ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ কিশোরের বিরুদ্ধে, অন্তঃসত্ত্বা যুবতি - বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

দেড় বছর ধরে রায়পুর চা বাগানের ওই যুবতির সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিল কিশোরের । এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে । বর্তমানে যুবতি তিন মাসের গর্ভবতী বলে দাবি পরিবারের ।

jalpaiguri
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস
author img

By

Published : Feb 7, 2020, 11:27 PM IST

জলপাইগুড়ি, 7 ফেব্রুয়ারি : যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে । তিন মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতি । ওই কিশোরের বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ করেছে যুবতির পরিবার । জলপাইগুড়ির সদর ব্লকের রায়পুর চা বাগানের ঘটনা ।

যুবতির পরিবারের অভিযোগ দেড় বছর ধরে রায়পুর চা বাগানের ওই যুবতির সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিল কিশোরের । এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে । বর্তমানে যুবতি তিন মাসের গর্ভবতী বলে দাবি যুবতির পরিবারের ।

যুবতির পরিবারের অভিযোগ, কিশোরের পরিবারকে বিষয়টি জানানো হলে তারা বেঁকে বসে । ছেলের বিয়ের বয়স না হওয়ায় তারা বিয়ে দিতে রাজি নয় । কয়েকবার সমস্যা সমাধানের চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি । তাই বাধ্য হয়েই মহিলা থানার দ্বারস্থ হয় যুবতির পরিবার । যুবতির দাদা বলেন, "ন্যায় বিচার চাই ৷"

এদিকে পুলিশ জানিয়েছে, ওই কিশোরকে থানায় আনা হয়েছে । যুবতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে । অভিযুক্ত কিশোরকে আগামীকাল জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে ।

জলপাইগুড়ি, 7 ফেব্রুয়ারি : যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে । তিন মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতি । ওই কিশোরের বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ করেছে যুবতির পরিবার । জলপাইগুড়ির সদর ব্লকের রায়পুর চা বাগানের ঘটনা ।

যুবতির পরিবারের অভিযোগ দেড় বছর ধরে রায়পুর চা বাগানের ওই যুবতির সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিল কিশোরের । এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে । বর্তমানে যুবতি তিন মাসের গর্ভবতী বলে দাবি যুবতির পরিবারের ।

যুবতির পরিবারের অভিযোগ, কিশোরের পরিবারকে বিষয়টি জানানো হলে তারা বেঁকে বসে । ছেলের বিয়ের বয়স না হওয়ায় তারা বিয়ে দিতে রাজি নয় । কয়েকবার সমস্যা সমাধানের চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি । তাই বাধ্য হয়েই মহিলা থানার দ্বারস্থ হয় যুবতির পরিবার । যুবতির দাদা বলেন, "ন্যায় বিচার চাই ৷"

এদিকে পুলিশ জানিয়েছে, ওই কিশোরকে থানায় আনা হয়েছে । যুবতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে । অভিযুক্ত কিশোরকে আগামীকাল জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে ।

Intro:জলপাইগুড়ি ঃ- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে।তিন মাসের অন্তঃসত্ত্বা যুবতি।নাবালকের বিরুদ্ধে মহিলা থানার দ্বারস্থ যুবতির পরিবার।জলপাইগুড়ির সদএ ব্লকের রায়পুর চা বাগানের এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
Body:অভিযোগ দেড় বছর ধরে রায়পুর চা বাগানের এক যুবতির সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে নাবালকটি।এরপর সহবাস করে।বর্তমানে যুবতি তিন মাসের গর্ভবতী বলে দাবি পরিবারের।অভিযোগের তীর প্রতিবেশি এক চা বাগানের নাবালকের বিরুদ্ধে।

যুবতির দাদার অভিযোগ
তাদের চা বাগানের এক নাবালকের সাথে তার বোনের ভালোবাসার সম্পর্ক হয় । এরপর দেখা যায় বোন গর্ভবতী হয়ে পরেছে।এরপর নাবালকের পরিবারকে বিষয়টি জানানো হলে তারা বেঁকে বসে।ছেলের বয়স না হওয়ায় তারা বিয়ে দিতে রাজি নন।২১ বছরের আগে নাবালক বিয়ে করতে রাজি হয়নি। কয়েকবার সমস্যা সমাধানের চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই মহিলা থানাএ দ্বারস্থ হয়েছেন তারা।Conclusion:যুবতির দাদার দাবি নাবালকটি যদি বয়স না হবার আগেই বাবা হতে পারে তাহলে কেন বিয়ে করতে পারবে না।এমন অবস্থায় কে বিয়ে করতে তার বোনকে।ন্যায় বিচারকের আসায় শুক্রবার রাতে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তারা। যুবতির দাদা বলেন, "ন্যায় বিচার চাই"।

এদিকে পুলিশ জানিয়েছেন, ওই কিশোরকে থানায় আনা হয়েছে। যুবতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অভিযুক্ত কিশোরকে আগামিকাল জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.