ETV Bharat / state

লকডাউন ভাঙায় জলপাইগুড়িতে গ্রেপ্তার 31 - কোতয়ালি থানার পুলিশ

জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা থেকে লকডাউন অমান্য করায় 31 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

lockdown
গ্রেপ্তার 31 জন
author img

By

Published : Apr 20, 2020, 11:33 PM IST

জলপাইগুড়ি, 20 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । ইতিমধ্যেই জলপাইগুড়িকে ক্লাস্টার জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । কিন্তু, লকডাউনকে উপেক্ষা করে এবং মাস্ক না পরে শহরের রাস্তায় বের হতে দেখা গেল অনেককে। আর তাই লকডাউন ভাঙায় 31 জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি থানার পুলিশ ।


আজ জলপাইগুড়ি শহরের বেগুনটারি, কদমতলা, মার্চেন্ট রোড, পান্ডাপাড়া, 3 নম্বর ঘুমটি, দিনবাজার সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ । 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সাইকেল।

জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে এই অভিযান চলে। প্রয়োজন ছাড়াই অনেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল । তাদেরও গ্রেপ্তার করেছে করা হয়েছে ।

বারবার জমায়েত না করা বা সামাজিক দূরত্ব মেনে চলার কথা বললেও অনেকে তা মানছেন না । বাইরে বেরোচ্ছেন । জমায়েতও করছেন । আর তাদের গ্রেপ্তারও করছে পুলিশ ।

জলপাইগুড়ি, 20 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । ইতিমধ্যেই জলপাইগুড়িকে ক্লাস্টার জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । কিন্তু, লকডাউনকে উপেক্ষা করে এবং মাস্ক না পরে শহরের রাস্তায় বের হতে দেখা গেল অনেককে। আর তাই লকডাউন ভাঙায় 31 জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি থানার পুলিশ ।


আজ জলপাইগুড়ি শহরের বেগুনটারি, কদমতলা, মার্চেন্ট রোড, পান্ডাপাড়া, 3 নম্বর ঘুমটি, দিনবাজার সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ । 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সাইকেল।

জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে এই অভিযান চলে। প্রয়োজন ছাড়াই অনেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল । তাদেরও গ্রেপ্তার করেছে করা হয়েছে ।

বারবার জমায়েত না করা বা সামাজিক দূরত্ব মেনে চলার কথা বললেও অনেকে তা মানছেন না । বাইরে বেরোচ্ছেন । জমায়েতও করছেন । আর তাদের গ্রেপ্তারও করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.