ETV Bharat / state

তুস বস্তার আড়ালে বিহারে মদ পাচারের চেষ্টা - alcohol trafficiking

তুসের বস্তার আড়ালে পাচার হচ্ছিল মদ । গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগেই ট্রাকটিকে আটক করে পুলিশ । উদ্ধার হওয়া মদের মূল্য প্রায় ২০ লাখ টাকা ।

aa
উদ্ধার হওয়া মদ
author img

By

Published : Mar 11, 2020, 6:48 AM IST

জলপাইগুড়ি, 11 মার্চ : তুস বস্তার আড়ালে ট্রাকে করে পাচার করা হচ্ছিল মদ । তবে পাচারের আগেই ট্রাকটিকে আটক করে পুলিশ । ট্রাক থেকে উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য প্রায় 20 লাখ টাকা ৷ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে । পলাতক ট্রাক চালক ।

পাচারের কথা গোপন সূত্রে জানতে পারে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ৷ সেই মতো জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালানো হয় । সন্দেহ হওয়ায় ডুয়ার্স থেকে বিহারগামী একটি ছোটো ট্রাককে আটক করা হয় ৷ এরপরেই পুলিশের নজরে পড়ে ট্রাকটির মধ্য়ে রয়েছে অনেকগুলো তুসের বস্তা ৷ তল্লাশি চালাতেই দেখা যায় বস্তাগুলির আড়ালে রয়েছে মদের পেটি ৷

জলপাইগুড়ি কোতয়ালি থানার IC বিশ্বাশ্রয় সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই ট্রাকটিকে জাতীয় সড়কের ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ে আটকানো হয়েছিল ৷ তুসের বস্তার আড়ালে প্রায় ২০ লাখ টাকার মদ পাচার করা হচ্ছিল । ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

জলপাইগুড়ি, 11 মার্চ : তুস বস্তার আড়ালে ট্রাকে করে পাচার করা হচ্ছিল মদ । তবে পাচারের আগেই ট্রাকটিকে আটক করে পুলিশ । ট্রাক থেকে উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য প্রায় 20 লাখ টাকা ৷ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে । পলাতক ট্রাক চালক ।

পাচারের কথা গোপন সূত্রে জানতে পারে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ৷ সেই মতো জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালানো হয় । সন্দেহ হওয়ায় ডুয়ার্স থেকে বিহারগামী একটি ছোটো ট্রাককে আটক করা হয় ৷ এরপরেই পুলিশের নজরে পড়ে ট্রাকটির মধ্য়ে রয়েছে অনেকগুলো তুসের বস্তা ৷ তল্লাশি চালাতেই দেখা যায় বস্তাগুলির আড়ালে রয়েছে মদের পেটি ৷

জলপাইগুড়ি কোতয়ালি থানার IC বিশ্বাশ্রয় সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই ট্রাকটিকে জাতীয় সড়কের ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ে আটকানো হয়েছিল ৷ তুসের বস্তার আড়ালে প্রায় ২০ লাখ টাকার মদ পাচার করা হচ্ছিল । ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.