জলপাইগুড়ি, 16 জুন : তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য । 15 সেপ্টেম্বর পর্যন্ত সেগুলি বন্ধ থাকবে । এই তিন মাসের জন্য জঙ্গলে ঢুকতে পারবেন না পর্যটকরা ।
দার্জিলিঙের মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য সহ নেওরাভ্যালি জাতীয় উদ্যানেও আগামী তিনমাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না ।
গোরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নিশা গোস্বামী বলেন, “16 জুন থেকে তিন মাস জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে । জুন থেকে অগাস্ট অর্থাৎ বর্ষাকাল হল বন্যপ্রাণীদের প্রজননের সময় । তাই তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণেই প্রতি বছর বহিরাগতদের জঙ্গলে প্রবেশ বন্ধ থাকে । তবে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের প্রতিটি বন-বাংলো বন্ধ থাকলেও ধুপঝোরা, কালীপুর ইকোভিলেজ খোলা থাকবে পর্যটকদের জন্য । গোরুমারা জাতীয় উদ্যানের কালিপুর ইকোভিলেজ, ধুপঝোরার গাছবাড়ি যেহেতু জঙ্গলের বাইরে তাই সেখানে পর্যটকরা প্রবেশ করতে পারবে।"