ETV Bharat / state

ফের ধূপগুড়িতে বোল্ডার বোঝাই লরির ধাক্কায় পথ দুর্ঘটনা - ময়নাগুড়ি

ধুপগুড়িতে ফের বেপরোয়া বোল্ডার বোঝাই লরির সঙ্গে ট্যাঙ্কারের ধাক্কা ৷ ঘটনার জেরে সেতুটিতে যান চলাচল বন্ধ থাকায় অপর সেতু দিয়ে যান চলাচল করানো হচ্ছে ।

again road accident at dhupgudi in jalpaiguri
ফের ধূপগুড়িতে বোল্ডার বোঝাই লরির ধাক্কায় পথ দুর্ঘটনা
author img

By

Published : Mar 9, 2021, 1:35 PM IST

ধূপগুড়ি, 9 মার্চ : জলঢাকা এলাকায় বোল্ডার বোঝাই লরির দুর্ঘটনা অব্যাহত । গত 19 জানুয়ারি এক সঙ্গে 14 জনের মৃত্যুর ঘটনা পর মঙ্গলবার সকালে জলঢাকা নদীর উপর নতুন সেতুতে ট্যাঙ্কারের সঙ্গে লরির ধাক্কা । হতাহতের কোনও খবর নেই । তবে ঘটনার জেরে জলঢাকা সেতুতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে ।

পুলিশ সূত্রে খবর, ময়নাগুড়ির দিক থেকে আসা দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারে অতিদাহ্য স্পিরিট ছিল । অপর গাড়িটি ছিল বোল্ডার বোঝাই । অভিযোগ উঠেছে পাথর বোঝাই লরিটি ভুল রাস্তায় বেপরোয়াভাবে ছুটছিল । আর তার জন্যই মুখোমুখি সংঘর্ষ হয় । খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় । ঘটনার জেরে সেতুটিতে যান চলাচল বন্ধ থাকায় অপর সেতু দিয়ে যান চলাচল করানো হচ্ছে ।

ফের ধূপগুড়িতে বোল্ডার বোঝাই লরির ধাক্কায় পথ দুর্ঘটনা

আরও পড়ুন : ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য গত 19 জানুয়ারি এই জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় বোল্ডার বোঝাই লরির সঙ্গে দুর্ঘটনায় চারটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল । মৃত্যু হয়েছিল 14 জনের । তারপরেও বোল্ডার বোঝাই লরির গতি নিয়ন্ত্রিত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ ।

ধূপগুড়ি, 9 মার্চ : জলঢাকা এলাকায় বোল্ডার বোঝাই লরির দুর্ঘটনা অব্যাহত । গত 19 জানুয়ারি এক সঙ্গে 14 জনের মৃত্যুর ঘটনা পর মঙ্গলবার সকালে জলঢাকা নদীর উপর নতুন সেতুতে ট্যাঙ্কারের সঙ্গে লরির ধাক্কা । হতাহতের কোনও খবর নেই । তবে ঘটনার জেরে জলঢাকা সেতুতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে ।

পুলিশ সূত্রে খবর, ময়নাগুড়ির দিক থেকে আসা দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারে অতিদাহ্য স্পিরিট ছিল । অপর গাড়িটি ছিল বোল্ডার বোঝাই । অভিযোগ উঠেছে পাথর বোঝাই লরিটি ভুল রাস্তায় বেপরোয়াভাবে ছুটছিল । আর তার জন্যই মুখোমুখি সংঘর্ষ হয় । খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় । ঘটনার জেরে সেতুটিতে যান চলাচল বন্ধ থাকায় অপর সেতু দিয়ে যান চলাচল করানো হচ্ছে ।

ফের ধূপগুড়িতে বোল্ডার বোঝাই লরির ধাক্কায় পথ দুর্ঘটনা

আরও পড়ুন : ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য গত 19 জানুয়ারি এই জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় বোল্ডার বোঝাই লরির সঙ্গে দুর্ঘটনায় চারটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল । মৃত্যু হয়েছিল 14 জনের । তারপরেও বোল্ডার বোঝাই লরির গতি নিয়ন্ত্রিত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.