জলপাইগুড়ি, 7 এপ্রিল : ভিনরাজ্য থেকে জলপাইগুড়িতে ফেরা ছয় হাজার শ্রমিকের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ পায়নি স্বাস্থ্য দপ্তর । কোরোনা আতঙ্কের মাঝে তাই কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়ির বাসিন্দারা । তবে এখনই এই ছ'হাজার জনকে বাড়িতেই থাকতে বলা হয়েছে ।
জলপাইগুড়ি থেকে ভিনরাজ্যে কাজে গিয়েছিল প্রচুর শ্রমিক । লকডাউনের আগে প্রত্যেকে জেলায় ফিরতে শুরু করে । এই পরিস্থিতিতে শ্রমিকদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর । জেলা প্রশাসন সুত্রে জানা যায়, 9 হাজার 200 শ্রমিক ভিনরাজ্য থেকে ফিরেছেন । ভিনরাজ্য থেকে আসার পরই তাঁদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিল । ফিরে আসা শ্রমিকদের অধিকাংশই চা বাগানে বাসিন্দা । ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চা বাগান এই মুহুর্তে খোলা যাবে না ।
আজ পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, "এই 9 হাজার 200জন শ্রমিকের মধ্যে ছ'হাজার শ্রমিক 14 দিনের কোয়ারান্টাইন পিরিয়ড পার করেছেন ভালোভাবে । বাকিদের 14 দিন খুব তাড়াতাড়ি শেষ হবে । যাদের 14 দিন হয়ে গেছে তাদের আরও 14 দিন বাড়িতেই থাকতে বলা হয়েছে ।"