ETV Bharat / state

Jalpaiguri Factory Attack : রাজগঞ্জের কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার তিন - রাজগঞ্জের কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার তিন

জলপাইগুড়ির রাজগঞ্জের কারখানায় যে দুষ্কৃতী হামলা হয়েছিল সে ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে (3 Criminal Arrested in Rajganj Factory Attack Incident) ৷ পুলিশ সূত্রের খবর, ওই তিনজনই পাশের কারখানার কর্মী ৷

Jalpaiguri news
তাণ্ডবের ঘটনায় গ্রেফতার তিন
author img

By

Published : Apr 5, 2022, 10:10 AM IST

জলপাইগুড়ি, 5 এপ্রিল : জলপাইগুড়ির রাজগঞ্জের কারখানায় দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার তিনজন (3 Criminal Arrested in Rajganj Factory Attack Incident)। রাতের অন্ধকারে ব্যাপক তাণ্ডব চালায় ওই দুষ্কৃতীরা ৷ জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তিনজনই পাশের কারখানার কর্মী । পুলিশের এহেন ভূমিকায় খুশি কারখানা কর্তৃপক্ষ ।

রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মগসুবা গ্রামে কয়েক বছর আগে গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা । রবিবার রাতে কিছু দুষ্কৃতীরা ওই এলাকার শক্তি স্টিল নামক একটি প্লাস্টিকের দরজা জানালার কারখানায় তাণ্ডব চালায় । বড় বড় পাথর দিয়ে কোম্পানির সমস্ত কাচের জানালা দরজা ভেঙে দেওয়া হয় । ঘটনায় আতঙ্কিত কোম্পানির মালিক-সহ এলাকার শ্রমিকরা । ঘটনার পরিপ্রেক্ষিতে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয় কোম্পানির মালিকের পক্ষ থেকে ।

শক্তি স্টিল কারখানার মালিক রোহিত কুমার বিন্দল বলেন, "আমাদের কারখানায় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে হামলা চালায় । জানালা ভাঙচুর করা হয় । দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলাম । পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে । আমরা এলাকায় পুলিশের টহলদারি বাড়াতে বলেছি । এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে তা পুলিশ তদন্ত করুক । এর সঙ্গে কারা আছে তা খতিয়ে দেখুক পুলিশ ।"

রাজগঞ্জ কারখানায় যে দুষ্কৃতী হামলা হয়েছিল সে ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে

আরও পড়ুন: জলপাইগুড়ির একটি কারখানায় দুষ্কৃতী তাণ্ডব, আতঙ্কিত সংস্থার মালিক

এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "শক্তি স্টিল কারখানায় ভাঙচুরের ঘটনায় আমরা তিনজনকে গ্রেফতার করেছি । তাদের নাম মনসুর আলি শেখ, আনন্দ রায় ও পার্থ রায় । এরা তিনজনেই পাশের কারখানার কর্মী । কেউ বহিরাগত নয় ।" তিনি আরও বলেন, "তারা কেন এই কাজ করল তা জিজ্ঞাসাবাদ করা হবে । আপাতত সেখানে পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে ।"

জলপাইগুড়ি, 5 এপ্রিল : জলপাইগুড়ির রাজগঞ্জের কারখানায় দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার তিনজন (3 Criminal Arrested in Rajganj Factory Attack Incident)। রাতের অন্ধকারে ব্যাপক তাণ্ডব চালায় ওই দুষ্কৃতীরা ৷ জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তিনজনই পাশের কারখানার কর্মী । পুলিশের এহেন ভূমিকায় খুশি কারখানা কর্তৃপক্ষ ।

রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মগসুবা গ্রামে কয়েক বছর আগে গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা । রবিবার রাতে কিছু দুষ্কৃতীরা ওই এলাকার শক্তি স্টিল নামক একটি প্লাস্টিকের দরজা জানালার কারখানায় তাণ্ডব চালায় । বড় বড় পাথর দিয়ে কোম্পানির সমস্ত কাচের জানালা দরজা ভেঙে দেওয়া হয় । ঘটনায় আতঙ্কিত কোম্পানির মালিক-সহ এলাকার শ্রমিকরা । ঘটনার পরিপ্রেক্ষিতে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয় কোম্পানির মালিকের পক্ষ থেকে ।

শক্তি স্টিল কারখানার মালিক রোহিত কুমার বিন্দল বলেন, "আমাদের কারখানায় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে হামলা চালায় । জানালা ভাঙচুর করা হয় । দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলাম । পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে । আমরা এলাকায় পুলিশের টহলদারি বাড়াতে বলেছি । এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে তা পুলিশ তদন্ত করুক । এর সঙ্গে কারা আছে তা খতিয়ে দেখুক পুলিশ ।"

রাজগঞ্জ কারখানায় যে দুষ্কৃতী হামলা হয়েছিল সে ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে

আরও পড়ুন: জলপাইগুড়ির একটি কারখানায় দুষ্কৃতী তাণ্ডব, আতঙ্কিত সংস্থার মালিক

এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "শক্তি স্টিল কারখানায় ভাঙচুরের ঘটনায় আমরা তিনজনকে গ্রেফতার করেছি । তাদের নাম মনসুর আলি শেখ, আনন্দ রায় ও পার্থ রায় । এরা তিনজনেই পাশের কারখানার কর্মী । কেউ বহিরাগত নয় ।" তিনি আরও বলেন, "তারা কেন এই কাজ করল তা জিজ্ঞাসাবাদ করা হবে । আপাতত সেখানে পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.