ETV Bharat / state

Abhishek Banerjee: 'বিজেপি ভাঙা অডিয়ো, তৃণমূল হাই কোয়ালিটির ডিভিডি', মন্তব্য অভিষেকের

author img

By

Published : Apr 29, 2023, 6:54 PM IST

তৃণমূলের নব জোয়ার জন সংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তাঁর কর্মসূচি ছিল জলপাইগুড়ি জেলায় ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি, 29 এপ্রিল: "বিজেপি হচ্ছে ভাঙা অডিয়ো ক্যাসেট । শোনা যায় দেখা যায় না । তৃণমূল কংগ্রেস হল হাই কোয়ালিটির ডিভিডি। দেখাও যায়, কাজ করেও দেখায় ।" শনিবার জলপাইগুড়ির ভোটপট্টির রাজারহাটের সভা থেকে এই মন্তব্যই করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিতে এই মুহূর্তে জলপাইগুড়িতে রয়েছেন অভিষেক ৷

দলের এই কর্মসূচি থেকে আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য গণভোটের মাধ্যমে প্রার্থীদের নাম নেওয়া হবে আগেই জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ এদিন তিনি ফের বলেন, "আমি ভোট চাইতে আসিনি, লোকসভা নির্বাচন হতে এখনও সময় রয়েছে । আমি তাও এসেছি । আগামী দিন প্রার্থী কে হবে তা চয়নের অধিকার রয়েছে সাধারণ মানুষের । মানুষ যাঁকে মান্যতা দেবে তাঁকেই তৃণমূল প্রার্থী করবে । এর জন্য আমার দরকার ছিল না । অন্য কেউ আসত আপনাদের মতামত নিত । আমরা মনে করি আগামী দিন মানুষের পঞ্চায়েত গড়তে ব্লকের নেতা সিদ্ধান্ত নেবে না, সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবেন । ব্যালটে আমরা গোপনভাবে নাম তুলে নিতে চাইছি ।"

এদিনের সভা থেকে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন অভিষেক ৷ জানান, 2019 সালে উত্তরবঙ্গ থেকে জিতে যিনি কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি চিঠি লিখে বাংলার টাকা আটকে দিতে বলেছেন ৷ একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেও এদিন ফের অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ জানান, দিল্লির কাছে বাংলা মাথা নত করবে না ৷ তাঁর অভিযোগ, একমাত্র বাংলার প্রাপ্য টাকাই দিল্লি আটকে রেখেছে ৷ রাজ্যের প্রাপ্য বকেয়া টাকার দাবিতে কেন্দ্র 1 কোটি চিঠি পাঠানো হবে বলেও এদিন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কটাক্ষ, কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা তৈরির টাকা আছে, প্রচারের টাকা আছে কিন্তু গরিব মানুষের 100 দিনের কাজের জন্য দেওয়ার টাকা নেই ৷

আরও পড়ুন: অভিষেকের জনসংযোগ যাত্রায় ময়নাগুড়িতে জনপ্লাবন

জলপাইগুড়ি, 29 এপ্রিল: "বিজেপি হচ্ছে ভাঙা অডিয়ো ক্যাসেট । শোনা যায় দেখা যায় না । তৃণমূল কংগ্রেস হল হাই কোয়ালিটির ডিভিডি। দেখাও যায়, কাজ করেও দেখায় ।" শনিবার জলপাইগুড়ির ভোটপট্টির রাজারহাটের সভা থেকে এই মন্তব্যই করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিতে এই মুহূর্তে জলপাইগুড়িতে রয়েছেন অভিষেক ৷

দলের এই কর্মসূচি থেকে আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য গণভোটের মাধ্যমে প্রার্থীদের নাম নেওয়া হবে আগেই জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ এদিন তিনি ফের বলেন, "আমি ভোট চাইতে আসিনি, লোকসভা নির্বাচন হতে এখনও সময় রয়েছে । আমি তাও এসেছি । আগামী দিন প্রার্থী কে হবে তা চয়নের অধিকার রয়েছে সাধারণ মানুষের । মানুষ যাঁকে মান্যতা দেবে তাঁকেই তৃণমূল প্রার্থী করবে । এর জন্য আমার দরকার ছিল না । অন্য কেউ আসত আপনাদের মতামত নিত । আমরা মনে করি আগামী দিন মানুষের পঞ্চায়েত গড়তে ব্লকের নেতা সিদ্ধান্ত নেবে না, সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবেন । ব্যালটে আমরা গোপনভাবে নাম তুলে নিতে চাইছি ।"

এদিনের সভা থেকে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন অভিষেক ৷ জানান, 2019 সালে উত্তরবঙ্গ থেকে জিতে যিনি কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি চিঠি লিখে বাংলার টাকা আটকে দিতে বলেছেন ৷ একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেও এদিন ফের অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ জানান, দিল্লির কাছে বাংলা মাথা নত করবে না ৷ তাঁর অভিযোগ, একমাত্র বাংলার প্রাপ্য টাকাই দিল্লি আটকে রেখেছে ৷ রাজ্যের প্রাপ্য বকেয়া টাকার দাবিতে কেন্দ্র 1 কোটি চিঠি পাঠানো হবে বলেও এদিন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কটাক্ষ, কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা তৈরির টাকা আছে, প্রচারের টাকা আছে কিন্তু গরিব মানুষের 100 দিনের কাজের জন্য দেওয়ার টাকা নেই ৷

আরও পড়ুন: অভিষেকের জনসংযোগ যাত্রায় ময়নাগুড়িতে জনপ্লাবন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.