ETV Bharat / state

জলপাইগুড়িতে নতুন করে কোরোনা আক্রান্ত 54 - jalpaiguri

জলপাইগুড়িতে নতুন করে 54 জন কোরোনায় আক্রান্ত । মোট সংখ্যা বেড়ে হল 159 ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 12, 2020, 12:03 PM IST

জলপাইগুড়ি, 12 জুন : জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত 54 জন। স্বাস্থ্য বিভাগের বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 159 জন । নতুন করে এক ধাক্কায় 54 জন আক্রান্তের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগে ।

তবে, 54 জনের রিপোর্ট পজ়িটিভ এলেও 220 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত সোয়াব টেস্ট হয়েছে 5 হাজার 746 জনের । আক্রান্তদের বেশীর ভাগই পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে ।

ইতিমধ্যেই জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা আক্রান্তদের জন্য বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে । কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “আমরা আগেও বলেছি এখন কোরোনার সংক্রমণের সংখ্যা বাড়ার কারণ , এখন কোরোনা আক্রান্তরা সবাই প্রায় উপসর্গহীন।কারও মধ্যে উপসর্গ পাওয়া যাচ্ছ না। সময়মত হাসপাতালে এলে চিকিৎসায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফরবে।"

জলপাইগুড়ি, 12 জুন : জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত 54 জন। স্বাস্থ্য বিভাগের বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 159 জন । নতুন করে এক ধাক্কায় 54 জন আক্রান্তের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগে ।

তবে, 54 জনের রিপোর্ট পজ়িটিভ এলেও 220 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত সোয়াব টেস্ট হয়েছে 5 হাজার 746 জনের । আক্রান্তদের বেশীর ভাগই পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে ।

ইতিমধ্যেই জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা আক্রান্তদের জন্য বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে । কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “আমরা আগেও বলেছি এখন কোরোনার সংক্রমণের সংখ্যা বাড়ার কারণ , এখন কোরোনা আক্রান্তরা সবাই প্রায় উপসর্গহীন।কারও মধ্যে উপসর্গ পাওয়া যাচ্ছ না। সময়মত হাসপাতালে এলে চিকিৎসায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফরবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.