ডুয়ার্স, 26 নভেম্বর: অভিনব উপায়ে ডুয়ার্সে সক্রিয় গাঁজা পাচার চক্র রুখল পুলিশ ৷ উদ্ধার প্রায় 50 কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার হয়েছে 3 জন মহিলা। বাচ্চা কোলে যাত্রী বেশে বাসে উঠেছিল ওই মহিলারা ৷ তাদের ব্যাগেই ছিল গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে বানারহাট থানার পুলিশের তৎপরতায় নাকা চেকিং পয়েন্ট এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ওই বিপুল পরিমাণ গাঁজা ৷
রবিবার গোপন সূত্রে খবর পেয়ে দিনভর চলে পুলিশের বিশেষ নাকা চেকিং। আর এই চেকিংয়ে উদ্ধার হয় 50 কেজি গাঁজা। রবিবার বিকেলে বানারহাটের মোরাঘাট এলাকায় নাকা পয়েন্টে গাঁজা উদ্ধারের ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। সূত্রের খবর, বীরপাড়া থেকে শিলিগুড়িগামী একটি বাসে ব্যাগে করে গাঁজা পাচার করা হচ্ছিল। বানারহাটের মোরাঘাট এলাকায় নাকা চেকিংয়ে শিলিগুড়িগামী ওই বাসের চালককে দাঁড়াতে বলা হয়। বাসটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্যাগভরতি গাঁজা।
পুলিশ সূত্রে খবর, বীরপাড়া থেকে জনৈক ব্যক্তি ব্যাগ ভরতি গাঁজা শিলিগুড়ি পৌঁছানোর জন্য মহিলাদের দায়িত্ব দিয়েছিল। পুলিশি এলাকা থেকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সেই ব্যাগ ভরতি গাজা। উদ্ধার হওয়া গাজার পরিমাণ প্রায় 50 কিলো বলে পুলিশ সূত্রে খবর। ধৃত মহিলাদের বাড়ি কোচবিহার এবং শিলিগুড়ি ৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বানারহাট থানার আইসি শান্তনু সরকার জানান, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় ওই বাসে। নাকা পয়েন্টে পুলিশ এ দিন তল্লাশি চালাচ্ছিল। তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আগামিকাল তাদের আদালতে তোলা হবে।
আরও পড়ুন: