জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনের আগে কর্মী নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার। গতকাল পর্যটনমন্ত্রী গৌতম দেব সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শন শেষে একথা জানান।
গতকাল দুপুরে বিচারপতিরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখেন। এরপর তাঁরা সার্কিট হাউজ়ে গিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বৈঠকে পূর্ত দপ্তর, BSNL সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা ছিলেন।
গত পরশু আইনমন্ত্রী মলয় ঘটক কোচবিহার থেকে জলপাইগুড়িতে আসেন। তিনি বলেন, "জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের জন্য সব রকম পরিকাঠামো রাজ্য সরকার করে দিয়েছে। কেন্দ্র কিছুই করেনি। ১৯৬৩ সাল থেকে চলা আন্দোলনের ফল এটা। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর আমাকে দায়িত্ব দিয়েছিলেন। অস্থায়ী সার্কিট বেঞ্চের জন্য ৪০ কোটি টাকা খরচ হয়েছে। ১১ মার্চ থেকে তার কাজ শুরু হবে। হাইকোর্টের তরফে উদ্বোধনের অনুষ্ঠান হবে।"