ETV Bharat / state

জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের জন্য কর্মী নিয়োগ - cicuit bench

জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনের আগে কর্মী নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার

circuit bench
author img

By

Published : Feb 20, 2019, 3:28 PM IST

জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনের আগে কর্মী নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার। গতকাল পর্যটনমন্ত্রী গৌতম দেব সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শন শেষে একথা জানান।

গতকাল দুপুরে বিচারপতিরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখেন। এরপর তাঁরা সার্কিট হাউজ়ে গিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বৈঠকে পূর্ত দপ্তর, BSNL সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা ছিলেন।

গত পরশু আইনমন্ত্রী মলয় ঘটক কোচবিহার থেকে জলপাইগুড়িতে আসেন। তিনি বলেন, "জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের জন্য সব রকম পরিকাঠামো রাজ্য সরকার করে দিয়েছে। কেন্দ্র কিছুই করেনি। ১৯৬৩ সাল থেকে চলা আন্দোলনের ফল এটা। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর আমাকে দায়িত্ব দিয়েছিলেন। অস্থায়ী সার্কিট বেঞ্চের জন্য ৪০ কোটি টাকা খরচ হয়েছে। ১১ মার্চ থেকে তার কাজ শুরু হবে। হাইকোর্টের তরফে উদ্বোধনের অনুষ্ঠান হবে।"

জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনের আগে কর্মী নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার। গতকাল পর্যটনমন্ত্রী গৌতম দেব সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শন শেষে একথা জানান।

গতকাল দুপুরে বিচারপতিরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখেন। এরপর তাঁরা সার্কিট হাউজ়ে গিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বৈঠকে পূর্ত দপ্তর, BSNL সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা ছিলেন।

গত পরশু আইনমন্ত্রী মলয় ঘটক কোচবিহার থেকে জলপাইগুড়িতে আসেন। তিনি বলেন, "জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের জন্য সব রকম পরিকাঠামো রাজ্য সরকার করে দিয়েছে। কেন্দ্র কিছুই করেনি। ১৯৬৩ সাল থেকে চলা আন্দোলনের ফল এটা। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর আমাকে দায়িত্ব দিয়েছিলেন। অস্থায়ী সার্কিট বেঞ্চের জন্য ৪০ কোটি টাকা খরচ হয়েছে। ১১ মার্চ থেকে তার কাজ শুরু হবে। হাইকোর্টের তরফে উদ্বোধনের অনুষ্ঠান হবে।"

Intro:জলপাইগুড়িঃ কোন শিল্প স্থাপনে বাঁধা সৃস্টি করলে রেয়াত করা হবে।কড়া পদক্ষেপ নেওয়া হবে।শিল্পপতিদের সাথে বৈঠক শেষে এমনি জানালেন জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি।এদিন জলপাইগুড়ি জেলায় শিল্প উদ্যোগীদের নিয়ে বৈঠক করেন পুলিশ সুপার।কোন ব্লকে কোন শিল্পপতিদের কি ধরনের সমস্যায় পরতে হচ্ছে তা নিয়ে পুক্ষনাপুক্ষ আলোচনা করেন পুলিশ সুপার।শিল্পপতিদের সমস্যার কথাও শোনেন।এবং কিভাবে পুলিশের সাহায্য চাই।এবং পুলিশের তরফে সব রকমের সাহায্য করা হবে শিল্পপতিদের জানান পুলিশ সুপার।তিনি জানান আমবাড়ি ও ময়নাগুড়ি শিল্পপতিদের সমস্যা হয়েছিল।আমরা মধ্যস্থতাকারীর কাজ করে কারখানা খুলিয়েছি।  

এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনের কনফারেন্স রুমে পুলিশ সুপার প্রায় ৪০ জন শিল্পপতিদের নিয়ে বৈঠক করেন।পুলিশ সুপারের এমন বৈঠক এই প্রথম।বৈঠক শেষে শিল্পপতিরা জানান পুলিশ প্রশাসন এই ভাবে আমাদের পাশে থাকলে আমাদের কোন সমস্যাই হবে না।এর ফলে শিল্পপতিরা এগিয়ে আসবে শিল স্থাপন করতে।
  শিল্প স্থাপনের ক্ষেত্রে কেউ তোলাবাজি করে বাঁধার সৃষ্টি করা হবে কড়া ব্যবস্থা গ্রহন করা হবে।কোন ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার।  এদিনের বৈঠকে শিল্প পতিদের এই বিষয়ে আশ্বস্ত করেন পুলিশ সুপার।


মাঝে মধ্যেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির শিল্প তালুকে শিল স্থাপন করতে না দেওয়া,  আবার কখন বা ময়নাগুড়ি ব্লকের চুড়াভান্ডারের জুট মিল, তোলাবাজির জেরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। উত্তরপ্রদেশ থেকে আসা শিল্পপতি গত দুই মাস থেকে ওই জায়গায় তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ তুলেছিলেন স্থানীয় কিছু মানুষদের বিরুদ্ধে। এই সকল অভিযোগ আসার পরেই পুলিশ নড়েচড়ে বসেছিল  এবং পুলিশ শিল্পপতিদের কাজ করতে সাহায্য করেছিল।ফের যাতে এমন কোন সমস্যা না হয় বা সমস্যা হচ্ছে কিনা তা জানার জন্যই এই বৈঠক।

এদিন বৈঠক শেষে নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক সুরোজিত পাল বলেন জলপাইগুড়ি জেলায় অনেক শিল্প স্থাপন হচ্ছে।  গত ছয় মাসে কেবল রাজগঞ্জ ব্লকেই  ২৮২ কোটি টাকা ইনভেস্ট করেছেন তাদের সংগঠনের সদস্যরা। আবার উত্তরবঙ্গ জুরে ৪৯৮ কোটি টাকা লগ্নি হয়েছে। ভিন রাজ্যের শিল্পপতিরা এই জেলাতে শিল্প তৈরি করতে চাইছেন। এমনকি জাপানের একটি কোম্পানী এই জেলায় শিল্প করতে আগ্রহী। পুলিশের এমন উদ্যোগ 
সাধুবাদ যোগ্য।আগামী ছয় মাসে আরো ৩০০ কোটি টাকা বিয়োগে হবে জেলাতে। পুলিশ প্রশাসন এভাবে সাহায্য করলে আমাদের শিল্প স্থাপনে সুবিধা হবে।এবং জাইরে থেকেও ইনেকে শিল্প করতে আসবেন।



Body:জলপাইগুড়িঃ কোন শিল্প স্থাপনে বাঁধা সৃস্টি করলে রেয়াত করা হবে।কড়া পদক্ষেপ নেওয়া হবে।শিল্পপতিদের সাথে বৈঠক শেষে এমনি জানালেন জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি।এদিন জলপাইগুড়ি জেলায় শিল্প উদ্যোগীদের নিয়ে বৈঠক করেন পুলিশ সুপার।কোন ব্লকে কোন শিল্পপতিদের কি ধরনের সমস্যায় পরতে হচ্ছে তা নিয়ে পুক্ষনাপুক্ষ আলোচনা করেন পুলিশ সুপার।শিল্পপতিদের সমস্যার কথাও শোনেন।এবং কিভাবে পুলিশের সাহায্য চাই।এবং পুলিশের তরফে সব রকমের সাহায্য করা হবে শিল্পপতিদের জানান পুলিশ সুপার।তিনি জানান আমবাড়ি ও ময়নাগুড়ি শিল্পপতিদের সমস্যা হয়েছিল।আমরা মধ্যস্থতাকারীর কাজ করে কারখানা খুলিয়েছি।  

এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনের কনফারেন্স রুমে পুলিশ সুপার প্রায় ৪০ জন শিল্পপতিদের নিয়ে বৈঠক করেন।পুলিশ সুপারের এমন বৈঠক এই প্রথম।বৈঠক শেষে শিল্পপতিরা জানান পুলিশ প্রশাসন এই ভাবে আমাদের পাশে থাকলে আমাদের কোন সমস্যাই হবে না।এর ফলে শিল্পপতিরা এগিয়ে আসবে শিল স্থাপন করতে।
  শিল্প স্থাপনের ক্ষেত্রে কেউ তোলাবাজি করে বাঁধার সৃষ্টি করা হবে কড়া ব্যবস্থা গ্রহন করা হবে।কোন ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার।  এদিনের বৈঠকে শিল্প পতিদের এই বিষয়ে আশ্বস্ত করেন পুলিশ সুপার।


মাঝে মধ্যেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির শিল্প তালুকে শিল স্থাপন করতে না দেওয়া,  আবার কখন বা ময়নাগুড়ি ব্লকের চুড়াভান্ডারের জুট মিল, তোলাবাজির জেরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। উত্তরপ্রদেশ থেকে আসা শিল্পপতি গত দুই মাস থেকে ওই জায়গায় তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ তুলেছিলেন স্থানীয় কিছু মানুষদের বিরুদ্ধে। এই সকল অভিযোগ আসার পরেই পুলিশ নড়েচড়ে বসেছিল  এবং পুলিশ শিল্পপতিদের কাজ করতে সাহায্য করেছিল।ফের যাতে এমন কোন সমস্যা না হয় বা সমস্যা হচ্ছে কিনা তা জানার জন্যই এই বৈঠক।

এদিন বৈঠক শেষে নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক সুরোজিত পাল বলেন জলপাইগুড়ি জেলায় অনেক শিল্প স্থাপন হচ্ছে।  গত ছয় মাসে কেবল রাজগঞ্জ ব্লকেই  ২৮২ কোটি টাকা ইনভেস্ট করেছেন তাদের সংগঠনের সদস্যরা। আবার উত্তরবঙ্গ জুরে ৪৯৮ কোটি টাকা লগ্নি হয়েছে। ভিন রাজ্যের শিল্পপতিরা এই জেলাতে শিল্প তৈরি করতে চাইছেন। এমনকি জাপানের একটি কোম্পানী এই জেলায় শিল্প করতে আগ্রহী। পুলিশের এমন উদ্যোগ 
সাধুবাদ যোগ্য।আগামী ছয় মাসে আরো ৩০০ কোটি টাকা বিয়োগে হবে জেলাতে। পুলিশ প্রশাসন এভাবে সাহায্য করলে আমাদের শিল্প স্থাপনে সুবিধা হবে।এবং জাইরে থেকেও ইনেকে শিল্প করতে আসবেন।



Conclusion:জলপাইগুড়িঃ কোন শিল্প স্থাপনে বাঁধা সৃস্টি করলে রেয়াত করা হবে।কড়া পদক্ষেপ নেওয়া হবে।শিল্পপতিদের সাথে বৈঠক শেষে এমনি জানালেন জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি।এদিন জলপাইগুড়ি জেলায় শিল্প উদ্যোগীদের নিয়ে বৈঠক করেন পুলিশ সুপার।কোন ব্লকে কোন শিল্পপতিদের কি ধরনের সমস্যায় পরতে হচ্ছে তা নিয়ে পুক্ষনাপুক্ষ আলোচনা করেন পুলিশ সুপার।শিল্পপতিদের সমস্যার কথাও শোনেন।এবং কিভাবে পুলিশের সাহায্য চাই।এবং পুলিশের তরফে সব রকমের সাহায্য করা হবে শিল্পপতিদের জানান পুলিশ সুপার।তিনি জানান আমবাড়ি ও ময়নাগুড়ি শিল্পপতিদের সমস্যা হয়েছিল।আমরা মধ্যস্থতাকারীর কাজ করে কারখানা খুলিয়েছি।  

এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনের কনফারেন্স রুমে পুলিশ সুপার প্রায় ৪০ জন শিল্পপতিদের নিয়ে বৈঠক করেন।পুলিশ সুপারের এমন বৈঠক এই প্রথম।বৈঠক শেষে শিল্পপতিরা জানান পুলিশ প্রশাসন এই ভাবে আমাদের পাশে থাকলে আমাদের কোন সমস্যাই হবে না।এর ফলে শিল্পপতিরা এগিয়ে আসবে শিল স্থাপন করতে।
  শিল্প স্থাপনের ক্ষেত্রে কেউ তোলাবাজি করে বাঁধার সৃষ্টি করা হবে কড়া ব্যবস্থা গ্রহন করা হবে।কোন ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার।  এদিনের বৈঠকে শিল্প পতিদের এই বিষয়ে আশ্বস্ত করেন পুলিশ সুপার।


মাঝে মধ্যেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির শিল্প তালুকে শিল স্থাপন করতে না দেওয়া,  আবার কখন বা ময়নাগুড়ি ব্লকের চুড়াভান্ডারের জুট মিল, তোলাবাজির জেরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। উত্তরপ্রদেশ থেকে আসা শিল্পপতি গত দুই মাস থেকে ওই জায়গায় তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ তুলেছিলেন স্থানীয় কিছু মানুষদের বিরুদ্ধে। এই সকল অভিযোগ আসার পরেই পুলিশ নড়েচড়ে বসেছিল  এবং পুলিশ শিল্পপতিদের কাজ করতে সাহায্য করেছিল।ফের যাতে এমন কোন সমস্যা না হয় বা সমস্যা হচ্ছে কিনা তা জানার জন্যই এই বৈঠক।

এদিন বৈঠক শেষে নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক সুরোজিত পাল বলেন জলপাইগুড়ি জেলায় অনেক শিল্প স্থাপন হচ্ছে।  গত ছয় মাসে কেবল রাজগঞ্জ ব্লকেই  ২৮২ কোটি টাকা ইনভেস্ট করেছেন তাদের সংগঠনের সদস্যরা। আবার উত্তরবঙ্গ জুরে ৪৯৮ কোটি টাকা লগ্নি হয়েছে। ভিন রাজ্যের শিল্পপতিরা এই জেলাতে শিল্প তৈরি করতে চাইছেন। এমনকি জাপানের একটি কোম্পানী এই জেলায় শিল্প করতে আগ্রহী। পুলিশের এমন উদ্যোগ 
সাধুবাদ যোগ্য।আগামী ছয় মাসে আরো ৩০০ কোটি টাকা বিয়োগে হবে জেলাতে। পুলিশ প্রশাসন এভাবে সাহায্য করলে আমাদের শিল্প স্থাপনে সুবিধা হবে।এবং জাইরে থেকেও ইনেকে শিল্প করতে আসবেন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.