ETV Bharat / state

সফল কার্যপ্রণালী অনুষ্ঠান, সার্কিট বেঞ্চ চালুর দিন থাকবেন প্রধান বিচারপতি - mamata banerjee

আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী উদযাপন হল। আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

সফল কার্যপ্রণালী অনুষ্ঠান
author img

By

Published : Mar 9, 2019, 7:37 PM IST

জলপাইগুড়ি, ৯ মার্চ : আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী উদযাপন হল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আজকের এই অনুষ্ঠানে সবাই আসার ফলে একটা আলাদা মাত্রা পেয়েছে। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি।" আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তাঁর বক্তব্যে বলেন, "আগেই প্রধানমন্ত্রী এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন। এখন আমরা কার্যকারিতা শুরুর অনুষ্ঠান করলাম। প্রধানমন্ত্রী আমাদের বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।"

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, "আমি আজ খুব খুশি। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেছেন। আপাতত ৪ জেলা নিয়ে এই বেঞ্চ কাজ করবে। এই বেঞ্চের ফলে আইনজীবীরা প্র্যাকটিস করতে পারবেন। ৫৫ বছর আগে দাবি শুরু হয়েছিল। ক্রমাগত প্রচেষ্টার ফল এই সার্কিট বেঞ্চ। এখানকার আইনজীবীরা হাইকোর্টের নিয়মকানুন জানে না তাঁদের ট্রেনিং দিতে হবে।"

১১-১৫ মার্চ পর্যন্ত টানা চলবে সার্কিট বেঞ্চের কাজ। কাজ শুরুর প্রথমদিন প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ছাড়াও থাকবেন বিচারপতি মহম্মদ মুমতাজ খান, বিচারপতি অরিন্দম মুখার্জি ও বিচারপতি মধুমতি মিত্র। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে একটি ডিভিশন বেঞ্চ এবং দুটি সিঙ্গল বেঞ্চ থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলার মামলাগুলির শুনানি এই সার্কিট বেঞ্চে হবে। ইতিমধ্যেই জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নামে আত্মপ্রকাশ করেছে।

জলপাইগুড়ি, ৯ মার্চ : আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী উদযাপন হল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আজকের এই অনুষ্ঠানে সবাই আসার ফলে একটা আলাদা মাত্রা পেয়েছে। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি।" আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তাঁর বক্তব্যে বলেন, "আগেই প্রধানমন্ত্রী এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন। এখন আমরা কার্যকারিতা শুরুর অনুষ্ঠান করলাম। প্রধানমন্ত্রী আমাদের বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।"

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, "আমি আজ খুব খুশি। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেছেন। আপাতত ৪ জেলা নিয়ে এই বেঞ্চ কাজ করবে। এই বেঞ্চের ফলে আইনজীবীরা প্র্যাকটিস করতে পারবেন। ৫৫ বছর আগে দাবি শুরু হয়েছিল। ক্রমাগত প্রচেষ্টার ফল এই সার্কিট বেঞ্চ। এখানকার আইনজীবীরা হাইকোর্টের নিয়মকানুন জানে না তাঁদের ট্রেনিং দিতে হবে।"

১১-১৫ মার্চ পর্যন্ত টানা চলবে সার্কিট বেঞ্চের কাজ। কাজ শুরুর প্রথমদিন প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ছাড়াও থাকবেন বিচারপতি মহম্মদ মুমতাজ খান, বিচারপতি অরিন্দম মুখার্জি ও বিচারপতি মধুমতি মিত্র। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে একটি ডিভিশন বেঞ্চ এবং দুটি সিঙ্গল বেঞ্চ থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলার মামলাগুলির শুনানি এই সার্কিট বেঞ্চে হবে। ইতিমধ্যেই জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নামে আত্মপ্রকাশ করেছে।

Intro:জলপাইগুড়ি : মাতৃবিয়োগ হয়েছে। তাতে কি আবেগকে ধরে রাখতে পারেনি তপন বাবু।দির্ঘ আন্দোলনের ফল এই সার্কিট বেঞ্চ। সাদা থান পরেই সার্কিট বেঞ্চের সামনে সেলফি নিলেন। কার্যকারিতার শুরুর অনুষ্ঠানকে চাক্ষুস করতে হাজির হয়েছিলেন জলপাইগুড়ি বার এ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক তথা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ দাবি আদায় কমিটির সাধারন সম্পাদক তপন ভট্টাচার্য।

 হাতে কুশাসন নিয়েই সার্কিট বেঞ্চের অনুষ্ঠানের উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তপন ভট্টাচার্য।  গত ৩ তারিখে মাতৃ বিয়োগ হয়েছে তপন ভট্টাচার্যের। জলপাইগুড়ি সার্কিটবেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক তপন ভট্টাচার্য জানান এতদিনের আন্দোলনের ফসল আমাদের এই সার্কিট বেঞ্চ তার কার্যপ্রনালী শুরু হতে চলেছে আমরা খুব খুশি।তাই আর বাড়িতে বসে থাকতে পারলাম না চলে এলাম। কয়েকদিন বাড়ির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন তপন বাবু।আজ কিন্তু বেরিয়ে পরলেন।সার্কিট বেঞ্চের চালু হচ্ছে।সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে রীতিমত হাজি তপন ভট্টাচার্য।   
  তপন ভট্টাচার্য জানান মায়েরও ইচ্ছে ছিল সার্কিটবেঞ্চের এই অনুষ্ঠান দেখবেন। কিন্তু তা আর হল না। অসুস্থ অবস্থায় ৮৫ বছর বয়সে মা রেবা ভট্টাচার্যএর চলে গেলেন।দির্ঘদিন ধরেই সার্কুট বেঞ্চের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তপন ভট্টাচার্য। দলমত নির্বিশেষে, ক্লাব,ব্যবসায়ী সংগঠন সবাইকে নিয়ে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ দাবি আদায় কমিটি তৈরী করে আন্দোলনের সরিক তপন ভট্টাচার্য জানান মা আজ বেঁচে থাকলে খুশি হতেন। সার্কিট বেঞ্চ চালু হচ্ছে খবরটা মা শোনার পরেই বলেছিলেন আমিও যাব অনুষ্ঠান দেখতে।আজ ইতিহাসের সাক্ষী থাকার দিন।  মায়ের স্মৃতি তর্পন করতেই আসা।শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখে শেষে সার্কিট বেঞ্চের সামনে সেলফিও তুললেন তপন ভট্টাচার্য।



Body:WB_JAL_09DEC_8000_CIRCUIT_BENCH_SELFI_ABHIJIT_7203427


Conclusion:WB_JAL_09DEC_8000_CIRCUIT_BENCH_SELFI_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.