ETV Bharat / state

ধুপগুড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ; পরিবারের দাবি, NRC আতঙ্কে আত্মঘাতী

সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে হাঁটতে বেরিয়েছিলেন শ্যামল রায়৷ পরে বাড়ির পেছনের গার্ডওয়ালে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শ্যামল রায়কে উদ্ধার করে পরিবারের লোকেরা ৷

আত্মহত্যা
author img

By

Published : Sep 24, 2019, 2:30 PM IST

Updated : Sep 24, 2019, 5:59 PM IST

ধুপগুড়ি, 24 সেপ্টেম্বর : ধুপগুড়িতে আত্মঘাতী ব্যক্তি ৷ পরিবারের দাবি, NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি ৷ মৃতের নাম শ্যামল রায় (40) ৷ মৃতের স্ত্রী মায়ান্তি রায় বলেন, তাঁর স্বামী কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন৷ সম্প্রতি ভোটার কার্ড, রেশন কার্ড খুঁজে পাচ্ছিলেন না । রাজ্যে NRC হলে কোথায় যাবেন তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্যামল রায় ৷

মৃতের স্ত্রী জানিয়েছেন, সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে হাঁটতে বেরিয়েছিলেন শ্যামল রায়৷ অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তাঁকে খুঁজতে বেরোন পরিবারের লোকেরা ৷ সেই সময় তাঁরা দেখতে পান বাড়ির পেছনের গার্ডওয়ালে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন শ্যামল রায় ৷ এরপর পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসকরা শ্যামল রায়কে মৃত বলে ঘোষণা করেন ।

ভিডিয়োয় দেখুন

শ্যামল রায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা তথা ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমরা শ্যামল রায়ের পরিবারের পাশে আছি । এই ঘটনায় ধুপগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ "

ধুপগুড়ি, 24 সেপ্টেম্বর : ধুপগুড়িতে আত্মঘাতী ব্যক্তি ৷ পরিবারের দাবি, NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি ৷ মৃতের নাম শ্যামল রায় (40) ৷ মৃতের স্ত্রী মায়ান্তি রায় বলেন, তাঁর স্বামী কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন৷ সম্প্রতি ভোটার কার্ড, রেশন কার্ড খুঁজে পাচ্ছিলেন না । রাজ্যে NRC হলে কোথায় যাবেন তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্যামল রায় ৷

মৃতের স্ত্রী জানিয়েছেন, সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে হাঁটতে বেরিয়েছিলেন শ্যামল রায়৷ অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তাঁকে খুঁজতে বেরোন পরিবারের লোকেরা ৷ সেই সময় তাঁরা দেখতে পান বাড়ির পেছনের গার্ডওয়ালে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন শ্যামল রায় ৷ এরপর পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসকরা শ্যামল রায়কে মৃত বলে ঘোষণা করেন ।

ভিডিয়োয় দেখুন

শ্যামল রায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা তথা ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমরা শ্যামল রায়ের পরিবারের পাশে আছি । এই ঘটনায় ধুপগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ "

Intro:Body:শারীরিক অসুস্থতা,তার উপর এন আর সি নিয়ে আতঙ্কে গলায় গামছা দিয়ে আত্মঘাতী ব্যক্তি।ধুপগুড়ি ব্লকের ১৫ নং ওয়ার্ডের ঘটনা।ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।মৃতের নাম শ্যামল রায়(৪০)।মৃতের স্ত্রীর মায়ান্তি রায়ের দাবি,তার শ্যামল গত কয়েকমাস থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।সম্প্রতি ভোটার কার্ড,রেশন কার্ড খুজে পাচ্ছিলেন না।তাই নিজের মনে আতঙ্ক দেখা দিয়েছিল।বাড়িতেও দুই একবার বলেছিল,কাগজ পত্র খুজে পাচ্ছিলাম না, ভালো লাগছে না।এন আর সি হলে কোথায় যাব।এরপর সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরিয়েছিল রাস্তায় হাটতে যাবে বলে।কিন্তু অনেকক্ষন সময় পেরিয়ে গেলেও কোনো খোজ না মেলায় আমরা বাইরে খুজতে বেরিয়ে দেখতে পায় বাড়ির পেছনে থাকা একটি গার্ড ওয়ালের মধ্যে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।নিজেই গামছা থেকে খুলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।
পরিবারে এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে আমি এখন কি করব বলে জানায় মায়ান্তি রায়।
ঘটনার বিষয়ে তৃণমূল নেতা তথা ধুপগুড়ি পুরসভার ভাইসচেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন,অত্যন্ত দুঃখ জনক ঘটনা। তবে আমরা যথা সাধ্য পাশে থাকব।ঘটনার বিষয়ে ধুপগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও শুনেছি। Conclusion:
Last Updated : Sep 24, 2019, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.