ETV Bharat / state

Amit Shah visits Tin Bigha Corridor: তিন বিঘায় অমিত শাহ, নিরাপত্তার কড়াকড়ি বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরে

তিন বিঘায় গেলেন অমিত শাহ (Amit Shah visits Tin Bigha Corridor)৷ সেই কারণে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরে ৷

amit-shah-visits-tin-bigha-corridor-at-jalpaiguri
তিন বিঘায় অমিত শাহ
author img

By

Published : May 6, 2022, 9:52 AM IST

Updated : May 6, 2022, 12:30 PM IST

জলপাইগুড়ি, 6 মে: তিন বিঘা করিডর পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah visits Tin Bigha Corridor)। তাঁর সফরের আগেই সাজিয়ে তোলা হয় তিন বিঘাকে । বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত তিন বিঘা করিডরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে (Jalpaiguri news)। তিন বিঘার কয়েক কিলোমিটার আগে থেকেই যাতায়াতের উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bengal visit) বাগডোগরা থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে করে 9.25-এ তিন বিঘা হেলিপ্যাডে নামেন । এরপর তিনি হেলিপ্যাড থেকে সড়কপথে চলে যান তিন বিঘা কনফারেন্স রুমে । সকাল 9.30 থেকে 10.40 মিনিট পর্যন্ত তিন বিঘাতে থাকবেন অমিত শাহ । 1 ঘণ্টা 10 মনিট তিন বিঘাতে থাকার পর 10.52-তে সড়কপথে হেলিপ্যাডে যাবেন তিনি । এরপর আকাশপথে 11.25-এ বাগডোগরাতে নামবেন । বাগডোগরা থেকে তিনি কলকাতার উদ্দেশে রওনা হবেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Shah to visit Sourav's Residence: শুক্রে সৌরভের বাড়ি যাচ্ছেন শাহ ! শুরু রাজনৈতিক জল্পনা

বিএসএফ উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার জলপাইগুড়ি সেক্টরের 6নং ব্যাটালিয়ানের অন্তর্গত এই তিন বিঘাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে । উল্লেখ্য, গত 2015 সালের 31 মার্চ তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময়ের আগে তিন বিঘা করিডর পরিদর্শনে গিয়েছিলেন । এ বার তিন বিঘা করিডরে গেলেন অমিত শাহ । বিএসএফ-এর পক্ষ থেকে তিন বিঘার কাছেই হেলিপ্যাড ভিআইপি-দের জন্য তৈরি থাকে সব সময়র জন্য । সেখানেই নামেন স্বরাষ্ট্রমন্ত্রী । বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের নিয়ন্ত্রণাধীন হলেও তিন বিঘা করিডর কোচবিহার জেলার অংশ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দফতরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকও স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন ৷

জলপাইগুড়ি, 6 মে: তিন বিঘা করিডর পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah visits Tin Bigha Corridor)। তাঁর সফরের আগেই সাজিয়ে তোলা হয় তিন বিঘাকে । বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত তিন বিঘা করিডরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে (Jalpaiguri news)। তিন বিঘার কয়েক কিলোমিটার আগে থেকেই যাতায়াতের উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bengal visit) বাগডোগরা থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে করে 9.25-এ তিন বিঘা হেলিপ্যাডে নামেন । এরপর তিনি হেলিপ্যাড থেকে সড়কপথে চলে যান তিন বিঘা কনফারেন্স রুমে । সকাল 9.30 থেকে 10.40 মিনিট পর্যন্ত তিন বিঘাতে থাকবেন অমিত শাহ । 1 ঘণ্টা 10 মনিট তিন বিঘাতে থাকার পর 10.52-তে সড়কপথে হেলিপ্যাডে যাবেন তিনি । এরপর আকাশপথে 11.25-এ বাগডোগরাতে নামবেন । বাগডোগরা থেকে তিনি কলকাতার উদ্দেশে রওনা হবেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Shah to visit Sourav's Residence: শুক্রে সৌরভের বাড়ি যাচ্ছেন শাহ ! শুরু রাজনৈতিক জল্পনা

বিএসএফ উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার জলপাইগুড়ি সেক্টরের 6নং ব্যাটালিয়ানের অন্তর্গত এই তিন বিঘাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে । উল্লেখ্য, গত 2015 সালের 31 মার্চ তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময়ের আগে তিন বিঘা করিডর পরিদর্শনে গিয়েছিলেন । এ বার তিন বিঘা করিডরে গেলেন অমিত শাহ । বিএসএফ-এর পক্ষ থেকে তিন বিঘার কাছেই হেলিপ্যাড ভিআইপি-দের জন্য তৈরি থাকে সব সময়র জন্য । সেখানেই নামেন স্বরাষ্ট্রমন্ত্রী । বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের নিয়ন্ত্রণাধীন হলেও তিন বিঘা করিডর কোচবিহার জেলার অংশ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দফতরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকও স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন ৷

Last Updated : May 6, 2022, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.