জলপাইগুড়ি, 6 ফেব্রুয়ারি : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর। ঘটনাটি ঘটেছে 31 নং জাতীয় সড়কে ডুয়ার্সের রেডব্যান্ড চা বাগানের কাছে। গতকাল গভীর রাতে মোটর বাইকে করে যাওয়ার সয়ম লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ধটনাটি ঘটে । দুর্ঘটনায় মোটর বাইকের চালক সহ 3 জনই মারা যান।
আরও পড়ুন : গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই চিতা বাঘ
জানা গিয়েছে, মৃত মেতেরা শানু প্রধান (28), জয় গুরুং (23) এবং গৌরব কুমাল (30) । এরা প্রত্যেকেই আমবাড়ি চা বাগানের আপার লাইন ডিভিশনের বাসিন্দা। গতকাল গভীর রাতে 3 বন্ধু বাইকে করে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই সময়ই রেডব্যাঙ্ক মোড়ে ঘটনাটি ঘটে। 31 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে মুখোমুখি তাঁদের বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। সেখান থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।