত্যন্ত রামশাই কাটামাটি স্বাস্থ্য কেন্দ্রের এই স্বাস্থ্য কর্মী । অরূপা সাহা বলেন, "আমি কোনওদিনই ভাবিনি আমি রাষ্ট্রপতির হাত থেকে কোনও পুরস্কার পাব । আজ আমি গর্বিত । একটা সময় ছিল কালামাটি এলাকাতে ঘরে ঘরে সন্তান প্রসব হত । কেউ স্বাস্থ্য কেন্দ্রে যেতে চাইতেন না । আমি সেটা বন্ধ করেছি । এমন কী গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে লাগোয়া বন ও বস্তি গুলোতেও ম্যালেরিয়া ছিল ৷ আজ আমি কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে সচেতেনতা বৃদ্ধি করে সেটাও কম করতে পেরেছি । রাস্তাঘাট তেমন ছিল না । আমাকে অনেক কষ্ট করে সেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে হয়েছে । সাধারণ মানুষকে পরিষেবা দেবার জন্য আমি দাঁতে দাঁতে চেপে কাজ করে গেছি ৷ আজ হয়ত তারই সম্মান পেলাম । "

তিনি আরও বলেন, "উত্তর কালামাটি সাবসেন্টারে ANM (হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল) হিসেবে 2005 সাল থেকে কাজ করছি । আজ দিল্লিতে আমাকে সম্মান জানানো হল ৷ আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল । আগে রাস্তা ছিল না । আমাকে পায়ে হেঁটেই সব এলাকা ঘুরতে হত । পরে ভ্যান-রিকশা করে যেতাম । এই ভাবেই পরিষেবা দিয়ে গেছি।" ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকি দেওয়ান বলেন, খুব ভালো লাগছে একজন কাজের মানুষ এই সম্মান পেলেন ।

জলপাইগুড়ি, 5 ডিসেম্বর : রাষ্ট্রপতির হাত থেকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন ময়নাগুড়ির অরূপা সাহা । প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় স্বাস্থ্য কর্মী ৷ গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল লাগোয়া এলাকায় 2005 সাল থেকে সচেতেনতা বাড়িয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন তিনি । একটা সময় ছিল প্রতিটি বাড়িতেই সন্তান প্রসব করানো হত । এমন কী ম্যালেরিয়াও ছিল ঘরে ঘরে । এমন অবস্থায় স্বাস্থ্য কর্মী হিসেবে কাজে যোগ দিয়ে আজ সাফল্য পেলেন ময়নাগুড়ির অরূপা সাহা ।

স্বাস্থ্য ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন । দিল্লীতে আজ বিজ্ঞান ভবনে রাস্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ির প্রত্যন্ত রামশাই কাটামাটি স্বাস্থ্য কেন্দ্রের এই স্বাস্থ্য কর্মী । অরূপা সাহা বলেন, "আমি কোনওদিনই ভাবিনি আমি রাষ্ট্রপতির হাত থেকে কোনও পুরস্কার পাব । আজ আমি গর্বিত । একটা সময় ছিল কালামাটি এলাকাতে ঘরে ঘরে সন্তান প্রসব হত । কেউ স্বাস্থ্য কেন্দ্রে যেতে চাইতেন না । আমি সেটা বন্ধ করেছি । এমন কী গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে লাগোয়া বন ও বস্তি গুলোতেও ম্যালেরিয়া ছিল ৷ আজ আমি কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে সচেতেনতা বৃদ্ধি করে সেটাও কম করতে পেরেছি । রাস্তাঘাট তেমন ছিল না । আমাকে অনেক কষ্ট করে সেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে হয়েছে । সাধারণ মানুষকে পরিষেবা দেবার জন্য আমি দাঁতে দাঁতে চেপে কাজ করে গেছি ৷ আজ হয়ত তারই সম্মান পেলাম । "

তিনি আরও বলেন, "উত্তর কালামাটি সাবসেন্টারে ANM (হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল) হিসেবে 2005 সাল থেকে কাজ করছি । আজ দিল্লিতে আমাকে সম্মান জানানো হল ৷ আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল । আগে রাস্তা ছিল না । আমাকে পায়ে হেঁটেই সব এলাকা ঘুরতে হত । পরে ভ্যান-রিকশা করে যেতাম । এই ভাবেই পরিষেবা দিয়ে গেছি।" ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকি দেওয়ান বলেন, খুব ভালো লাগছে একজন কাজের মানুষ এই সম্মান পেলেন ।

Intro:জলপাইগুড়ি ঃঃ আদিবাসি অধ্যুষিত গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল লাগোয়া এলাকায় সচেতেনতা বাড়িয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে রাস্ট্রপতির হাত থেকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন ময়নাগুড়ির অরূপা সাহা।Body:প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য কর্মি একটা সময় ছিল প্রতিটি বাড়িতেই সন্তান প্রসব করানো হত।এমনকি ঘরে ম্যালেরিয়া ছিল।এমন অবস্থায় স্বাস্থ্য কর্মি হিসেবে কাজে যোগ দিয়ে আজ সফল স্বাস্থ্য কর্মি অরূপা সাহা।স্বাস্থ্য ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন। দিল্লীতে আজ বিজ্ঞান ভবনে রাস্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পেলেন জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ির প্রত্যন্ত রামশাই কাটামাটি স্বাস্থ্য কেন্দ্রের এই স্বাস্থ্য কর্মি।
Conclusion:অরূপা সাহা জানান আমি কোনদিনই ভাবিনি আমি রাস্ট্রপতির হাত থেকে কোন পুরস্কার পাব।আজ আমি গর্বিত।একটা সময় ছিল কালামাটি এলাকাতে ঘরে ঘরে সন্তান প্রসব হত।কেউ স্বাস্থ্য কেন্দ্রের যেতে চাইতেন না।আমি সেটা বন্ধ করেছি।এমনকি গরুমারা জাতীয় উদ্যানেরর জঙ্গলে লাগোয়া বনবস্তি গুলোতে ম্যালেরিয়া ছিল আজ আমি কস্ট করে বাড়ি বাড়ি গিয়ে সচেতেনতা বৃদ্ধি করে সেটাও কম করতে পেরেছি।রাস্তাঘাট তেমন ছিল না।আমাকে অনেক কস্ট করে সেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে হয়েছে।সাধারন মানুষকে পরিষেবা দেবার জন্য আমি দাঁতে দাঁতে চেপে কাজ করে গেছি আজ হয়ত তারই সম্মান পেলাম।বাড়িতে এক ছেলে সুমিত সাহা
উচ্চমাধ্যমিক এবার। মেয়ে লোপামুদ্রা সাহা এসি কলেজে পরে।আমি আমাাা ছেলে ও স্ব্বামী রাজ গোপাল সাহাকে নিয়ে দিল্লীতে এসেছি।

অরূপা সাহা জানান উত্তর কালামাটি সাবসেন্টার ফাস্ট ANM (হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল)হিসেবে ২০০৫ সাল থেকে কাজ করছি । আজ দিল্লীতে আমাকে সম্মান জানানো হল আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেলে।ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকী দেওয়ান বলেন খিব ভালো লাগছে একজন কাজের মানুষ এই সম্মান পেলেন। তিনি বলেন আগে রাস্তা ছিল না।আমাকে পায়ে হেটেই সব এলাকা ঘুরতে হত।পরে ভ্যান রিক্সা করে যেতাম।এই ভাবেই পরিষেবা দিয়ে গেছি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.